IsRat JaHan

IsRat JaHan বিচিত্র এই দুনিয়াতে আমি এক সচিত্র প্রতিবেদন彡༎ ��༅༎ ⊱���
(3)

স্বামীর কারণেই পরিবারে অন্য সদস্যরা স্ত্রীকে ছোট করার সাহস পায় 💔🌿 বাংলাদেশের পারিবারিক কাঠামো এখনো অনেকাংশে পিতৃতান্ত্রি...
20/10/2025

স্বামীর কারণেই পরিবারে অন্য সদস্যরা স্ত্রীকে ছোট করার সাহস পায় 💔

🌿 বাংলাদেশের পারিবারিক কাঠামো এখনো অনেকাংশে পিতৃতান্ত্রিক মানসিকতায় গড়া। পরিবারের সব সিদ্ধান্তের কেন্দ্রবিন্দুতে থাকে স্বামী বা পরিবারের পুরুষ সদস্য। কিন্তু অনেক সময় দেখা যায়, একজন স্বামী নিজের স্ত্রীর প্রতি ন্যায্য সম্মান দেখাতে ব্যর্থ হন। তার এই অবহেলা, নীরবতা বা সমর্থনই পরিবারের অন্য সদস্যদের — যেমন শাশুড়ি, ননদ বা দেবরদের — স্ত্রীকে ছোট করার সাহস জোগায়। অথচ একটিমাত্র কথা বা অবস্থান বদলে দিতে পারত পুরো সম্পর্কের গতি।

🌸 মনোবিজ্ঞানীরা বলেন, “যেখানে ন্যায়ের পাশে নেতৃত্বের অভাব থাকে, সেখানে অন্যায় মাথা তোলে।” স্বামী যদি স্ত্রীকে যথাযথ মর্যাদা না দেন, তাহলে অন্যরা ধরে নেয় যে তাকেও ছোট করা যায়। গবেষণায় দেখা গেছে, বাংলাদেশের ৬৩% নারী কখনো না কখনো স্বামীর পরিবারের কাছ থেকে মানসিক নির্যাতনের শিকার হয়েছেন (সূত্র: নারী নির্যাতন জরিপ, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, ২০২৩)। এই নির্যাতনের পেছনে স্বামীর নীরবতা বা পক্ষপাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

একজন স্ত্রী যখন দেখে তার স্বামী অন্যদের সামনে তাকে অসম্মানজনকভাবে “চুপ করো” বা “তুমি কিছু জানো না” বলে থামিয়ে দেন, তখন শুধু তার আত্মসম্মানই আঘাতপ্রাপ্ত হয় না, সেই পরিবারের অন্য সদস্যরাও বার্তা পায়—এই নারীকে হেয় করা নিরাপদ। এই প্রক্রিয়ায় ধীরে ধীরে গড়ে ওঠে এক “অঘোষিত পারিবারিক শ্রেণিবিন্যাস”, যেখানে স্ত্রী সবসময় নিচের স্তরে থেকে যায়।

মনোবিজ্ঞানী ড. সায়মা ইসলাম (ঢাকা বিশ্ববিদ্যালয়, ২০২২) উল্লেখ করেছেন,

“যখন স্বামী স্ত্রীকে রক্ষা করার পরিবর্তে নিরবে নির্যাতন সহ্য করতে দেন, তখন পরিবারে এক ধরনের ‘গ্রুপ পারমিশন’ তৈরি হয়—যেখানে সবাই ভাবে, স্ত্রীকে কষ্ট দেওয়া দোষের নয়।”

অন্যদিকে, যে পরিবারে স্বামী প্রকাশ্যে স্ত্রীর সম্মান রক্ষা করেন, সেখানকার সদস্যরা সাবধান থাকে। সম্মানের এই সীমারেখা স্বামীই নির্ধারণ করেন। স্ত্রীকে সঙ্গী হিসেবে নয়, যদি “কর্তৃত্বাধীন” মনে করা হয়, তখন পরিবারেও সেই দৃষ্টিভঙ্গি ছড়িয়ে পড়ে।

সামাজিক বাস্তবতা ও উদাহরণ 🌺

সমাজে এমন অসংখ্য উদাহরণ আছে যেখানে স্ত্রীর উপর পরিবারের অতিরিক্ত নিয়ন্ত্রণ স্বামীর অনীহা থেকেই শুরু হয়। কোনো মন্তব্য, উপহাস বা তুলনা যদি স্বামী থামিয়ে না দেন, তবে তা নিয়মে পরিণত হয়। ২০২৪ সালের এক সমীক্ষায় (BRAC Gender Study) দেখা গেছে, ৭৮% নারী মনে

20/10/2025

- যত্নশীল জীবনসঙ্গী পাওয়া এক ধরনে রিজিক, যা পুরো জীবন জুড়ে শান্তি ছড়িয়ে দেয়.😊

শুভ সকাল 🥰

ইচ্ছে করে
19/10/2025

ইচ্ছে করে

😴
19/10/2025

😴

19/10/2025

Priority is most important...😴
পৃথিবীতে কেউই ব্যস্ত না, বিষয়টা হলো😊
আপনি কার কাছে কতটা গুরুত্বপূর্ণ 🥲..!!

মাইয়া মাইনষের ভাগ্য ভালা না হইলে গোটা জীবনটাই চইলা যায় সুখ খুঁজতে খুঁজতে... 😊
19/10/2025

মাইয়া মাইনষের ভাগ্য ভালা না হইলে
গোটা জীবনটাই চইলা যায় সুখ খুঁজতে খুঁজতে... 😊

19/10/2025

সে দুঃখ নিজে ডেকে আনা,,,,
সে দুঃখ নিয়ে আফসোস করে
লাভ আছে????
লাভ নেই... লাভ নেই!!! 😊😊

18/10/2025

,

18/10/2025

🌺🌺কাজ করবেন নিজের বাড়ি মনে করে আর থাকবেন পরের বাড়ি ভেবে..🌺

18/10/2025

Address

Sirajganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when IsRat JaHan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share