Emon The Real Thinker

Emon The Real Thinker জ্যোতির্পদার্থবিদ, লেখক ও অপরের হিতকারী

23/04/2025

তোমার লক্ষ্যের অস্তিত্ব যদি থাকে নিত্য কল্পনায়
তাহলে তার বাস্তব রুপায়ন সম্ভব।

22/04/2025

কুঁড়েঘর থেকে প্রাসাদের মালিক হওয়ার গল্প নতুন কিছু নয়।
তোমার চেষ্টা যদি থাকে তুমিও সফল হবে এটা গুরুজনে কয়।

14/04/2025

হৃদয়ে গড়া প্রতিমায়, এটেছি আপন সিলমোহর। ঢেলেছি সিঁদুর সিঁথিতে তোর,
খুঁজেছি অষ্টপ্রহর।

07/04/2025

অবৈধ isরাইলকে আমরা মন থেকে চরমভাবে ঘৃণা ও প্রত্যাখ্যান করি। কিন্তু অন্যের জান মালের ক্ষতি করা, ভাঙচুর করা, লুটতারাজ করা মোটেও মমিনের কাজ নয়। এ কথাও আমাদের সব সময় মাথায় রাখা উচিত।

07/04/2025

একদল isরায়েলী ও ameরিকার পণ্য বয়কটের ডাক দিচ্ছে। আরেক দল ইসরাইলি পণ্য প্রকাশ্যে লুট করছে। এমতাবস্থায় বাংলাদেশ সরকার যুক্তরাষ্ট্রের আরো ১০০ টি পণ্যে শুল্কমুক্ত সুবিধা দিচ্ছে।

07/04/2025

এটা প্রতিবাদের কোন ভাষা নয়। এটা প্রকাশ্য লুটতরাজ। এরা মুখে বলে একটা; আর করে আরেকটা।এদের এই অপকার্যকলাপের দ্বারা ফিলিস্তিন তথা মুসলিম উম্মাহর কোনো কাজে আসবে না।

07/04/2025

বীভৎস সেই দৃশ্য দেখে কি করে চুপ থাকো, নামধারী মুসলিম রাষ্ট্রনেতা?
আজ থেকে কিছুকাল পরে,
ইতিহাসের পাতায় লেখা রবে তোমাদের এই অপারগতা।

07/04/2025

গাজা বাসীর জন্য আজ,
ব্যথাতুর হৃদয় গুমড়ে গুমড়ে কাঁদছে।
রক্ত পিপাসুর বোমার আঘাতে মানুষের খন্ডিত দেহ বাতাসে ভাসছে!

03/04/2025

পুরুষ তুমি দুঃখ বিলাসী, তোমার কষ্টে ভরা বুক।

অভাবের সংসারে তবু হাসিখুশি থাকুক,
প্রতিটি প্রিয় মুখ।

02/04/2025

সফলতার সিঁড়ি বেয়ে উঠতে পেরেছে কয়জন?
বেশীর ভাগই তো ব্যর্থতায় পর্যবসিত জীবন।
পারবো কিনা জানিনা, তবে ইচ্ছে আমার একটাই। আমি তোমায় সফলতার গল্প শোনাতে চাই।

02/04/2025

পরিবারের জন্যই পুরুষ, দিনের পর দিন করে থাকে অন্যের গোলামী।
মাস শেষে যা পায়, তা দিয়ে সংসার চালাতে গিয়ে নিজের ভাগে জুটে বদনামি!

Address

Sirajganj
6700

Website

Alerts

Be the first to know and let us send you an email when Emon The Real Thinker posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share