Sirajgonj news24.com

Sirajgonj news24.com সিরাজগঞ্জের ভূবনে আপনাকে স্বাগতম।সকল খবর পেতে আমাদের সাথেই থাকুন।www.facebook.com/Sirajganj.news24com

সিরাজগঞ্জের মেয়ে শ্রেয়া মাইলস্টোন দুর্ঘটনায় অগ্নিদগ্ধ 🔥 দেশের অন্যতম হৃদয়বিদারক ট্র্যাজেডি  🖤২১ জুলাই, ২০২৫ — বাংলাদে...
24/07/2025

সিরাজগঞ্জের মেয়ে শ্রেয়া মাইলস্টোন দুর্ঘটনায় অগ্নিদগ্ধ 🔥

দেশের অন্যতম হৃদয়বিদারক ট্র্যাজেডি 🖤

২১ জুলাই, ২০২৫ — বাংলাদেশের ইতিহাসে এক ভয়াবহ দিন। মিরপুরের মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে একটি বিমান বিধ্বস্ত হয়ে আগুনের ভয়াল থাবায় প্রাণ হারিয়েছে বহু শিক্ষার্থী, শিক্ষক ও সাধারণ মানুষ।

এই দুর্ঘটনায় ৩০ জনের বেশি প্রাণ হারিয়েছেন এবং ১৭০-২০০ জন আহত হয়েছেন ও এর মধ্যে বহুজনই পুড়েছেন বা গুরুতর আহত ।
নিহতদের মধ্যে ‍ছয়জনও শিক্ষক/শিক্ষার্থী রয়েছেন ।

আমাদের সিরাজগঞ্জের মেয়ে শ্রেয়া ঘোষ মাইলস্টোন স্কুলের ছাত্রী, সে এখন হসপিটালে ভর্তি আছে। সবাই ছোট্ট শ্রেয়ার জন্য দোয়া করবেন যেন দ্রুত সুস্থ হয়ে আবার স্কুলে ফিরতে পারে। মহান আল্লাহ যেনো শ্রেয়াসহ অগ্নিদগ্ধ সবাইকে দ্রুত সুস্থ করে দেন এবং নিহত সকলকে জান্নাত নসিব করেন।

🔥 এই দুর্ঘটনায় আমাদের হারাতে হয়েছে নিবেদিতপ্রাণ শিক্ষক মহেরিন চৌধুরীকে, যিনি নিজের জীবন দিয়ে শিক্ষার্থীদের রক্ষা করতে চেয়েছিলেন।
এছাড়াও দুর্ঘটনায় পতিত বিমানের পাইলট Flight Lt. Md Towkir Islam নিহত হন। সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে, বিমান প্রস্থান করলে তাত্ক্ষণিকই যান্ত্রিক সমস্যা দেখা দেয়; পাইলট জনসাধারণের শান্তিপূর্ণ এলাকা থেকে বিমান অপসারণের চেষ্টা করেছিলেন।

🇧🇩 এই শোক শুধু একটি স্কুলের নয়, পুরো জাতির।
আসুন, আমরা সবাই নিহতদের আত্মার শান্তি কামনা করি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করি।

যারা যৌথ ফ্যামিলিতে থাকেন, তারা কিভাবে স"ম"স্যা হ্যান্ডেল করেন? আমার মোট ফ্যামিলি মেম্বার ৭ জন।১। ধরেন, বৌ তার জন্য কোন ...
19/04/2025

যারা যৌথ ফ্যামিলিতে থাকেন, তারা কিভাবে স"ম"স্যা হ্যান্ডেল করেন? আমার মোট ফ্যামিলি মেম্বার ৭ জন।

১। ধরেন, বৌ তার জন্য কোন আইস্ক্রিম আনতে বলেছে, আসার সময় একটা নিয়ে আসলাম। এখন নিজের কাছেই খুতখুত লাগে, যে বাসায় আব্বু আম্মু আছে, তাদের নিয়ে খেতে পারলে ভাল লাগত, কিন্তু সবার জন্য কিনার সামর্থ নেই। ধরেন, চুপ করে বৌকে এনে দিলাম, বাসার অন্য কেও দেখে ফেললে মন খা"রা"প করে ফেলতে পারে যে, চুপ করে বৌকে এনে খাওয়াই। কি করা যায় এই সিচুয়েশনে?

২। বৌ খেতে পছন্দ করে, তার বাপের বাড়ি থেকে তার জন্য মাঝে মাঝে নানা জিনিস রান্না করে দেয়, সে আমাকে নিয়ে খায়, কিন্তু বাসার সবাইকে নিয়ে খাওয়ার সুযোগ হয় না, পরিমানে কম থাকে তাই। কি করা যায় এই সিচুয়েশনে?

৩। বাড়িতে ছোট ভাই থাকে, যথেষ্ঠ বে"য়া"দ'বি করে, কিন্তু মা সব সময় তার পক্ষেই থাকে। বাসায় কোন জিনিস আনলে মা সব সময় তার জন্য আগে নেয়, তার টান বেশি টানে, কি করা যায় এই সিচুয়েশনে?

৪। বাবা মা, অনেক ক্ষেত্রেই ভু"ল থাকেন, অথচ ভু"ল-কে ভু"ল বলা যায় না, মনে ক''ষ্ট নেন, বুঝাতে চাইলে বুঝ নেন না, কি করা যায় এই সিচুয়েশনে?

নোট: আলাদা হতে চাই না, উনারা বয়স্ক মানুষ, অ"সু"স্থ থাকেন, আলাদা হওয়া সম্ভব না। আমি জাস্ট করনীয় জানতে চাচ্ছি। 🙏

>নাম প্রকাশে অনিচ্ছুক

06/08/2024

হাসিনা সরকারের পতন, দেশবাসীর স্বস্তির নিঃশ্বাস।
কোটাবিরোধী আন্দোলন সরকার পতনের মধ্য দিয়ে শেষ হলো।

সাবধানে চলুন,সিরাজগঞ্জ শহর এখন আন্দোলনের অগ্নিগর্ভ
04/08/2024

সাবধানে চলুন,সিরাজগঞ্জ শহর এখন আন্দোলনের অগ্নিগর্ভ

03/08/2024

এক ঐতিহাসিক মুহুর্তে দাঁড়িয়ে বাংলাদেশ..?
শহীদ মিনারে ছাত্ররা এক দফা দাবী নিয়ে জমায়েত করেছে

17/07/2024

জয়ের বাংলা ভয়ের বাংলা কেন হবে ?
সায়ান, সংগীতশিল্পী।
সারাদেশে চলছে কোটা বিরোধী আন্দোলন, আপনার মন্তব্য আমাদের কমেন্টস বক্সে লিখে জানান।

24/04/2024

প্রথম আলো কি ব্যারিষ্টার সুমনের সম্মানহানি করছেন ...!
সুমন কেন বন্ধুর বউকে শাড়ি দিলেন ???
প্রথম আলো শাড়ি খোলার পর ব্যারিস্টার সুমন তাদের ধুতি খুইলা দিলেন-🫡😅






24/03/2024

তারা কোথাও নিরাপদে নেই🥺🥺

It is our duty, to keep speaking about Palestine 🇵🇸.

We will Never forget. 💔

Yahh Allah🥺🤲

ᖴᖇOᗰ TᕼE ᖇIᐯEᖇ TO TᕼE 𝓢Eᗩ,ᑭᗩᒪE𝓢TIᑎE ᗯIᒪᒪ ᗷE ᖴᖇEE! 🍉

‎‏ᖴᖇᗴᗴ ᑭᗩᒪᗴSTIᑎᗴ !!🇵🇸 ✌🏽

(বাচ্চাটির বাড়ি সিরাজগঞ্জ) এই বাচ্চাটিকে  পাওয়া গেছে কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার বল্লভের খাস ইউনিয়নের চর রহমান...
27/02/2024

(বাচ্চাটির বাড়ি সিরাজগঞ্জ) এই বাচ্চাটিকে পাওয়া গেছে কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার বল্লভের খাস ইউনিয়নের চর রহমানের কোটিতে। প্রাথমিক জিজ্ঞাসা বাদে জানা গেছে বাচ্চাটির নামঃ আশরাফুল ইসলাম পিতাঃ কাদের মিয়া মাতাঃ মিনা বেগম ঠিকানা বলেছে সিরাজগঞ্জ রেল ষ্টেশন। তার পিতা অটো রিক্সা চালক সে ক্লাস ওয়ানে পরে তার এক শিক্ষক এর নাম আলম বাচ্চাটির কাছে এতো টুকু তথ্য পাওয়া গেছে ।

বর্তমান বাচ্চাটি কালীগঞ্জ ইউনিয়নের ৭ নাম্বার ওয়ার্ডের মেম্বার মোহাম্মদ আলীর বাড়িতে আছেন পরিবারকে খুঁজে পেতে সহায়তা করুন সকলে।

দয়া করে পোস্টটি শেয়ার করে বাচ্চাটির পরিবার পর্যন্ত পৌঁছে দেয়ার অনুরোধ করা হলো

মোবাইল নাম্বার
01751185474
মোহাম্মদ মেম্বার

08/02/2024

আপনি কি করেন..?

Address

Sirajganj
6700

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sirajgonj news24.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share