Ekti Golpo

Ekti Golpo
"আপনাদের ভালোবাসা আর সাপোর্টেই এগিয়ে চলছি। পাশে থাকুন, সামনে আরও অনেক কিছু আসছে!"

11/06/2025
10/05/2025

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত ভারত-পাকিস্তান

09/05/2025

বৃষ্টির জলে ভিজে স্কুলে যেত ছেলেটা। একদিন আকাশ থেকে নেমে এল এক জাদুর ছাতা — আর বদলে গেল তার পুরো পৃথিবী।
একটি গল্প — স্বপ্ন, সংগ্রাম আর একটুকরো জাদুর।
তোমার ভালোবাসায় হয়তো ছেলেটার গল্প আরও অনেক হৃদয়ে পৌঁছাবে।

#জাদুরছাতারগল্প
#বৃষ্টিভেজাস্বপ্ন
#স্বপ্নছোঁয়ারছাতা
#ছোটছেলেবড়োস্বপ্ন
#ভালোবাসাযাদুরমতো
#জাদুরছাতারগল্প #বৃষ্টিভেজাস্বপ্ন #স্বপ্নছোঁয়ারছাতা #ছোটছেলেবড়োস্বপ্ন #ভালোবাসাযাদুরমতো

07/05/2025

গল্প: "চিঠির শহর"

রোজ দুপুরে ছাদে উঠে মেয়েটা একটা করে চিঠি উড়িয়ে দিত আকাশে, ছোট্ট এক কাগজের নৌকায় ভরে। কেউ জানত না কাকে লিখে, কেনই বা লেখে। শহরের লোক হাসাহাসি করত, বলত – "পাগল মেয়ে!"

কিন্তু একদিন সেই মেয়ে ছাদে উঠেই দেখল – তার জানালার সামনে দাঁড়িয়ে এক ছেলেটা, হাতে ধরা এক ঝাঁক চিঠি।

সে বলল, "তুমি জানো? প্রতিদিন উত্তর দিতাম আমি, শুধু হাওয়ার পথ বুঝে উঠতে পারিনি আগে।"

মেয়েটা তাকিয়ে থাকল কিছুক্ষণ, তারপর ধীরে ধীরে হাসল। চিঠির শহরে এবার সত্যিই ভালোবাসা উড়ে এল।
#রোমান্টিকগল্প
#ভালোবাসারগল্প
#কাল্পনিকগল্প
#বাংলাগল্প
#চিঠিরশহর
#মনছুঁয়েযাওয়া
#গল্পবলাআলোকে
#ভালোবাসা







Ekti Golpo
Golpo

গল্পের নাম: "প্রথম দেখা"গল্পের শুরু হয় এক শহরের ছোট্ট পার্কে, যেখানে দুই অচেনা মানুষ একে অপরকে দেখতে পায়। সেদিন ছিল শরৎক...
07/05/2025

গল্পের নাম: "প্রথম দেখা"

গল্পের শুরু হয় এক শহরের ছোট্ট পার্কে, যেখানে দুই অচেনা মানুষ একে অপরকে দেখতে পায়। সেদিন ছিল শরৎকাল, বাতাসে হালকা সর্গীয় শীতলতা আর ফুলের মিষ্টি গন্ধ। সোহেল, একজন সাদামাটা ছেলে, সকালবেলা নিয়মিত হাঁটতে বেরিয়েছিল। আর অনন্যা, এক মনোমুগ্ধকর মেয়ে, পার্কে বই পড়তে আসছিল। তাদের চোখের সামনে একে অপরকে দেখে, সময় যেন থেমে গেল।

অনন্যা যখন তার প্রিয় কবিতার বইয়ে ডুবে ছিল, সোহেল তার পাশ দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ করে পড়ে গেল। সে এগিয়ে এসে সাহায্য করল। প্রথমে অস্বস্তি থাকলেও, দুজনের মধ্যে এক অদ্ভুত কানেকশন তৈরি হল।

একটু কথা বলার পর, তারা জানল যে তাদের জীবনযাত্রা, স্বপ্ন এবং ভালোবাসার প্রতি তাদের অনুভূতিগুলো বেশ মিলে যায়। সোহেল জানাল, সে গান পছন্দ করে, আর অনন্যা জানাল সে কবিতা লেখে। তাদের প্রথম দেখা হয়েছিল সেইভাবে, কিন্তু তারপর থেকেই তাদের মধ্যে অদৃশ্য বন্ধন গড়ে ওঠে।

দিনগুলো চলে যায়, আর তাদের সম্পর্ক গাঢ় হতে থাকে। একদিন, সোহেল একটি কবিতা লেখে অনন্যার জন্য, যেখানে তার ভালোবাসা, আশা এবং ভবিষ্যতের প্রতি আকাঙ্ক্ষা প্রকাশ পায়। সে কবিতাটি অনন্যাকে জানাতে পারলে, তারা একে অপরকে আরও কাছাকাছি অনুভব করে।

গল্পটির সমাপ্তি হয় এক রোমান্টিক দৃশ্যের মাধ্যমে, যেখানে সোহেল ও অনন্যা হাত ধরে চলতে থাকে, তাদের সামনে নতুন জীবনের জন্য পথ প্রশস্ত হচ্ছে।

Address

Sirajganj

Website

https://youtube.com/@news420-t2b?si=ifTimlJ2Mlxhxj7m, https://www.facebook.com/shar

Alerts

Be the first to know and let us send you an email when Ekti Golpo posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category