
03/07/2025
🌙 আল্লাহ যদি তোমার স্বপ্ন দান করে থাকেন, তাহলে তিনি তোমাকে সেই স্বপ্ন পূরণের পথও দেখাবেন।
তুমি শুধু ধৈর্য রাখো, নামাজে মন দাও, আর নিজের উপর বিশ্বাস রাখো।
✦ অনেক সময় জীবন কঠিন হয়ে যায়…
তখনই আল্লাহ আমাদের সবচেয়ে বেশি কাছে ডাকেন।
হয়তো তুমি এখন অন্ধকারে, কিন্তু কুরআনের আলো তোমার জন্য অপেক্ষা করছে!
🕋 “আর তোমার প্রতিকূলতার সাথে অবশ্যই আসবে সহজতা।”
— (সূরা ইনশিরাহ ৬: "فَإِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًا")
আল্লাহ কাউকে এমন কষ্ট দেন না, যেটা সে সহ্য করতে পারে না।
তাই আজকের কষ্ট হয়তো আগামী দিনের রহমতের চাবিকাঠি!
🤲 আজ একটু কুরআন পড়ো।
তোমার হৃদয় ঠিক আল্লাহর বাণীতে শান্তি খুঁজে পাবে, ইনশাআল্লাহ।
🔖 আরো এমন অনুপ্রেরণামূলক ইসলামিক পোস্ট পেতে পেজটি ফলো করো – "Allahor Bani Al Quran"