মুসলমানিত্ব

মুসলমানিত্ব 🇧🇩Assalamu Alaikum🇵🇸

19/09/2025

সীতাকুণ্ড উপজেলা শাখা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে
এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষা ২০২৫-এ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন,🎙️`ডাঃ ম ম মাসরুর হোসাইন`। প্রধান মেহমান , আনোয়ার সিদ্দিক চৌধুরী , চট্টগ্রাম ৪- আসন এমপি পদপ্রার্থী সীতাকুণ্ড। 🍂

Bangladesh Islami Chhatrashibir



চাকসুতে ইসলামিক ছাত্রীসংস্থার প্যানেল গঠনের উদ্যোগে, পরিচিতি কি আরো বেশি হয়ে যাবে।
17/09/2025

চাকসুতে ইসলামিক ছাত্রীসংস্থার প্যানেল গঠনের উদ্যোগে, পরিচিতি কি আরো বেশি হয়ে যাবে।

সীতাকুণ্ড উপজেলা শাখা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে এসএসসি ও দাখিল পরীক্ষায় কৃতিত্বের সাথে A(+) প্রাপ্ত শিক্ষার্থ...
15/09/2025

সীতাকুণ্ড উপজেলা শাখা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে এসএসসি ও দাখিল পরীক্ষায় কৃতিত্বের সাথে A(+) প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


30/08/2025

ইউনুসের অধীনে থাকা উগ্র নারীবাদী

30/08/2025

সাদিক না কী আবিত?

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, চট্টগ্রাম জেলা উত্তর শাখার অন্তর্গত মীরসরাই উপজেলার উদ্যোগে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায়...
28/08/2025

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, চট্টগ্রাম জেলা উত্তর শাখার অন্তর্গত মীরসরাই উপজেলার উদ্যোগে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে ‘কৃতি সংবর্ধনা’ অনুষ্ঠানের আয়োজন করা হয়।


13/08/2025

Amazing method of catching snakes

11/08/2025

সেদিন মানুষ পালিয়ে যাবে তার ভাই থেকে,
তার মা ও বাবা থেকে,
তার স্ত্রী ও সন্তান থেকে।
সেদিন প্রত্যেকেরই এমন অবস্থা হবে যা তাকে ব্যস্ত করে রাখবে। [সূরা আবাসা ৮০:৩৪-৩৭]

06/08/2025

ঝড় বৃষ্টিতে ফজরের সময় "সীতাকুণ্ড মৌলভীপাড়ার" রাস্তায় এক কোমর পরিমাণ পানি

05/08/2025

🛑LIVE
সীতাকুন্ড থেকে।
বিজয়ের উল্লাস একবছর পূর্তি উপলক্ষে

30/07/2025

চট্টগ্রামে বৃষ্টিতে বেহাল অবস্থা

একজন পিতা তার মেয়েকে আইফোন উপহার দিলো। দ্বিতীয় দিন পিতা কন্যাকে জিজ্ঞাসা করলো আইফোন পাওয়ার পর সর্বপ্রথম তুমি কি করেছো...
25/07/2025

একজন পিতা তার মেয়েকে আইফোন উপহার দিলো। দ্বিতীয় দিন পিতা কন্যাকে জিজ্ঞাসা করলো আইফোন পাওয়ার পর সর্বপ্রথম তুমি কি করেছো ??

মেয়ে : আমি স্ক্রীন গার্ড আর কভার অর্ডার দিয়েছি।

পিতা : এটা করার জন্য তোমাকে কি কেউ বাধ্য করেছে ?

মেয়ে : না কেউ করেনি।

পিতা : তোমার এমন লাগে না, যে তুমি আইফোন নির্মাতা কে অপমান করছো ?

মেয়ে : না.. আইফোন নির্মাতা থেকে স্বয়ং কভার ও স্ক্রীন গার্ড লাগানোর জন্য উপদেশ দিয়েছে।

পিতা : ও তাহলে আইফোন অনেক খারাপ দেখাবে তবুও তুমি ওর জন্য কভার কিনেছ ?

মেয়ে : না বরং খারাপ না হওয়ার জন্য কভার অর্ডার দিয়েছি।

পিতা : কভার লাগানোয় কি ওর সৌন্দর্য কমে যাবে না ?

মেয়ে : না.. কভার লাগানোর পর আরো সুন্দর দেখাবে ।

পিতা মেয়ের দিকে স্নেহের নজরে তাকিয়ে বলল, মা আইফোন এর থেকেও দামি তোমার শরীর। এই ঘরের আর আমাদের সম্মান তুমি, তোমার শরীরকে কাপড়ে কভার করলে তোমার সৌন্দর্য আরো বেড়ে যাবে।

মেয়ের কাছে এই প্রশ্নের কোন উত্তর ছিল না, শুধু চোখ থেকে নির্ঝরে অশ্রু বেরিয়ে যাওয়া ছাড়া।

নারীদের দেহ আড়াল করলে সৌন্দর্য কমে না, বরং প্রদর্শন করলে কমে।

লেখা : সংগৃহীত

Address

Sitakund

Opening Hours

Monday 10:00 - 05:15

Alerts

Be the first to know and let us send you an email when মুসলমানিত্ব posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share