25/12/2025
অবাক কাণ্ড: টঙ্গী স্টেশন রোডে মহিলা ছি*নতাইকারী আ*টক
আজ টঙ্গী স্টেশন রোডে এক মহিলা ছি*নতাইকারীকে আ*টক করেছে এলাকাবাসী। সাম্প্রতিক সময়ে ছেলেদের পাশাপাশি নারীদেরও এ ধরনের অপরাধে যুক্ত হওয়া সত্যিই অবাক করার মতো একটি বিরল ঘ*ট*না।
এই ঘ*টনাকে কেন্দ্র করে এলাকায় আলোচনা-সমালোচনা চলছে। সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন থাকার অনুরোধ করা হয়েছে এবং এমন তথ্য সমাজে ছড়িয়ে দিতে অনুরোধ করা হচ্ছে যাতে সাধারণ মানুষ সতর্ক থাকতে পারে।আপনার বাসা বাড়িতে সব সময় অপরিচিত মহিলাদের কে বাড়িতে ঢুকলেই অবশ্যই তার পরিচয় জিজ্ঞেস করবেন এবং খেয়াল রাখবেন কিছু মহিলা বাসা বাড়ার নাম করে বা কারো নাম জিজ্ঞেস করে বাসা বাড়িতে ঢুকে তারা কিন্তু চু*রি করার উদ্দেশ্যে আসে নয়তো আপনার আদরের বাচ্চা নিয়ে চলে যায় Aslam Morol