Sitakunda Degree College / সীতাকুণ্ড ডিগ্রী কলেজ।

  • Home
  • Bangladesh
  • Sitakund
  • Sitakunda Degree College / সীতাকুণ্ড ডিগ্রী কলেজ।

Sitakunda Degree College / সীতাকুণ্ড ডিগ্রী কলেজ। Unofficial Page. Sitakund Degree College is a non-government degree college in Sitakunda.

সীতাকুণ্ড আর মীরসরাই এর কলেজ সমূহের HSC পরীক্ষার ফলাফল।
26/11/2023

সীতাকুণ্ড আর মীরসরাই এর কলেজ সমূহের HSC পরীক্ষার ফলাফল।

06/11/2023
সীতাকুণ্ড কলেজে ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক (পাস) কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি
12/10/2023

সীতাকুণ্ড কলেজে ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক (পাস) কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি

🔥ডিগ্রির মেধা তালিকা প্রকাশ সংক্রান্ত🔥ডিগ্রি(নিয়মিত) কোর্সের ভর্তির ১ম মেধা তালিকা আগামীকাল ১০/১০/২০২৩ তারিখ বিকাল ৪ টায়...
12/10/2023

🔥ডিগ্রির মেধা তালিকা প্রকাশ সংক্রান্ত🔥
ডিগ্রি(নিয়মিত) কোর্সের ভর্তির ১ম মেধা তালিকা আগামীকাল ১০/১০/২০২৩ তারিখ বিকাল ৪ টায় প্রকাশ করা হবে।
✔️ফলাফল জানা যাবে মেসেজ পাঠিয়ে বা ওয়েবসাইটে লগইন করে।
◾ মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের অনলাইনে ভর্তি ফরম পূরণ করতে হবে ১০/১০/২০২৩ থেকে ১৮/১০/২০২৩ তারিখের মধ্যে।

***ভর্তি সংক্রান্ত বিস্তারিত স্ব স্ব কলেজ নোটিশ দিয়ে জানাবে। কলেজ নোটিশ অনুযায়ী ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে***
collected.

HSC-2023 পরীক্ষার্থীদের কৃষি শিক্ষা ১ম ও ২য় পত্র বিষয়ের ব্যবহারিক পরীক্ষার তারিখ প্রকাশ।
07/10/2023

HSC-2023 পরীক্ষার্থীদের কৃষি শিক্ষা ১ম ও ২য় পত্র বিষয়ের ব্যবহারিক পরীক্ষার তারিখ প্রকাশ।

HSC-2023 পরীক্ষার্থীদের ব্যবহারিক পরীক্ষার তারিখ প্রকাশ।
07/10/2023

HSC-2023 পরীক্ষার্থীদের ব্যবহারিক পরীক্ষার তারিখ প্রকাশ।

04/10/2023

🔔 ডিগ্রি ১ম বর্ষে ভর্তির আবেদনের রেজাল্ট আগামী ৫/১০ অক্টোবর তারিখের মধ্যে প্রকাশিত হবে....

ডিগ্রির রেজাল্ট সামনে যেকোন ১দিনের মধ্যেই প্রকাশিত হবে। রেজাল্ট প্রকাশের পরের দিন থেকে কলেজে স্ব-শরীরে ভর্তি শুরু হয়ে যাবে এবং ডিগ্রির ক্লাস শুরু হবে ২৫ অক্টোবর থেকে। এখন দেখে নিয়া যাক ডিগ্রিতে-

💥 কলেজে ভর্তি হতে যেসব কাগজপত্র লাগবে:

১. SSC & HSC মূল মার্কশীট ও ২/৪ কপি ফটোকপি
২. SSC & HSC প্রশংসাপত্র মূলকপি
৩. SSC & HSC রেজিস্ট্রেশন কার্ডের ২/৪ কপি ফটোকপি
৪. শিক্ষার্থীর সদ্য তোলা ২/৪টি পাসপোর্ট সাইজের এবং ১/২ টি স্ট্যাম্প সাইজের ছবি
৫. অনলাইনে প্রাথমিক আবেদনের প্রিন্ট কপি (অর্ধেক কপি)
৬. অনলাইনে ভর্তিফরম পূরণ কৃত ফরমের এর প্রিন্ট করি (চান্স পাবার পর অনলাইনে পূরণ করে নামাতে হয়)
৭. ভর্তি ফি বাবদ: সরকারি কলেজে ২/৩ হাজার টাকা, বেসরকারি কলেজে ৫/৮ হাজার টাকা...

🏆 বি.দ্র: কলেজ ভেদে কাগজপত্র, ভর্তির তারিখ এবং টাকার পরিমাণ ভিন্ন হতে পারে, তাই ভর্তি হওয়ার আগে কলেজের ভর্তির নোটিশ দেখে কনর্ফাম হয়ে নিবেন যে ভর্তির জন্য কি কি জমা দিতে হবে। আপাতত এসব কাগজপত্র রেডি রাখুন। খুব শ্রিগই ডিগ্রির আবেদনের রেজাল্ট প্রকাশিত হবে এবং পূর্বনির্ধারিত ২৫অক্টোবর থেকেই ডিগ্রির ক্লাস আরম্ভ হবে...

আশাকরি ডিগ্রিতে সবাই পছন্দের কলেজে চান্স পেয়ে যাবেন এবং ২৫ অক্টোবর থেকে ক্লাস শুরু করতে পারবেন যদি আপনি আপনার যোগ্যতা (মোট পয়েন্ট) অনুযায়ী কলেজ এবং গ্রুপ সিলেক্ট করে ডিগ্রিতে আবেদন করে থাকেন...

23/09/2023

একাদশ শ্রেণীতে ভর্তি জন্য প্রয়োজনীয় কাগজপত্রের প্রাথমিক ধারণা।

*চূড়ান্ত ভর্তি ফরম নিজ কলেজে থেকে সংগ্রহ করে সঠিকভাবে পূরণ করে জমা দিতে হবে। (২২-২৬ তারিখ কলেজ নোটিশ অনুসরণ করে)
*একাদশ ভর্তির সিকিউরিটি কোড।
*এসএসসি পাসের মূল মার্কশিট/একাডেমিক ট্রান্সক্রিপ্ট এবং ফটোকপি।
*এসএসসি পাসের মূল প্রশংসাপত্র/টেস্টমনিয়াল এবং ফটোকপি।
*এসএসসি পাশের মূল প্রবেশপত্র/এডমিট কার্ড এবং ফটোকপি।
*এসএসসি পাশের রেজিস্ট্রেশন কার্ড এবং ফটোকপি।
*শিক্ষার্থীর পাসপোর্ট সাইজের ছবি ৪ থেকে ৬ কপি এবং স্ট্যাম্প সাইজের ছবি ২থেকে কপি।
*ডিজিটাল জন্মনিবন্ধন কার্ডের ফটোকপি।
* পিতা বা মাতার জাতীয় পরিচয় পত্র বা জন্ম নিবন্ধন কার্ডের ফটোকপি।
*মোবাইল নম্বর অবশ্যই যেটি সচল থাকবে ।
>একাদশ শ্রেণীতে ভর্তি সংক্রান্ত বিস্তারিত নির্দেশনার জন্য স্ব স্ব কলেজ নোটিশ অনুসরণ করবেন।

Address

4310
Sitakund

Alerts

Be the first to know and let us send you an email when Sitakunda Degree College / সীতাকুণ্ড ডিগ্রী কলেজ। posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sitakunda Degree College / সীতাকুণ্ড ডিগ্রী কলেজ।:

Share