Fariha keya

Fariha keya Utilize your time with cooking, painting,travelling and gardening �
These add OUR life different way of happiness.
(8)

আমার গল্পে নতুন যুক্ত হওয়া তুমি❤️ #হাওর  #সুনামগন্জ
15/07/2025

আমার গল্পে নতুন যুক্ত হওয়া তুমি❤️

#হাওর #সুনামগন্জ

হাসনতরীর এই আতিথেয়তা ভোলার মতো না❤️After morning with fresh fruits at Tanguar Haor❤️
14/07/2025

হাসনতরীর এই আতিথেয়তা ভোলার মতো না❤️
After morning with fresh fruits at Tanguar Haor❤️

আমি তোমাকে পাইনা আবার পাই,আমি খুচরো পয়সার মত বুকপকেটে তোমার স্মৃতি জমাই,আমি তোমাকে চাইনা আবার চাই,তোমাকে আমার না হলেও চল...
13/07/2025

আমি তোমাকে পাইনা আবার পাই,
আমি খুচরো পয়সার মত বুকপকেটে তোমার স্মৃতি জমাই,
আমি তোমাকে চাইনা আবার চাই,
তোমাকে আমার না হলেও চলবে এমন অভিনয় করে যাই,
বুনো মেঘ, তুমুল আবেগ,
আমি সমস্তটা নিয়ে বেঁচে আছি-
তুমি না থাকার মত করে পাশে আছো তাই।
~কিঙ্কর আহসান

হাওর+সকাল+মেঘলা আবহাওয়া+চা- এই সময়ের অনুভূতি প্রকাশ করার মতো না ❤️❤️❤️    #হাওর  #সুনামগন্জ
12/07/2025

হাওর+সকাল+মেঘলা আবহাওয়া+চা- এই সময়ের অনুভূতি প্রকাশ করার মতো না ❤️❤️❤️

#হাওর #সুনামগন্জ

সংসার করতে এসে রান্না শিখে গেছিকিন্তু চুল বাঁধতে ভুলে গেছি।সংসার করতে এসে সবার খেয়াল রাখতে শিখে গেছি,কিন্তু নিজের খেয়াল ...
08/07/2025

সংসার করতে এসে রান্না শিখে গেছি
কিন্তু চুল বাঁধতে ভুলে গেছি।

সংসার করতে এসে সবার খেয়াল রাখতে শিখে গেছি,
কিন্তু নিজের খেয়াল রাখতে ভুলে গেছি।

সংসার করতে এসে পরিবার মেইন্টেন করতে শিখে গেছি,কিন্তু নিজেকে নিজের পরিচালনা করা ভুলে গেছি।

সংসার করতে এসে রান্না করতে গিয়ে হাত পুড়ে সবার মুখে যথা সময় খাবার তুলে দিয়েছি।
কিন্তু নিজের সেই পোড়া ঘায়ে মলম দিতে ভুলে গেছি।

সংসার করতে গিয়ে রাতে সবাই কে খাইয়ে আনন্দ দিতে শিখে গেছি, নিজের পছন্দসই খাবারটা নিয়ে খেতে ভুলে গেছি।

সংসার করতে গিয়ে ২৪ ঘন্টার সার্ভিস দিতে শিখে গেছি, কিন্তু নিজেকে আয়নার সামনে দাড় করাতে ভুলে গেছি।

সংসার করতে গিয়ে চিরজীবনের জন্য নিজেকে বিসর্জন দেয়া শিখে গেছি,
সাথে নিজের স্বপ্ন গুলো মাটি চাপা দিয়ে দিচ্ছি দিনের পর দিন।

সংসার করতে গিয়ে ওপর পাশের হুংকার গ্রহণ করা শিখে গেছি,
পাওনা হিসেবে চোখের পানি ফেলেছি।

সংসার করতে গিয়ে স্বামীর পকেট সেফ করা শিখে গেছি,
প্রাপ্য হিসেবে বিলাসিতা ভুলে গেছি,কেউ নেই সেই বিলাসিতা মনে করানোর,কেউ নেই সেই বিলাসিতা জোগানোর।

সংসার করতে গিয়ে দশ দিক সামলানো শিখে গেছি..
বিনিময়ে নিজেকে সামলানোর কাউকে পাইনি।

সংসার করতে গিয়ে নিজের কাছে নিজেকেই অচেনা বানিয়ে ফেলেছি।।।

মাস শেষে আমার বলতে কিছু নেই,চাকরি করলে টাকা মেলে কিন্তু এত দায়িত্বের কোনো মূল্যনেই।আমার পুজি কিসে??

তবুও কি সারাজীবনে কেউ স্বীকার করবে যে, আমিও ইমপরটেন্ট কারো জীবনে? কেউ কি বলবে আমি না থাকলে এই সংসার অচল?

জীবন অদ্ভুত সুন্দর। একা থাকাও কঠিন, আবার মানিয়ে নিয়ে চলাও কঠিন। তবে নিজেকে অন্যের জন্য বিলিয়ে দেয়াতে কোনো শান্তি নেই!!

©

Dinner with chicken, bun and French fry is simply best❤️❤️
07/07/2025

Dinner with chicken, bun and French fry is simply best❤️❤️

মানুষ আসলে কখনো ভালো থাকে না।মানুষ যা পারে তা হলো ভালো থাকার চেষ্টা করাটা।সমুদ্রের উঁচু নিচু ঢেউ বিপদ হয়ে যখন জীবনে আসে ...
07/07/2025

মানুষ আসলে কখনো ভালো থাকে না।
মানুষ যা পারে তা হলো ভালো থাকার চেষ্টা করাটা।
সমুদ্রের উঁচু নিচু ঢেউ বিপদ হয়ে যখন জীবনে আসে মানুষ তখন লড়াই করে টিকে থাকতে চায়।
এই চেষ্টাটাই, চাওয়াটাই সব। সবাই আসলেই নিজ,
নিজ জায়গা থেকে প্রবলভাবে একা। কতকিছু বলার থাকে, কতকিছু বোঝে না কাছের মানুষেরা!
প্রচন্ড অভিমান বুকের ভেতর পুষে এক একটা দিন টেনে নিয়ে যাওয়া সহজ কথা নয়! তবুও মানুষ বাঁচে, বাঁচতে চায়।
আহারে!
~কিঙ্কর আহসান

আলহামদুলিল্লাহ ❤️এই পরিবারে এখন ৩ হাজার সদস্য। সবাইকে অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য। ইনশাআল্লাহ ধীরে ধীরে আরও বড় হবে এই ...
01/07/2025

আলহামদুলিল্লাহ ❤️
এই পরিবারে এখন ৩ হাজার সদস্য। সবাইকে অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য। ইনশাআল্লাহ ধীরে ধীরে আরও বড় হবে এই পরিবার। সবাই পাশে থাকবেন।
এতদিন আরও অনেক বেশি সদস্য হতো যদি এখানে উল্টোপাল্টা পোস্ট করতাম, অশ্লীলতা, সমাজ নষ্ট করা ফানি ভিডিও দিতাম। কিন্তু সেসবের আমার প্রয়োজন নেই। ভালোবেসে এই পেজ ওপেন করেছি, এখনো ভালোবেসেই নিজের কাজ নিয়ে পোস্ট দিয়ে থাকি। এটা নিয়ে প্রেসার নেই না, অথবা টাকা ইনকাম করতেই হবে এসব ও ভাবি না। যখন যেমন রান্না করি,একটু ঘুড়তে যাই সেগুলোই চিত্র ধারণ করে রাখি যদি হাতে সময় থাকে। কখনোই পার্সোনাল লাইফ শেয়ার করতে আগ্রহী নই। তাই এখান থেকে কেউ বিচার করবেন না দয়া করে।
পাশে থাকবেন, ভালো কিছু ভিডিও দেয়ার চেস্টা করে যাবো ইনশাআল্লাহ ❤️❤️❤️

প্রকৃতি ভালোবাসি,তাই প্রকৃতির মাঝে ভালোবাসা খুজি❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
01/07/2025

প্রকৃতি ভালোবাসি,তাই প্রকৃতির মাঝে ভালোবাসা খুজি❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

শেষ বিকেলের এই আকাশ দেখলে মন ভালো হয়???শুভ সন্ধ্যা ❤️
30/06/2025

শেষ বিকেলের এই আকাশ দেখলে মন ভালো হয়???
শুভ সন্ধ্যা ❤️

Morning shows the day❤️Good morning to all❤️
29/06/2025

Morning shows the day❤️
Good morning to all❤️

আসসালামু আলাইকুম 🌸জুম্মা মোবারক ❤️ আল্লাহ তায়ালা সবাইকে সুস্থ রাখুক,ভালো রাখুক🤲       #জুম্মামোবারাক
27/06/2025

আসসালামু আলাইকুম 🌸
জুম্মা মোবারক ❤️ আল্লাহ তায়ালা সবাইকে সুস্থ রাখুক,ভালো রাখুক🤲

#জুম্মামোবারাক

Address

Sirajganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when Fariha keya posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share