কোটা আন্দোলন ২৪

কোটা আন্দোলন ২৪ এই পেজে সোনাইমুড়ীর সকল লেটেস্ট নিউজ পাবেন ❤️

26/04/2025

১. জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হওয়া পটুয়াখালীর জসিমের কন‍্যাকে ধর্ষণ করছিলো দেশের সবথেকে বড় রাজনৈতিক দলের প্রভাবশালী নেতার 'সুযোগ্য' পুত্র। শুনলাম মেয়েটি আজকে আত্মহত‍্যা করেছে।

২. ঢাবি কালবেলা প্রতিনিধি আমজাদ হোসেন হৃদয়ের পরিবারের সদস্যকে চাঁদা না দেওয়ায় তুলে নিয়ে গেছে যুবদল এবং ছাত্রদেরর নেতাকর্মীরা।

৩. "ভিসিকে নামাইলি কেনো" বলে কুয়েটের কয়েকজন ছাত্রকে মেরে রক্তাক্ত করেছে খুলনার স্থানীয় যুবদলের নেতাকর্মীরা।

অপেক্ষা করুন, ভরসা রাখুন। এনারাই দেশের সংষ্কার করবে। ৯১-৯৬ যেভাবে করেছিলো, ওভাবেই।

Merza Hashib

আপনি কি ৫ আগস্টের আগে বা পরে বিএনপির সাথে জামায়াতের প্রকাশ্যে কোনো মিটিং দেখেছেন? ৫ আগস্টের আগে দেখেননি। মেনে নিলাম।কিন...
15/04/2025

আপনি কি ৫ আগস্টের আগে বা পরে বিএনপির সাথে জামায়াতের প্রকাশ্যে কোনো মিটিং দেখেছেন? ৫ আগস্টের আগে দেখেননি। মেনে নিলাম।

কিন্তু ৫ আগস্টের পরেও আপনি প্রকাশ্যে কোনো মিটিং দেখবেন না। অথচ বিএনপি গোপনে অসংখ্যবার জামায়াতের সাথে বসেছে। এই মুভগুলো দেখলে অনেক কিছু ক্লিয়ার হবে আপনার কাছে।

আহ বিএনপি! আপনারা শহীদ জিয়ার দল! বিএনপিকে কখনো ভারতের উপরে ভর করে ক্ষমতায় আসতে হয়নি। বরং ভারত বিরোধীতার জন্য মানুষের ভালোবাসায় বারবার সিক্ত হয়ে বিএনপি ক্ষমতায় এসেছে!

নিজস্বতা হারিয়ে লীগের পথ অনুসরণ করার মধ্যে সাময়িক রাজনৈতিক সফলতা আসলেও লং টার্মে ক্ষতিগ্রস্ত হবেন।

বাঙলার জমিনে এমন ঐক্যের বন্ধন থাকুক চিরকাল ❤️
12/04/2025

বাঙলার জমিনে এমন ঐক্যের বন্ধন থাকুক চিরকাল ❤️

ব্রেকিং নিউজ : নোয়াখালীর সেনবাগ -২ আসনের সাবেক এমপি মোরশেদ আলমকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর ঘোয়েন্দা পুলিশ।বিস্তারিত কমে...
08/04/2025

ব্রেকিং নিউজ :

নোয়াখালীর সেনবাগ -২ আসনের সাবেক এমপি মোরশেদ আলমকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর ঘোয়েন্দা পুলিশ।

বিস্তারিত কমেন্টে।।

আপনি সবসময় দেখে থাকবেন সালাফিরা ফিলিস্তিনের বিপক্ষে কথা বলে, আর এর পিছনের আছে পশ্চিমা ও ইসরায়েলের সাথে সাদৃশ্য সংযোগ, মি...
06/04/2025

আপনি সবসময় দেখে থাকবেন সালাফিরা ফিলিস্তিনের বিপক্ষে কথা বলে, আর এর পিছনের আছে পশ্চিমা ও ইসরায়েলের সাথে সাদৃশ্য সংযোগ,
মিশরের বর্তমান সরকার প্রধান মোহাম্মদ সিসি উনি আমেরিকান পন্থীসরকার, মোহাম্মদ সিসি ক্ষমতায় আমেরিকার বলে, আর এই সিসি যখন আমেরিকার চত্রছায়ার ক্ষমতায় বসে তখন মিশরের কোনো রাজনৈতিক দল সিসি কে সমর্থন না করলেও এই সালাফি পন্থী রাজনৈতিক দল এই সিসি কে সমর্থন করে যার নাম আল নূর পার্টি, কথিত আছে মুসলিম ব্রাদারহুডের নেতা মোহাম্মদ মুরসীর ফাসি দেওয়ার পিছনে এই সিসির হাত আছে, আর মোহাম্মদ সিসি আমেরিকান দালাল জেনেও সালাফিরা ক্ষমতার লোভে তাকে সমর্থন করে

যেহেতু আমরা সরাসরি যুদ্ধে যেতে পারছি না,সেহেতু নিজের সাথে যুদ্ধ করে এসব পণ্য কেনা থেকে বিরত থাকি।আমেরিকা এবং ইসরাইলের পণ...
06/04/2025

যেহেতু আমরা সরাসরি যুদ্ধে যেতে পারছি না,সেহেতু নিজের সাথে যুদ্ধ করে এসব পণ্য কেনা থেকে বিরত থাকি।
আমেরিকা এবং ইসরাইলের পণ্য বয়কট করি!

06/04/2025

হে মুসলিম বিশ্ব তোমাদের আত্মা কি কেঁপে উঠে না? তাদের যায়গায় কি তোমরা নিজেদের কে কল্পনা করোনা? শুরুটা হয়তো গা*জা থেকে কিন্তু কালের বিবর্তনে আমাদের উপরেও একদিন তারা এই কর্তৃত্ব বর্তাবে।

05/04/2025

যুবদল নেতার অ’স্ত্রবা’জির ভিডিও ভাইরাল...

তিনি নোয়াখালী সোনাইমুড়ি উপজেলার ৮নং সোনাপুর ইউনিয়ন যুবদল কর্মী।

এদেরকে দ্রুত আইনের আওতায় আনার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।

#নোয়াখালী #সোনাইমুড়ী #বিএনপি #ছাত্রদল #শিবির

আমাদের আসল সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরতে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আয়োজিত হচ্ছে ঈদ আনন্দ মিছিল। দিনঃ চাঁদরাত (বাদ এশা) স্...
29/03/2025

আমাদের আসল সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরতে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আয়োজিত হচ্ছে ঈদ আনন্দ মিছিল।

দিনঃ চাঁদরাত (বাদ এশা)
স্থানঃ সোনাইমুড়ী বড় মসজিদ প্রাঙ্গন।

আপনি আসবেন এবং আপনার ছোট ভাইবোন, আপনার বাসার ছোট কচিকাঁচা'দের নিয়ে আসবেন।

ছোট্ট সোনামনিদের জন্য থাকবে বিশেষ আয়োজন।।

Yk who..!
26/03/2025

Yk who..!

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when কোটা আন্দোলন ২৪ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to কোটা আন্দোলন ২৪:

Share