The news of Chandaikona

The news of Chandaikona চান্দাইকোনার সব খবর জানতে সব সময় চোখ রাখুন । যে কোন খবর,সবার আগে সব সময়।

অভিনন্দন 🥰🥰🥰রায়গঞ্জ উপজেলা ফুটবল টিম....❤️❤️❤️ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর দ্বিতীয়  ম্যাচে ৩-১ গোলে কাজিপুর উ...
08/09/2025

অভিনন্দন 🥰🥰🥰
রায়গঞ্জ উপজেলা ফুটবল টিম....❤️❤️❤️

ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর দ্বিতীয় ম্যাচে ৩-১ গোলে কাজিপুর উপজেলাকে হারিয়ে জয়ের ধারা অব্যাহত রেখেছে রায়গঞ্জ টিম।

07/09/2025

গলা কেটে নয়, হাতুড়ি দিয়ে পি'টি'য়ে হ-ত্যা করা হয় বগুড়ার দত্তবাড়ী ফিলিং ষ্টেশনের কর্মকর্তাকে

মাত্র ২০ সেকেন্ডে হাতুড়ির ২৩টি আঘাতে সহকর্মীকে হ-ত্যা করেছে এই তরুণ! পেট্রোল পাম্পে তেল চুরির মি'থ্যা অ'পবাদ দেয়ার জেরে এই হ ত্যাকাণ্ড বলে দাবি করেছে অ'ভিযুক্ত রতন!! বগুড়ার দত্তবাড়ী শতাব্দী ফিলিং ষ্টেশনের ক্যাশিয়ার হ ত্যাকা-ণ্ডের আ'সামী রতনকে গাজীপুরের কালিয়াকৈর থেকে গ্রে'ফতা'র করেছে ডিবি

#বগুড়া #নিউজ #সারাদেশ #সিসিটিভি_ফুটেজ

07/09/2025

বগুড়ায় ফিলিং স্টেশনের ক্যাশিয়ার খুন, পলাতক সেলসম্যান রতন
জুয়েল রানা, জেলা প্রতিনিধি, বগুড়া
বগুড়ায় শতাব্দী ফিলিং স্টেশনের ক্যাশিয়ার ইকবাল হোসেন (২৪) খুন হয়েছেন। রবিবার (৭ সেপ্টেম্বর) গভীর রাতে শহরের রংপুর সড়কের দত্তবাড়ি এলাকায় অবস্থিত পাম্পের ক্যাশ কাউন্টারের ভেতরে এ হত্যাকাণ্ড ঘটে।
নিহত ইকবাল হোসেন সিরাজগঞ্জ সদরের পিপুলবাড়িয়া গ্রামের আব্দুল করিমের ছেলে। তিনি বর্তমানে বগুড়া শহরের কাটনারপাড়ায় পরিবার নিয়ে বসবাস করছিলেন এবং শতাব্দী ফিলিং স্টেশনের ক্যাশিয়ার হিসেবে কর্মরত ছিলেন।
জানা যায়, শনিবার রাতের শিফটে ইকবাল হোসেন ও সহকর্মী রতন একসঙ্গে দায়িত্বে ছিলেন। রবিবার সকালে অন্যান্য কর্মীরা এসে ক্যাশ কাউন্টারের ভেতরে রক্তাক্ত অবস্থায় ইকবালের গলাকাটা মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ঘটনার পর থেকেই সেলসম্যান রতন পলাতক রয়েছেন, তাকে খুঁজছে পুলিশ।
বগুড়া সদর থানার এসআই নুরুজ্জামান বলেন, “ঘটনাস্থল ঘিরে রাখা হয়েছে। ক্রাইম সিন ইউনিট এসে আলামত সংগ্রহ করছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে।”
অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মুহাম্মাদ জানান, “তদন্তে পিবিআই ও সিআইডির দলও কাজ শুরু করেছে। হত্যার কারণ ও মোটিভ এখনো পরিষ্কার নয়। তবে পলাতক রতনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তাকে জিজ্ঞাসাবাদের পরই হত্যার কারণ ও বিস্তারিত তথ্য জানা সম্ভব হবে।”

07/09/2025

বগুড়ার শতাব্দী ফিলিং স্টেশনের কাছে এক মর্মান্তিক ঘটনায় নিহত হয়েছেন সিরাজগঞ্জ জেলা টিমের ফুটবলার এলহাম উদ্দিনের ভাগ্নে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্বৃত্তরা তাকে গলা কেটে হত্যা করেছে। ঘটনাস্থল ঘিরে উত্তেজনা বিরাজ করছে, এলাকাবাসী হতবাক হয়ে পড়েছে এ নৃশংস ঘটনায়।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে এবং তদন্ত শুরু করেছে। হত্যার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। স্থানীয়রা বলছেন, এমন হত্যাকাণ্ডে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

পরিবার ও আত্মীয়স্বজনরা প্রিয়জনকে হারিয়ে ভেঙে পড়েছেন। ফুটবলার এলহাম উদ্দিনও এই ঘটনার পর শোকাহত অবস্থায় পরিবারের পাশে রয়েছেন।,

07/09/2025

চান্দাইকোনার অনেক ফেছবুক গ্রুপ এ ইদানীং আলোচনা হচ্ছে, চান্দাইকোনা কেন বিখ্যাত?
তো আজকে আমরা আলোচনা করব কেন চান্দাইকোনা বিখ্যাত,,

🌟 চান্দাইকোনা কেন বিখ্যাত?

🐂 পশুর হাট
ব্রিটিশ আমল থেকে চলা চান্দাইকোনার পশুর হাট কোরবানির সময় চারপাশের জেলার মানুষের ভিড়ে জমজমাট হয়ে ওঠে। শুধু কোরবানির হাট নয় সাপ্তাহিক যে হাট বসে সে হাট গুলোও অনেক যায়গার কোরবানির হাট থেকে বড়।একটা প্রবাদ চালু আছে যে এক সময় দেশের বিভিন্ন স্থান থেকে আগত লোকজন হাটে ছাগল কিনতে এসে গরু কিনে নিয়ে যেত দাম কম থাকার কারনে।আর যাতায়াতের ব্যাবস্থা ভাল। বলা হয়ে থাকে এটা উত্তর বংগের সেরা হাট।আর এই জন্যই ধীরে ধীরে চান্দাইকোনার পশুর হাট জনপ্রিয় হয়ে উঠে।

📚 @চান্দাইকোনা হাজী ওয়াহেদ-মরিয়ম অনার্স কলেজ

১৯৭২ সালে প্রতিষ্ঠিত এই কলেজকে বলা হয় নারী শিক্ষায় অন্ধকারের সূর্য। জাতীয় বিশ্ববিদ্যালয়ের র‌্যাংকিংয়েও গৌরবজনক অবস্থান পেয়েছে।

🏫 চান্দাইকোনা বহুমূখী উচ্চ বিদ্যালয়
১৯২১ সালের এই ঐতিহ্যবাহী বিদ্যালয় আজও হাজারো শিক্ষার্থীর আলো জ্বালাচ্ছে।

🌳 ২০০ বছরের বটগাছ
সরাইদহ গ্রামে দাঁড়িয়ে আছে দুই শতকের পুরনো বটগাছ—চান্দাইকোনার ইতিহাসের জীবন্ত সাক্ষী।

---

✨ এক কথায়, চান্দাইকোনা = পশুর হাট + শিক্ষা + ঐতিহ্য + ইতিহাসের গর্ব ✨

শোক সংবাদ চান্দাইকোনা আদর্শ বহুমুখী সমবায় সমিতির  সভাপতি, চান্দাইকোনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুর রাকিব বি...
15/08/2025

শোক সংবাদ
চান্দাইকোনা আদর্শ বহুমুখী সমবায় সমিতির সভাপতি, চান্দাইকোনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুর রাকিব বিশ্বাস ইন্তেকাল করেছেন।
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।

12/08/2025

রায়গঞ্জের চান্দাইকোনা ইউনিয়নের বল্লাভেঙ্গুরে নানার বাড়িতে গৃহবধূ ও প্রেমিক ধরা পড়লেন স্থানীয়দের হাতে!
জনতার সামনে গৃহবধূর বিয়ের দাবি—এলাকায় তোলপাড়! 🔥
বিস্তারিত জানতে পড়ুন...

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের বল্লাভেঙ্গুর গ্রামে নানার বাড়িতে গোপনে প্রেমিকের সঙ্গে দেখা করতে আসেন এক গৃহবধূ। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা তাদের দুজনকে আটক করেন। পরে এলাকাবাসীর সামনে গৃহবধূ প্রকাশ্যে প্রেমিককে বিয়ে করার দাবি জানান।
ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়রা জানিয়েছেন, গৃহবধূর স্বামী অন্যত্র থাকায় দীর্ঘদিন ধরে প্রেমিকের সঙ্গে তার যোগাযোগ ছিল। ঘটনাস্থলে উত্তেজনা বিরাজ করলেও এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
#রায়গঞ্জ #চান্দাইকোনা #সিরাজগঞ্জসংবাদ #সিরাজগঞ্জ #বাংলাদেশসংবাদ
゚viralシ ゚viralfbreelsfypシ゚viral

07/08/2025

I got over 50 reactions on my posts last week! Thanks everyone for your support! 🎉

📍 ষোলো মাইলে নির্মম ছিনতাই: বৃদ্ধার কানের নথি ছিঁড়ে নিল দুর্বৃত্তরা!আজ এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে সিরাজগঞ্জের ষোলো মাইল এল...
05/08/2025

📍 ষোলো মাইলে নির্মম ছিনতাই: বৃদ্ধার কানের নথি ছিঁড়ে নিল দুর্বৃত্তরা!

আজ এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে সিরাজগঞ্জের ষোলো মাইল এলাকায়।
ইটভাটার পাশে এক বৃদ্ধা মহিলার উপর হঠাৎ করে হামলা চালায় কিছু দুর্বৃত্ত।
তারা বৃদ্ধার কানের নথি ও স্বর্ণের দুল ছিনিয়ে নেয়।
এসময় তারা কানের নথি ছিঁড়ে ফেলায় আহত হন তিনি—তার কান থেকে রক্ত ঝরতে থাকে।

এমন নৃশংস ঘটনায় স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
মানবতার এ রকম অবক্ষয় আমাদের গভীরভাবে ভাবিয়ে তোলে।
পোকাশ্যে দিবালোকে এমন অপরাধ করে যারা পালিয়ে বেড়াচ্ছে, তাদের দ্রুত শনাক্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

👉 প্রশাসনের প্রতি অনুরোধ:
অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে সাধারণ জনগণের মাঝে নিরাপত্তা নিশ্চিত করুন।

📢 সাধারণ মানুষের প্রতি অনুরোধ:
চেনা-অচেনা কাউকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখলে প্রশাসনকে জানান।
এই সমাজ আমাদের সবার — চলুন অপরাধীদের বিরুদ্ধে একসাথে আওয়াজ তুলি!

#ছিনতাই #ষোলোমাইল #মানবতা #বৃদ্ধা_আক্রান্ত #সিরাজগঞ্জ #বাংলাদেশ #আইনশৃঙ্খলা #অপরাধদমন

05/08/2025

আজ চান্দাইকোনা ইউনিয়নের পাবনা বাজার-কেশোরখালি ব্রিজের নিচে ভয়ংকর এক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
চোখের সামনে ঘটে যাওয়া এই ঘটনা স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে।
゚viralfbreelsfypシ゚viral
#চান্দাইকোনা #সিরাজগঞ্জ #রায়গঞ্জ #ছিনতাই #স্থানীয়খবর

অপসারিত হলো রায়গঞ্জ  উপজেলার চেয়ারম্যান ও পৌরসভার মেয়র
19/08/2024

অপসারিত হলো রায়গঞ্জ উপজেলার চেয়ারম্যান ও পৌরসভার মেয়র

Address

Sirajganj
5841

Telephone

+8801798606130

Website

Alerts

Be the first to know and let us send you an email when The news of Chandaikona posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category