14/10/2025
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।
আপনারা শুক্রবারের লাইভ অনুষ্ঠানের জন্য নিচের স্ক্রিপ্টটি ব্যবহার করতে পারেন। এখানে 'ডিনার সুর' এর বদলে 'মাদিনার সুর' ব্যবহার করা হয়েছে। এটিকে প্রয়োজনমতো পরিবর্তন করে নিতে পারবেন।
লাইভ অনুষ্ঠানের স্ক্রিপ্ট (ফেসবুক/ইউটিউব লাইভ)
টাইম: শুক্রবার, বিকেল ৩:০০টা
(স্ক্রিপ্ট শুরু)
[স্ক্রিনে আপনারা দুইজন উপস্থিত হবেন। শুরুতে হাসিবুর রহমান বা ইমরান হোসেন- যেকোনো একজন শুরু করতে পারেন।]
১. সূচনা (Opening - ইমরান হোসেন):
> আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
> প্রিয় দর্শক, শ্রোতা ও শুভাকাঙ্ক্ষী, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের এই বিশেষ লাইভ অনুষ্ঠানে। আশা করি মহান আল্লাহর রহমতে আপনারা সবাই সুস্থ ও নিরাপদে আছেন।
>
২. অতিথির পরিচয় ও ঘোষণা (Introduction & Announcement - হাসিবুর রহমান):
> আলহামদুলিল্লাহ!
> আপনাদের সাথে থাকতে পেরে আমরাও খুব খুশি। আমি, হাসিবুর রহমান, আপনাদের প্রিয় 'মাদিনার সুর শিল্পীগোষ্ঠী'র পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন।
> আপনারা জানেন, 'মাদিনার সুর' সবসময় চেষ্টা করে মানসম্মত নাশিদ, হামদ ও নাত আপনাদের উপহার দিতে। আর সেই চেষ্টার অংশ হিসেবেই ঠিক আজকের দিন, অর্থাৎ শুক্রবার, বিকাল তিনটা ৩:০০ আসছি এক বিশেষ লাইভ আড্ডায়।
> আর এই লাইভে আমার সাথে আছেন আপনাদের সকলের প্রিয় মুখ, 'Nasheed Tube' এর পরিচালক, শ্রদ্ধেয় ইমরান হোসেন ভাই!
>
৩. লাইভের বিষয়বস্তু (Purpose of the Live - ইমরান হোসেন):
> জি, আলহামদুলিল্লাহ।
> আজকের লাইভে আমরা থাকব আপনাদের সাথে সরাসরি। কথা হবে নতুন নাশিদ নিয়ে, 'মাদিনার সুর শিল্পীগোষ্ঠী'র আগামী পরিকল্পনা নিয়ে এবং অবশ্যই 'Nasheed Tube' এর বর্তমান কাজগুলো নিয়ে।
> আপনারা যারা নাশিদ ভালোবাসেন, তাদের জন্য থাকবে বিশেষ ঘোষণা! সেই সাথে আপনাদের প্রশ্ন বা মতামতগুলো সরাসরি শুনতে চাইব এবং ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব।
>
৪. দর্শকদের প্রতি আহ্বান (Call to Action - হাসিবুর রহমান):
> আপনারা যারা আমাদের এই লাইভ দেখছেন, তাদেরকে অনুরোধ করব, এখনই এই লাইভটি বেশি বেশি শেয়ার করে দিন। আপনার পরিচিতজনদের মাঝে ছড়িয়ে দিন, যাতে তারাও আমাদের এই সুন্দর আয়োজনে যুক্ত হতে পারে। কমেন্ট করে আমাদের সাথে যুক্ত থাকুন। কে কোত্থেকে দেখছেন, জানিয়ে দিন!
>
৫. পুনঃঘোষণা ও সমাপ্তি আহ্বান (Recap & Final Call - উভয়ে/যেকোনো একজন):
> তাহলে আবারো মনে করিয়ে দিচ্ছি, আপনারা যুক্ত হচ্ছেন:
> * দিন: শুক্রবার
> * সময়: ঠিক বিকাল তিনটা৩:০০টা
> * লাইভে থাকছি: মাদিনার সুর শিল্পীগোষ্ঠী থেকে হাসিবুর রহমান এবং Nasheed Tube থেকে ইমরান হোসেন।
> ইনশাআল্লাহ, ঠিক বিকেল তিনটায় দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
>
৬. বিদায় সম্ভাষণ (Closing - উভয়ে):
> আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
>
(স্ক্রিপ্ট সমাপ্ত)
প্রচারণার জন্য ছোট ক্যাপশন:
> ব্রেকিং নিউজ! 🚨 শুক্রবার বিকাল তিনটা ৩টায় লাইভে! 🎙️
> জনপ্রিয় 'মাদিনার সুর শিল্পীগোষ্ঠী'র শিল্পী হাসিবুর রহমান আসছেন লাইভে! সাথে থাকছি আমি, Nasheed Tube পরিচালক ইমরান হোসেন।
> নতুন নাশিদ, আড্ডা, ভবিষ্যৎ পরিকল্পনা এবং আপনাদের প্রশ্নের সরাসরি উত্তর দিতে - শুক্রবার, শবিকাল তিনটা যুহোন!
> 🔔 নোটিফিকেশন অন করে রাখুন! দেখা হচ্ছে ইনশাআল্লাহ।
> #মাদিনার_সুর #হাসিবুর_রহমান #নাসিদ_টিউব #ইমরান_হোসেন #লাইভ