Hello Sitakundu - হ্যালো সীতাকুণ্ড

Hello Sitakundu - হ্যালো সীতাকুণ্ড Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Hello Sitakundu - হ্যালো সীতাকুণ্ড, Media/News Company, Chittagong, Sitakund.

হ্যালো সীতাকুণ্ড – সীতাকুণ্ডের সর্বশেষ খবর, রাজনীতি, সমাজ, অর্থনীতি, সংস্কৃতি ও বিনোদনের আপডেট দ্রুত ও নিরপেক্ষভাবে তুলে ধরতে আমরা আছি সব সময়!
আপনার এলাকার সংবাদ, আপনার হাতের মুঠোয়!

24/07/2025

নেটওয়ার্ক এর বাইরে এসব কি হচ্ছে!

24/07/2025

Hasnat Abdullah ❤️‍🔥

24/07/2025

প্লেন কিনছে হাসিনা, চালাইছে এয়ার ফোর্স, লাগাইছে স্কোয়াড্রন লিডার, দোষ হইছে ইউনূসের, পদত্যাগ চাইছে শিক্ষা উপদেষ্টার,পদত্যাগ করছে শিক্ষা সচিব, মা*ইর খাইছে ছাত্রলীগ, ক্যারিয়ার শেষ আয়মান সাদিকের।

প্রশ্নঃ কত বছর পর পিতার বয়স পুত্রের দ্বিগুন হবে?

23/07/2025

আজকে শামসুন্নাহার হল ট্রাজেডি দিবস,,
২০০২ সালের আজকের এইদিনে ছাত্রদল সন্ত্রাসী এবং পুলিশ কতৃক নির্যাতনের শিকার হয়ছিলো ২০০জন ছাত্রী।

21/07/2025

আমীরে জামায়াত হাসপাতালে আহত রোগীদের খুজ খবর নিতে হাসপাতালে গেলে ছাত্রদলের লোকেরা উনার সাথে অসৌজন্যমূলক আচরণ করে।

21/07/2025

যাদের রক্ত দেওয়ার সুযোগ আছে দ্রুত চলে যান
ঢাকা মেডিক্যাল বার্ন ইউনিট
কুর্মিটোলা জেনারেল হাসপাতাল
উত্তরা আধুনিক মেডিকেল কলেজ
কুয়েত মৈত্রী হাসপাতাল
উত্তরা উইমেন্স মেডিক্যাল কলেজ
মনসুরআলী মেডিকেল কলেজ

রক্তদানে আগ্রহীরা এই হাসপাতাল গুলোতে আসুন, প্রচুর রক্ত প্রয়োজন। দুর্ঘটনাস্থলে ভিড় করে উদ্ধারকাজ বাধাগ্রস্থ করবেন না প্লিজ।

আমাদের ভাই-বোনদের জন্য সবাই দোয়া করুন। ভয়া*বহ বিমান দুর্ঘটনা ঘটেছে রাজধানীর মাইলস্টোন স্কুল এন্ড কলেজে।
21/07/2025

আমাদের ভাই-বোনদের জন্য সবাই দোয়া করুন। ভয়া*বহ বিমান দুর্ঘটনা ঘটেছে রাজধানীর মাইলস্টোন স্কুল এন্ড কলেজে।

ব্রেকিং নিউজ।।। রাজধানীর উত্তরায় মেট্রোরেল এর পাশে মাইলস্টোন এর মেইন ক্যাম্পাসের উপরে প্লেন ক্রাস করেছে💔বাংলাদেশ বিমান ...
21/07/2025

ব্রেকিং নিউজ।।। রাজধানীর উত্তরায়
মেট্রোরেল এর পাশে মাইলস্টোন এর মেইন ক্যাম্পাসের উপরে প্লেন ক্রাস করেছে💔

বাংলাদেশ বিমান বাহিনীর এফ - 7 বিজেআই প্রশিক্ষণ বিমান উত্তরায় বিধ্বস্ত হয়। বিমানটি ১৩.০৬ মিনিটে উড্ডয়ন করে। বিমানে ছিলেন স্কোয়াড্রন লিডার তৌকির।

২০২৩ সালের ২৮ অক্টোবরের ছবি। কয়েক লাখ লোকের সমাবেশ ঘটেছিল। সাউন্ড গ্রেনেডের আওয়াজে নেতারা মন্চ ছেড়ে পালিয়ে যান। অতঃপর ...
20/07/2025

২০২৩ সালের ২৮ অক্টোবরের ছবি। কয়েক লাখ লোকের সমাবেশ ঘটেছিল। সাউন্ড গ্রেনেডের আওয়াজে নেতারা মন্চ ছেড়ে পালিয়ে যান। অতঃপর ২০ মিনিটে মাঠ ফাঁকা।
পুরাতন এই ছবি গুলো খুঁজে বের করলাম। গোপালগঞ্জে আর কক্সবাজারের তাণ্ডব নিয়ে অনেকেই ট্রল করতে দেখলাম। তাই মনে করলাম অতীতে কি কোন রাজনৈতিক দলের সমাবেশ থেকে নেতারা পালিয়েছিল কি না দেখি। এখন দেখি নেতারাই শুধু নয় লাখো লোক ফাঁকা হতে বেশি সময় লাগেনি।
সুতরাং অস্রের সামনে শূন্য হাতে কেউ টিকে থাকে পারে না। এটা সবারই মনে রেখে ট্রল করা উচিত।
এই ছেলেদের অসীম সাহসের কারণেই গত বছরের ৫ আগষ্ট হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছিলেন। এই ছেলে গুলো তখন রুখে না দাঁড়ালে আজো হাসিনা মসনদে থাকতো। আমি তাদের প্রতি কৃতজ্ঞ। তারা অন্তত আমাকে দেশে যাওয়া আসা করার সুযোগ করে দিয়েছে।
আমি তাদের সাহসের ধন‍্যবাদ জানাই। শেখ মুজিব ও শেখ হাসিনার জন্মস্থানে সমাবেশ করে তারা বক্তব্য রেখেছেন। সকালে সমাবেশ স্থল তছনছ করার পরও তারা সেখানে যাওয়ার হিম্মত দেখিয়েছেন। হামলার পরও তারা সমাবেশস্থলে গেছেন। বক্তৃতা করেছেন। মুজিববাদের বিরুদ্ধে শ্লোগান দিয়েছেন। ফেরার পথে হামলার শিকার হয়েছেন। ধন্যবাদ তাদের অসীম সাহস দেখানোর জন‍্য।
নিচে আওয়ামী সন্ত্রাসীদের ছবি দিলাম। এ গুলোর সামনে শূন্য হাতে কতজন দাঁড়াতে পারেন অতীতে দেখা গেছে—

20/07/2025

লন্ডন প্রবাসী প্রধানমন্ত্রী হতে পারবে!
আর রেমিট্যান্স প্রবাসীরা ভোটার হতে পারবেনা! এটা ঠিক না!🙁

যদি বিএনপি কে দাওয়াত করা হতো তাহলে বিএনপি বলতো আমাদের লোক সবাই এবং ঝামেলা করতো।পরিশেষে জামাতের ইমেজ নষ্ট হতো।
19/07/2025

যদি বিএনপি কে দাওয়াত করা হতো তাহলে বিএনপি বলতো আমাদের লোক সবাই এবং ঝামেলা করতো।পরিশেষে জামাতের ইমেজ নষ্ট হতো।

বসে বসে বললেন—"আমি শিশুদের ভাই, তরুণদের সাথী, বৃদ্ধদের সহযোদ্ধা।আমি কথা বলবো দুর্নীতির বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে।আমরা ...
19/07/2025

বসে বসে বললেন—
"আমি শিশুদের ভাই, তরুণদের সাথী, বৃদ্ধদের সহযোদ্ধা।
আমি কথা বলবো দুর্নীতির বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে।
আমরা এমন বাংলাদেশ চাই, যেখানে সবাই সমান।
দেশ গড়ার রাজনীতি কোনো শ্রেণির জন্য নয়— সবার জন্য।

বারবার অসুস্থ হয়েও থামেননি।
চিকিৎসা না নিয়ে চাঁদাবাজদের বিরুদ্ধে ঘোষণা দিলেন—
"আমি চাঁদা নেবো না, কাউকে নিতেও দেবো না!"

শেষে ২৪ শহীদের কাতারে না থাকতে পারার আফসোস নিয়ে
মাটিতেই শুয়ে পড়লেন।

আমীরে জামায়াত, আপনি দ্রুত সুস্থ হয়ে উঠুন।
যে বাংলাদেশের স্বপ্ন আপনি দেখেন!!
আমরা সে বাংলাদেশ গড়তে আপনার পাশে আছি!!✊

Address

Chittagong
Sitakund
4314

Alerts

Be the first to know and let us send you an email when Hello Sitakundu - হ্যালো সীতাকুণ্ড posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Hello Sitakundu - হ্যালো সীতাকুণ্ড:

Share