
24/07/2025
সিরাজগঞ্জের মেয়ে শ্রেয়া মাইলস্টোন দুর্ঘটনায় অগ্নিদগ্ধ 🔥
দেশের অন্যতম হৃদয়বিদারক ট্র্যাজেডি 🖤
২১ জুলাই, ২০২৫ — বাংলাদেশের ইতিহাসে এক ভয়াবহ দিন। মিরপুরের মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে একটি বিমান বিধ্বস্ত হয়ে আগুনের ভয়াল থাবায় প্রাণ হারিয়েছে বহু শিক্ষার্থী, শিক্ষক ও সাধারণ মানুষ।
এই দুর্ঘটনায় ৩০ জনের বেশি প্রাণ হারিয়েছেন এবং ১৭০-২০০ জন আহত হয়েছেন ও এর মধ্যে বহুজনই পুড়েছেন বা গুরুতর আহত ।
নিহতদের মধ্যে ছয়জনও শিক্ষক/শিক্ষার্থী রয়েছেন ।
আমাদের সিরাজগঞ্জের মেয়ে শ্রেয়া ঘোষ মাইলস্টোন স্কুলের ছাত্রী, সে এখন হসপিটালে ভর্তি আছে। সবাই ছোট্ট শ্রেয়ার জন্য দোয়া করবেন যেন দ্রুত সুস্থ হয়ে আবার স্কুলে ফিরতে পারে। মহান আল্লাহ যেনো শ্রেয়াসহ অগ্নিদগ্ধ সবাইকে দ্রুত সুস্থ করে দেন এবং নিহত সকলকে জান্নাত নসিব করেন।
🔥 এই দুর্ঘটনায় আমাদের হারাতে হয়েছে নিবেদিতপ্রাণ শিক্ষক মহেরিন চৌধুরীকে, যিনি নিজের জীবন দিয়ে শিক্ষার্থীদের রক্ষা করতে চেয়েছিলেন।
এছাড়াও দুর্ঘটনায় পতিত বিমানের পাইলট Flight Lt. Md Towkir Islam নিহত হন। সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে, বিমান প্রস্থান করলে তাত্ক্ষণিকই যান্ত্রিক সমস্যা দেখা দেয়; পাইলট জনসাধারণের শান্তিপূর্ণ এলাকা থেকে বিমান অপসারণের চেষ্টা করেছিলেন।
🇧🇩 এই শোক শুধু একটি স্কুলের নয়, পুরো জাতির।
আসুন, আমরা সবাই নিহতদের আত্মার শান্তি কামনা করি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করি।