Amar Bangla - আমার বাংলা

Amar Bangla - আমার বাংলা Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Amar Bangla - আমার বাংলা, Sonagazi.

শি'য়ালে'র মাং'স বিক্রির দায়ে কা'রাদ'ণ্ড ও জ'রিমানা শহর প্রতিনিধি: ফেনীর রাজাঝি দিঘীর পশ্চিম পাড়ে প্রকাশ্যে শি'য়া"লের মাং...
03/05/2025

শি'য়ালে'র মাং'স বিক্রির দায়ে কা'রাদ'ণ্ড ও জ'রিমানা

শহর প্রতিনিধি: ফেনীর রাজাঝি দিঘীর পশ্চিম পাড়ে প্রকাশ্যে শি'য়া"লের মাং'স বিক্রির দায়ে দাগনভূঞার জায়লস্করের ওসমান গণি কে প'শু জ'বাই ও মাং'সের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১ মোতাবেক ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা করেছেন ফেনী সদরের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সজীব তালুকদার

02/05/2025
স্বচ্ছ রাজনীতির জন্য ইউনাইটেড অ্যক্সিল্যান্স অ্যাওয়ার্ড পেলেন সোনাগাজী পৌর বিএনপির আহবায়ক মঞ্জুর হোসেন বাবর স্বচ্ছ রাজনী...
28/04/2025

স্বচ্ছ রাজনীতির জন্য ইউনাইটেড অ্যক্সিল্যান্স অ্যাওয়ার্ড পেলেন সোনাগাজী পৌর বিএনপির আহবায়ক মঞ্জুর হোসেন বাবর

স্বচ্ছ রাজনীতি ও সমাজ সেবায় বিষেষ অবদানের জন্য ইউনাইটেড অ্যক্সিল্যান্স অ্যাওয়ার্ড পেলেন সোনাগাজী পৌর বিএনপির আহবায়ক ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মঞ্জুর হোসেন বাবর।
বাংলাদেশ শিশুকল্যাণ পরিষদের ভিআইপি লাউঞ্জে ইউনাইটেড অ্যাচিভার্স ফোরামের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে গত ২৫ এপ্রিল তাকে এ পদকে ভূষিত করা হয়। তার মায়ের মৃত্যুর কারণে উক্ত অনুষ্ঠানে তিনি উপস্থিত হতে না পারলে ডাক যোগে তাকে সম্মাননা স্মারক ও সনদটি তার বাড়িতে পৌঁছে দেওয়া হয়।
তিনি প্রতিক্রিয়ায় বলেন, এই পদক সকল পরিচ্ছন্ন ও স্বচ্ছ রাজনীতিবিদদের জন্য মাইলফলক হিসেবে থাকবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে ছাত্র জীবন থেকে বিএনপি রাজনীতি করে আসছেন। বিগত ১৭ বছর রজপথে থেকে সকল আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেছি। জনগণের অধিকার আদায়ের সংগ্রাম করতে গিয়ে বহ মামলায় জেল খেটেছি। আজকের এই অর্জন মজলুম দেশনেত্রী সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য উৎস্বর্গ করে দিলাম।

ছেলেটিকে পরশুরাম হাসপাতাল মোড়ে পেয়ে এক সিএনজি চালক থানায় নিয়ে আসে। সে শুধু বাড়ি যাব বলতে পারে।মা বাবার নাম ও ঠিকানা বলতে...
21/04/2025

ছেলেটিকে পরশুরাম হাসপাতাল মোড়ে পেয়ে এক সিএনজি চালক থানায় নিয়ে আসে। সে শুধু বাড়ি যাব বলতে পারে।মা বাবার নাম ও ঠিকানা বলতে পারে না।

কোন সুহৃদয়বান ব্যাক্তি পরিচয় জানতে পারলে পরশুরাম মডেল থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হল।

মোবাইল নম্বর ০১৩২০-১১৩১০৬।

আপনিও কি উনার কর্মকান্ডে সম্তুষ্ট..? অব্যাহত চান সারাদেশে এমন অভিযান..?
21/04/2025

আপনিও কি উনার কর্মকান্ডে সম্তুষ্ট..?
অব্যাহত চান সারাদেশে এমন অভিযান..?

দুর্দিনে স্ত্রী ও ছেড়ে যায়ভালবাসা হারায় ঘোর অমানিশায়...!
21/04/2025

দুর্দিনে স্ত্রী ও ছেড়ে যায়
ভালবাসা হারায় ঘোর অমানিশায়...!

সোনাগাজীতে জুয়া খেলার অপরাধে ০৯ জনকে মোবাইল কোর্টে  সাজা বিশেষ প্রতিনিধি সোনাগাজী মডেল থানা পুলিশ এবং নির্বাহী ম্যাজিস্ট...
21/04/2025

সোনাগাজীতে জুয়া খেলার অপরাধে ০৯ জনকে মোবাইল কোর্টে সাজা

বিশেষ প্রতিনিধি

সোনাগাজী মডেল থানা পুলিশ এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট ইং- ২১/০৪/২০২৫ খ্রিঃ তারিখ সন্ধ্যা ০৭.০০ ঘটিকার সময় সোনাগাজী থানাধীন ০২নং বগাদানা ইউনিয়নের কাজীরহাট বাজারস্থ সিরাজ এর মালিকানাধীন মার্কেট এর জুয়ার আসরে মোবাইল কোর্ট পরিচালনা করে।

এ সময় উক্ত মার্কেটের একটি বিশেষ কক্ষ হইতে মার্কেট মালিক মোহাম্মদ সিরাজ সহ ০৯ জন ব্যক্তিকে জুয়া খেলা অবস্থায় গ্রেফতার করে।

তখন তাদের হেফাজত হতে নগদ টাকা সহ জুয়া খেলার সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

অতপর সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানিয়া আক্তার লুবনা মোবাইল কোর্টের মাধ্যমে বংগীয় প্রকাশ্যে জুয়া আইন, ১৮৬৭ সালের ০৪ ধারা মোতাবেক প্রত্যেক ব্যক্তিকে ০৩ (তিন) দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে ফেনী জেলা কারাগারে প্রেরণের নির্দেশ প্রদান করেন।
সাজাপ্রাপ্ত আসামীগন হলো----
১। মোঃ মাসুদ আলম(৩০), পিতা-ছায়েদুল হক, সাং-চর সাহাভিকারী, ০১ নং ওয়ার্ড, ০৫নং চর দরবেশ ইউপি, উপজেলা/থানা- সোনাগাজী, জেলা- ফেনী।
২। মোহাম্মদ শাহাজাহান(৪০), পিতা-আবু বকর ছিদ্দিক, সাং-চর সাহাভিকারী, ০১ নং ওয়ার্ড, ০৫নং চর দরবেশ ইউপি, উপজেলা/থানা- সোনাগাজী, জেলা- ফেনী।
৩। মোশারফ হোসেন(২৫), পিতা-আবুল কালাম, সাং-বগাদানা, ০৮ নং ওয়ার্ড, ০২নং বগাদানা ইউপি, উপজেলা/থানা- সোনাগাজী, জেলা- ফেনী।
৪। মোঃ বেলায়েত হোসেন(৩০), পিতা-মোঃ আব্দুল কাদের, ০৮নং ওয়ার্ড, সাং-বগাদানা, ০২নং বগাদানা ইউপি, উপজেলা/থানা- সোনাগাজী, জেলা- ফেনী।
৫। মোহাম্মদ সিরাজ(৪০), পিতা-আবু তাহের, সাং-চর সাহাভিকারী, ০১নং ওয়ার্ড, ০৫নং চর দরবেশ ইউপি, উপজেলা/থানা- সোনাগাজী, জেলা- ফেনী।
৬। আজগর হোসেন জনি(২৬), পিতা-জয়নাল আবেদীন, সাং-বগাদানা, ০৮নং ওয়ার্ড, ০২নং বগাদানা ইউপি, উপজেলা/থানা- সোনাগাজী, জেলা- ফেনী।
৭। সাখাওয়াত হোসেন(২৮), পিতা-মজিদের রহমান, সাং-বগাদানা, ০৮নং ওয়ার্ড, ০২নং বগাদানা ইউপি, উপজেলা/থানা- সোনাগাজী, জেলা- ফেনী।
৮। মোহাম্মদ সিরাজ(৩৮), পিতা-নুরুল ইসলাম, সাং-বগাদানা, ০৮নং ওয়ার্ড, ০২নং বগাদানা ইউপি, উপজেলা/থানা- সোনাগাজী, জেলা- ফেনী।
৯। মোহাম্মদ খলিল(৩৫), পিতা-ছোলেমান, সাং-আউরারখিল, ০৭নং ওয়ার্ড, ০২নং বগাদানা ইউপি, উপজেলা/থানা- সোনাগাজী, জেলা- ফেনী।

সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ বায়েজিদ আকন্দ এ তথ্য নিশ্চিত করেছেন...!

14/04/2025

দাগনভূঁইয়ায় থেমে থেমে
ক-ক-টে-ল বি-স্ফো-র-ণ
বাজারের নতুন ইজারা নিয় আবারও উত্তেজনা।

Address

Sonagazi

Website

Alerts

Be the first to know and let us send you an email when Amar Bangla - আমার বাংলা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share