
15/06/2025
দূর সময়ে পৌর ছাত্রদলের আইকনিক লিডার ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের অগ্রনেতা,রাজপথের লড়াকু সৈনিক যার নেতৃত্বে বিগত ফ্যাসিস্ট আমলে সকল প্রকার কেন্দ্র ঘোষিত আন্দোলন সুসম্পন্নভাবে পরিচালিত হয়েছে, যার নেতৃত্বে পৌর ছাত্রদল আজ শাহজাদপুর উপজেলার মধ্যে গৌরবময় দৃষ্টান্ত স্থাপন করেছে,তিলে তিলে জেট ফোর্সের নায়কের আদর্শে আদর্শিত হয়ে গড়ে ওঠা এই ছাত্রনেতা রাকিব আল হাসান রকি নিঃসন্দেহে শাহজাদপুর উপজেলা ছাত্রদলের ভবিষ্যৎ কান্ডারী, আজ তার জন্মদিনের মাহিন্দ্রক্ষণে জানাই শুভ জন্মদিন ও অদূর ভবিষ্যতের জন্য শুভকামনা.... ❤️🤝❤️....