Abdullah Al Noman

Abdullah Al Noman নিশ্চয়ই কষ্টের পরেই আছে শান্তি।
(আল-কুরআন)
Blood Group (A+) Life is not so Easy. Life is a Struggle.

সফল মানুষের সাথে অসফল মানুষের মধ্যে পার্থক্য হলো শক্তি বা জ্ঞান নয়।পার্থক্যটা হলো সত্যিকার সফল হওয়ার তার মধ্যে ইচ্ছা শ...
30/09/2024

সফল মানুষের সাথে অসফল মানুষের মধ্যে পার্থক্য হলো শক্তি বা জ্ঞান নয়।
পার্থক্যটা হলো সত্যিকার সফল হওয়ার তার মধ্যে ইচ্ছা শক্তি।

11/09/2024

" হতাশ হবেন না, বিপদ যিনি দিয়েছেন তিনিই বিপদ থেকে উদ্ধার করবেন। শুধু প্রয়োজন একটু ধৈর্য আর প্র্যাকটিস। আল্লাহ আপনাকে অনেক ভালোবাসেন, তিনি কখনোই আপনাকে নিরাশ করবেন না। "

দুনিয়াতে মুসাফিরের ন্যায় জীবন যাপন প্রসঙ্গে।হযরত আবদুল্লাহ ইবনে উমার (রদিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি বলেন, ‘রাস...
03/02/2024

দুনিয়াতে মুসাফিরের ন্যায় জীবন যাপন প্রসঙ্গে।
হযরত আবদুল্লাহ ইবনে উমার (রদিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি বলেন,
‘রাসূলুল্লাহ ( স:) আমার কাপড় কিংবা শরীরের কোন এক অংশ ধরে বললেন ;
‘‘ আবদুল্লাহ! দুনিয়াতে এমনভাবে থাকো যেন তুমি একজন অপরিচিত ব্যক্তি কিংবা মুসাফির, আর নিজেকে কবরের বাসিন্দাদের অন্যতম হিসেবে গণ্য করো।’’

[ সহীহ জামে তিরমিযি,হাদীস নং :- ২৩৩৩ ]

25/10/2023

আল্লাহ আমাদের ক্ষমা করে দেন।🤲




23/10/2023

আয়িশা (রাযিয়াল্লাহু আন্হা) থেকে বর্ণিত তিনি বলেন: রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন:

لَا يَكُوْنُ لِمُسْلِمٍ أَنْ يَّهْجُرَ مُسْلِمًا فَوْقَ ثَلَاثَةٍ، فَإِذَا لَقِيَهُ سَلَّمَ عَلَيْهِ ثَلَاثَ مِرَارٍ ؛ كُلُّ ذَلِكَ لَا يَرُدُّ عَلَيْهِ ؛ فَقَدْ بَاءَ بِإِثْمِهِ.

‘‘কোন মুসলিমের জন্য জায়িয নয় যে, সে তার অন্য কোন মুসলিম ভাইয়ের সাথে তিন দিনের বেশি সম্পর্ক ছিন্ন করবে। তা এমন যে, তার সাথে ওর সাক্ষাৎ হলে সে তাকে তিন বার সালাম দেয়; অথচ সে তার সালামগুলোর একটি বারও উত্তর দিলো না। এতে তারই গুনাহ্ হবে; ওর নয়’’।


(আবূ দাউদ ৪৯১৩)

23/10/2023

Free Philistine




মাতা পিতার মর্যাদা সম্পর্কে আল্লাহ তা'য়ালা বাণী।
23/10/2023

মাতা পিতার মর্যাদা সম্পর্কে আল্লাহ তা'য়ালা বাণী।



21/10/2023

یٰبُنَیَّ اَقِمِ الصَّلٰوۃَ وَاۡمُرۡ بِالۡمَعۡرُوۡفِ وَانۡہَ عَنِ الۡمُنۡکَرِ وَاصۡبِرۡ عَلٰی مَاۤ اَصَابَکَ ؕ اِنَّ ذٰلِکَ مِنۡ عَزۡمِ الۡاُمُوۡرِ ۚ

অনুবাদ :

হে বৎস, নামায কায়েম কর, মানুষকে সৎকাজের আদেশ কর, মন্দ কাজে বাধা দাও এবং তোমার যে কষ্ট দেখা দেয়, তাতে সবর কর। নিশ্চয়ই এটা অত্যন্ত হিম্মতের কাজ।
[সুরা লোকমান,আয়াত : ১৭]

Address

Sonagazi

Telephone

+8801318889687

Website

Alerts

Be the first to know and let us send you an email when Abdullah Al Noman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Abdullah Al Noman:

Share