20/12/2025
লন্ডন ও ঢাকা: দীর্ঘ ১৭ বছর পর তারেক রহমানের দেশে ফেরার গুঞ্জন যখন তুঙ্গে, ঠিক তখনই বনি আমিনের একটি ফেসবুক পোস্ট রাজনৈতিক মহলে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। দাবি করা হচ্ছে, প্রধানমন্ত্রী হওয়ার পথ সুগম করতে দিল্লির দেওয়া তিনটি বিশেষ শর্তে সম্মতি দিয়েছেন বিএনপির এই শীর্ষ নেতা।
কী সেই ৩টি বিতর্কিত শর্ত?
গোপন সূত্রের বরাতে বলা হচ্ছে, ক্ষমতার মসনদে বসতে তারেক রহমানকে মানতে হবে এই বিষয়গুলো:
১. আওয়ামী লীগের পুনর্বাসন: 'রিফাইন্ড' বা পরিমার্জিত রূপে আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনা এবং তাদের ওপর থেকে সকল বিধি-নিষেধ তুলে নেওয়া।
২. প্রতিরক্ষা ব্যবস্থায় নিয়ন্ত্রণ: ভারতের সম্মতি ছাড়া অন্য কোনো দেশের সাথে প্রতিরক্ষা চুক্তি করা যাবে না এবং কোনো আধুনিক সমরাস্ত্র ক্রয় করা যাবে না।
৩. ইসলামী দলগুলোর অবদমন: জামায়াতে ইসলামীসহ অন্যান্য ইসলামী দলগুলোর ওপর '৭১-এর চেতনা' বা বিশেষ তকমা লাগিয়ে তাদের শীর্ষ নেতাদের কারান্তরীণ ও রাজনীতি থেকে দূরে রাখা।
#তারেক_রহমান #বাংলাদেশ_রাজনীতি #ভারতের_শর্ত #গোপন_সমঝোতা #বনি_আমিন #রাজনৈতিক_সংবাদ
পোস্টটিতে বর্তমান অবস্থাকে পলাশীর যুদ্ধের সাথে তুলনা করা হয়েছে। যেভাবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি মীর জাফর ও মীর কাসিমকে ব্যবহার করে ক্ষমতা দখল করেছিল, বর্তমান 'মাস্টারপ্ল্যান' কি সেই একই পথে হাঁটছে? ১৭ বছর আগে এক মুচলেকায় দেশ ত্যাগ করা যুবরাজ কি তবে আরেক 'গোপন মুচলেকা' দিয়ে ফিরছেন?
"এতগুলো তাজা প্রাণের রক্তের ওপর দাঁড়িয়ে শেষপর্যন্ত কি দিল্লির সাথেই হাত মেলাতে হলো?"