26/04/2025
১. জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হওয়া পটুয়াখালীর জসিমের কন্যাকে ধর্ষণ করছিলো দেশের সবথেকে বড় রাজনৈতিক দলের প্রভাবশালী নেতার 'সুযোগ্য' পুত্র। শুনলাম মেয়েটি আজকে আত্মহত্যা করেছে।
২. ঢাবি কালবেলা প্রতিনিধি আমজাদ হোসেন হৃদয়ের পরিবারের সদস্যকে চাঁদা না দেওয়ায় তুলে নিয়ে গেছে যুবদল এবং ছাত্রদেরর নেতাকর্মীরা।
৩. "ভিসিকে নামাইলি কেনো" বলে কুয়েটের কয়েকজন ছাত্রকে মেরে রক্তাক্ত করেছে খুলনার স্থানীয় যুবদলের নেতাকর্মীরা।
অপেক্ষা করুন, ভরসা রাখুন। এনারাই দেশের সংষ্কার করবে। ৯১-৯৬ যেভাবে করেছিলো, ওভাবেই।
Merza Hashib