07/08/2025
নিজের সঙ্গে সবচেয়ে বেশি অন্যায়টাই করি আমি।
সবাইকে ক্ষমা করি, নিজেকে নয়।
সবাইকে সময় দিই, নিজেকে ফুরিয়ে ফেলি।
নিজের চোখের জল, হাসির আড়ালে লুকিয়ে রাখি...
যেন আমি কাঁদলেই পৃথিবীর ভার কমে যাবে।
নিজেকে কখনো সাজাই না, ভালোবাসি না কারণ, নিজের চাওয়া-পাওয়া শুনলেই অপরাধবোধ জন্ম নেয়।
যেন নিজের আনন্দই অন্যের কষ্টের কারণ!
ভুল করি - মানুষ হিসেবেই করি, কিন্তু নিজের ভুলকে ক্ষমা করার সাহস হয় না। বরং সেই ভুলের দায় হয়ে যায় চিরসঙ্গী-যেটা নিয়ে হাঁটতে হয় দিন থেকে রাত, রাত থেকে অনন্তকাল।
সবাই ভাবে, আমি বুঝি শক্ত একজন মানুষ। আসলে আমি নিজেকেই বোঝাই, "তোমার কাঁদা চলে না, যেটা হয়েছে, ভালোর জন্যই হয়েছে।"
কিন্তু সত্যি কথা?
ভালোটা কে পায়, সেটা তো কেউ বলে না!
আমার শুরু আমি একাই ছিলাম, আমার শেষও আমি একাই হবো এই 'আমি'টাই সব শেষ অবধি পাশে থাকবে। তবু, দিনের শেষে আয়নায় তাকালে সেই 'আমি' কেই অচেনা লাগে।
ভাবি, কখনো কি নিজেকেও একটু ভালোবাসা যাবে? একটুখানি প্রশ্রয়, একটুখানি ক্ষমা... না হয়, সেইটুকুই হোক নিজের প্রতি শেষ উপহার।