24/06/2025
একসময় মনে হতো—ভেঙে গেলে কেউ এসে জোড়া লাগাবে, কাঁদলে কেউ এসে চোখ মুছে দেবে, একা হয়ে গেলে কেউ এসে পাশে বসবে।
কিন্তু সময়ের সাথে সাথে শিখেছি—সবসময় এমন কেউ থাকে না।
কিছু কিছু কষ্ট খুব ব্যক্তিগত হয়, কিছু কান্না নিরব, আর কিছু একাকিত্ব এত গভীর হয় যে তা কেবল নিজের সাথে ভাগ করা যায়।
তখনই আসলে শুরু হয় নিজেকে গুছিয়ে নেওয়ার অধ্যায়।
অপরের জন্য নয়, নিজের জন্য।
নিজের শান্তির জন্য, নিজের ভেতরের মানুষটাকে বাঁচিয়ে রাখার জন্য।
নিজেকে গুছিয়ে নিতে নিতে বুঝেছি—সব সম্পর্ক টিকে না, সব আশা পূরণ হয় না, আর সব স্বপ্ন বাস্তব হয় না।
তবুও বাঁচতে হয়।
তবুও সকালে উঠে চুল আঁচড়াতে হয়, মুখে হাসি আনতে হয়, কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রাখতে হয়—কারণ জীবন থেমে থাকে না।
#🦋🕊️