Rashadul Hasan Shuvo

Rashadul Hasan Shuvo RHS Photography With Rashadul Hasan Shuvo ❤️

01/09/2025

সবচেয়ে অবহেলিত শিক্ষার্থী কারা জানেন? ব্যবসায় শিক্ষা বিভাগের (BBA) স্টুডেন্টরা!

চাকরির পরীক্ষায়—
✅ বিজ্ঞান থেকে গণিত আসে,
✅ মানবিক থেকে সাধারণ জ্ঞান আসে,
❌ কিন্তু ব্যবসায় শিক্ষা থেকে একটা প্রশ্নও রাখা হয় না! 🤬

এটা কীভাবে ন্যায্য প্রতিযোগিতা হলো?
যে শিক্ষার্থীরা অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, ম্যানেজমেন্ট, ব্যাংকিং পড়ে দিনরাত পরিশ্রম করছে, তাদের জ্ঞান কি অমূল্য? না কি তারা সবসময়ই শুধু অবহেলার শিকার হবে?

🚨 অবহেলার শিকার সবসময় ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীরাই!
😡 আর কতকাল?

👉 আমাদের দাবি একদম পরিষ্কার:
১| Bank জবের প্রাথমিক যোগ্যতা BBA Graduate হবে
২| BCS ( Tax, Customs, Audit) এ শুধুমাত্র BBA Students সুযোগ পাবে
৩| Business এবং Financial related সকল নিয়োগ পরীক্ষায় BBA major subject থেকে ৭০% প্রশ্ন দিতে হবে

⚠️ সমান সুযোগ না দিলে এটা হবে সরাসরি বৈষম্য!
✊ আর নয় অবহেলা — এবার আওয়াজ তুলুন!

মোঃ রাশেদুল হাসান শুভ
অন্যতম সংগঠক
বিবিএ নায্য দাবী আন্দোলন বাংলাদেশ

31/08/2025

📢 ঘোষণা

বিবিএ শিক্ষার্থীদের প্রতি আহ্বান—

আজ যাদের পরীক্ষা নেই তারা সকলে কলেজে উপস্থিত হওয়ার চেষ্টা করবেন। আমরা যারা বিবিএ বিভাগে পড়াশোনা করছি, চাকরির ক্ষেত্রে আমাদের সঙ্গে যে অবিচার করা হচ্ছে, তার ন্যায্য দাবির জন্য আমাদের ঐক্যবদ্ধ ও সুষ্ঠুভাবে আন্দোলন করতে হবে।

🕙 সময়: সকাল ১০টা
📍 স্থান: প্রথমে ব্যবসায় ভবনে সমবেত হওয়া হবে।
এরপর সকাল ১১টায় কলেজের শহীদ মিনার ও কলেজ গেটে শান্তিপূর্ণ মানববন্ধন অনুষ্ঠিত হবে।

আপনারা নিজ উদ্যোগে প্ল্যাকার্ড নিয়ে আসবেন।

👉 আসুন, ন্যায্য দাবির আন্দোলনে অংশ নিয়ে আমাদের অধিকার আদায়ে শক্তিশালী ভূমিকা রাখি।
আজকের কার্যক্রম আমাদের প্রাথমিক প্রস্তুতি। যাদের পরীক্ষা আছে,তারা পরীক্ষার পর এক হয়ে এ বিষয়ে আলোচনা করবেন, সুযোগ হলে সমবেত হবেন।
আসুন আমরা সবাই মিলে দাবী আদায়ের জন্য প্রস্তুত হই।

- BBA ন্যায্য দাবী আন্দোলন
মোঃ রাশেদুল হাসান শুভ
সংগঠক
বিবিএ নায্য দাবি আন্দোলন বাংলাদেশ

21/08/2025
💖🍀💖লড়াই করতে জানা মানুষের, কিসের হারার ভয়।❤️❥❥═🔸
18/08/2025

💖🍀💖লড়াই করতে জানা মানুষের, কিসের হারার ভয়।❤️❥❥═🔸

হঠাৎ করে ঘুরতে
18/08/2025

হঠাৎ করে ঘুরতে

❤️ “সবাই ছবির পেছনের গল্পটা বোঝে না… কিন্তু হাসিটা দেখে ভাবে সব ঠিক আছে।”
17/08/2025

❤️ “সবাই ছবির পেছনের গল্পটা বোঝে না… কিন্তু হাসিটা দেখে ভাবে সব ঠিক আছে।”

আনারস কিনলাম সাথে দোকানদার ছবি ফ্রি দিলো আপনাদের জন্য
13/08/2025

আনারস কিনলাম সাথে দোকানদার ছবি ফ্রি দিলো আপনাদের জন্য

ফেলে আসা সেই দিনগুলি
05/08/2025

ফেলে আসা সেই দিনগুলি

আমরা কি সবাই সবসময় সত্যি কথা বলি আদৌও
04/08/2025

আমরা কি সবাই সবসময় সত্যি কথা বলি আদৌও

জীবন কখনোই থেকে থাকে না চলেছে ছুটে
03/08/2025

জীবন কখনোই থেকে থাকে না চলেছে ছুটে

হেরে গেছি আমি তো কি হয়েছে আবার শুরু করবো নতুন করে
01/08/2025

হেরে গেছি আমি তো কি হয়েছে আবার শুরু করবো নতুন করে

Address

Sirajganj
6700

Alerts

Be the first to know and let us send you an email when Rashadul Hasan Shuvo posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category