Fahim

Fahim মাটির দেহ মাটি ই হবে কিসের অহংকার??
শুন্য ভীষন শক্তিশালী সংখ্যা🙂

13/08/2025

আমাকে একবার নয় যদি হাজার বার জিজ্ঞেস করা হয় এই পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ কি?
আমি বলবো মানুষ চেনা।

13/08/2025

সাদা মনের মানুষ আর সাদা পাথর কোনটাই বাংলাদেশের জন্য না! 😥 এই লাইনটা বুঝতে বুঝতে এখন চুল সাদা হওয়া শুরু করেছে! 🧐

26/05/2025
26/05/2025

জীবনের কিছু ব্যাথা একান্তই নিজের 🥲🥲🥲

বাঘ যখন কোনো শিকার ধরে,তাকে হজম করে ফেলে,তারপর আর তার কথা মনে রাখে না।কিন্তু যে শিকার হাতছাড়া হয়ে যায়,থাবা উদ্যত করলেও স...
24/05/2025

বাঘ যখন কোনো শিকার ধরে,তাকে হজম করে ফেলে,তারপর আর তার কথা মনে রাখে না।কিন্তু যে শিকার হাতছাড়া হয়ে যায়,থাবা উদ্যত করলেও সরে পড়ে,সে বাঘের অহমিকায় দারুণ আঘাত দিয়ে যায়।বাঘ তাকে ভুলতে পারে না।
মানুষও তেমন, যা পেয়ে গেছে তাতে সন্তুষ্ট না।যা ছুটে গেছে যেন তাই চাই!
✍️✍️✍️Mirza Sonia

23/05/2025

বাবাহীন মানুষেরা😥😥😥

21/05/2025

জীবনের কঠিন সময়গুলোতে নিজেকে গোপন রাখাই ভালো। নিজের দুঃখ কষ্ট কাউকে না দেখানোই উত্তম।

জীবনে যদি কখনও খুব খারাপ সময় আসে, তাহলে নিজের দুঃখ কষ্টগুলো নিজের মাঝে এমনভাবে আড়াল করে রেখো যেনো তোমার গা ঘেঁষে বসে থাকা মানুষটিও টের না পায় গোপনে তুমি ভেঙে গেছ খুব। পুড়ে ছারখার হয়ে গেছে মনের বন। আকস্মিক ঝড়ে ঝরে গেছে জীবন বৃক্ষের সবকয়টি সবুজ পাতা।

শক্ত হও। নিজেকে নিজেকে বুঝাও যে- এত সামান্য, বাতাসে ঝরে যেতে নেই, ভেঙে যেতে নেই অমন হাল্কা আঘাতে।

কান্না পেলে একা একা গোপনে কাঁদো, তবুও নিজের ক্ষতগুলো কাউকে দেখাতে যেও না।

মনে রেখো, যে নিজের জন্য আলো হতে পারে না, পৃথিবীর সমস্ত আলো মিলেও তাকে পথ দেখাতে পারে না।

জানোই তো মানুষ বড় নির্দ্বয়। ভেঙে যাওয়া মৌচাক দেখলে ক'টা ঢিল মা'রে আরও বেশী ভেঙে দিয়ে পৈশাচিক আনন্দ পায়।

17/05/2025

জেনে নিন! মোবাইল ও পিসির জন্য ২০টি গোপন হ্যাক/ট্রিকস (যা সবাই জানে না!)

১. Chrome://flags – গুগল ক্রোমের গোপন ফিচার আনলক করুন।
২. Airplane Mode Trick – মোবাইলে এয়ারপ্লেন মোড দিয়ে চার্জিং স্পিড বাড়ান।
৩. *Dial #06 # – আপনার ফোনের IMEI নাম্বার বের করুন।
৪. Use “Ctrl+Shift+T” – ব্রাউজারে বন্ধ হয়ে যাওয়া ট্যাব ফিরিয়ে আনুন।
৫. Google Lens – ক্যামেরা দিয়ে অজানা জিনিস চিনে নিন।
৬. Developer Option (Android) – গেম পারফরম্যান্স বাড়াতে GPU Rendering চালু করুন।
৭. Night Mode Browsing – সব ওয়েবসাইটে ডার্ক মোড চালু করুন "Dark Reader" এক্সটেনশন দিয়ে।
৮. Clipboard History (Windows + V) – আগে কপি করা সব কিছু দেখুন।
৯. Phone Battery Health Check – Android এ Dial # #4636 # #
১০. Typing Shortcut (Gboard) – নিজের শর্টকাট বানিয়ে টাইপিং ফাস্ট করুন।
১১. Safe Mode (Android) – সমস্যা হলে ফোনে সেফ মোডে চালু করে টেস্ট করুন।
১২. Web-Based Android Apps – “web.app” দিয়ে ফোনে স্পেস না নিয়ে অ্যাপ চালান।
১৩. Task Scheduler (Windows) – অটো সফটওয়্যার চালু বা বন্ধ করুন।
১৪. Google Find My Device – হারিয়ে যাওয়া ফোন ট্র্যাক, লক বা মুছতে পারবেন।
১৫. Split Screen (Android) – একসাথে দুই অ্যাপ চালান।
১৬. Voice Access – ফোন বা পিসি কন্ট্রোল করুন কণ্ঠস্বর দিয়ে।
১৭. Dynamic Island for Android – iPhone-এর মত ডিজাইন চাইলে “dynamicSpot” অ্যাপ ব্যবহার করুন।
১৮. Built-in Screen Recorder (Android 11+ / Windows) – কোনো থার্ড-পার্টি ছাড়াই স্ক্রিন রেকর্ড করুন।
১৯. Zoom Anywhere (Accessibility) – স্ক্রিনে যে কোনো জায়গা জুম করুন, চোখের সমস্যার জন্য খুব কার্যকর।
২০. Google Activity – আপনি গুগলে কী করেছেন সব ট্র্যাক ও ম্যানেজ করুন: myactivity.google.com

আপনার মোবাইল বা পিসির কাজ আরও সহজ, স্মার্ট এবং ফাস্ট করতে এই টিপসগুলো দারুন কাজে আসবে।
Copy

তুমি হইলা চন্দ্রবিন্দু - আমি হইলাম বিসর্গতোমারে মানায় চাঁদে - আমারে মানায় দুঃখে....❤️
10/05/2025

তুমি হইলা চন্দ্রবিন্দু - আমি হইলাম বিসর্গ
তোমারে মানায় চাঁদে - আমারে মানায় দুঃখে....❤️

10/05/2025

বিএ/বিএসএস ২৪১ কোড হলো পুনঃপরীক্ষা আর ২২১ হল পুনঃ নিরীক্ষণ/বোর্ড চ্যালেন্জ,,,,,,,বোর্ড চ্যালেন্জ ফি -ভ্যাট সহ ৫০৫ টাকা,,,পুঃ পরীক্ষা ফি ১২০,,, চাইলে এক সাথেই দুইটা আবেদন করা যাবে,,আবেদনের কপি অফিসে জমা দিবার প্রয়োজন নেই,,,,,

একজন স্বপ্নবাজ এএসপির মৃত্যু মানার মতো নয়। বিয়ের পরে একটি ছেলের বড় চ্যালেঞ্জ হলো- মা বউয়ের মন রক্ষা করে চলা । বর্তমান সম...
07/05/2025

একজন স্বপ্নবাজ এএসপির মৃত্যু মানার মতো নয়।

বিয়ের পরে একটি ছেলের বড় চ্যালেঞ্জ হলো- মা বউয়ের মন রক্ষা করে চলা । বর্তমান সমাজ ব্যবস্থায় এটা শুধু কঠিন নয় বরং দু:সাধ্য।

নিজের মেয়ের বড় ভুল ক্ষমা করতে পারলেও, ছেলের বউয়ের সামান্য ভুল মানতে নারাজ। আবার শ্বাশুড়িকে নিজের মায়ের মতো ভাবতে পারো এমন বউ নাই বললেই চলে।

মাঝখানে পড়ে থাকে মনের সাথে প্রতিনিয়ত যুদ্ধ করা ছেলেটা

Address

Sirajganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when Fahim posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share