ছাত্রশিবির, লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউট

  • Home
  • Bangladesh
  • Sonaimuri
  • ছাত্রশিবির, লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউট

ছাত্রশিবির, লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউট " সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সৎ, দক্ষ্য ও দেশপ্রেমিক নাগরিক তৈরি "

🪧 বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, লক্ষ্মীপুর পলিটেকনিক শাখার অফিশিয়াল ফেইসবুক পেইজ।

24/11/2025

ছাত্রশিবির তোমাদেরকে যে হাতে ফুল দিয়েছে-সে হাতে যেনো কখনো মাদক আর অস্ত্র না উঠে, এ প্রমিস টা আমরা তোমাদের কাছ থেকে চাই।

লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউট, ছাত্রশিবির কতৃক আয়োজিত ১ম পর্বের শিক্ষার্থীদের নিয়ে নবীনবরন ও ক্যারিয়ার গাইডলাইন পোগ্রামে শিক্ষার্থীদের আনন্দগন মূহুর্তে।

Al-Khwarizmi Math Olympiad 2025"Inspired by History, Innovating the Future"গণিতপ্রেমীদের জন্য বছরের সবচেয়ে বড় প্রতিযোগিত...
23/11/2025

Al-Khwarizmi Math Olympiad 2025

"Inspired by History, Innovating the Future"

গণিতপ্রেমীদের জন্য বছরের সবচেয়ে বড় প্রতিযোগিতা। দুই রাউন্ড (অনলাইন + অনসাইট) এ প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে।

ক্যাটাগরি :
জুনিয়র : ৬ষ্ঠ–৮ম শ্রেণি
সেকেন্ডারি : ৯ম–১০ম শ্রেণি, O-Level, নাহবেমীর–হেদায়াতুন্নাহু
হাইয়ার সেকেন্ডারি : ১১শ–১২শ শ্রেণি, A-Level, কাফিয়া–শরহে বেকায়া এবং পলিটেকনিক (১ম–৪র্থ পর্ব)

বিস্তারিত জানার জন্য আমাদের ফেসবুক পেজ এবং ইভেন্টে চোখ রাখুন।

অলিম্পিয়াডের সিলেবাস ও রেজিস্ট্রেশন লিংক:
https://sciencefest.shibir.org.bd/events/al-khwarizmi-math-olympiad

"শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ বিঘ্নিত করে রাজনৈতিক কার্যকলাপ যুক্তিসঙ্গত নয়"আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো হলো—শিক্ষা...
20/11/2025

"শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ বিঘ্নিত করে রাজনৈতিক কার্যকলাপ যুক্তিসঙ্গত নয়"

আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো হলো—শিক্ষার্থীদের জ্ঞানার্জন, আত্মগঠন, নৈতিকতা অর্জন এবং দেশের কল্যাণে অবদান রাখার শিক্ষা লাভের নির্ভরযোগ্য স্থান। ছোটবেলা থেকেই পাঠ্যবইয়ের সঠিক জ্ঞান ও সম্মানিত শিক্ষকদের অভিজ্ঞতা ও সুনিপুণ পাঠদানের মাধ্যমে শিক্ষার্থীদের আগামীর উপযোগী করে তোলার চেষ্টা করেন।

এক্ষেত্রে সমাজের সচেতন মহল, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সমাজ সংস্কারে নিয়োজিত ব্যক্তিদের দায়িত্ব হওয়া উচিত—শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার পরিবেশ রক্ষা করা এবং শিক্ষার্থীদের সঠিক শিক্ষার পথ সুগম করা।
শিক্ষা প্রতিষ্ঠানের যে কোনো অনুষ্ঠানে অংশগ্রহণকারী অতিথিদের মূল বক্তব্য হওয়া উচিত—শিক্ষার্থীদের ক্যারিয়ার গাইডলাইন, নৈতিকতা, চরিত্রগঠন এবং জীবনমুখী পরামর্শ প্রদান করা। পাশাপাশি তাদের পাঠদান ও শিক্ষার পরিবেশ ঠিক আছে কি না—সেটির খোঁজখবর নেওয়াও জরুরি।

কিন্তু পরিতাপের বিষয় হলো—নির্বাচনকে সামনে কিছু জায়গায় শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ বিঘ্নিত করে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার প্রবণতা দেখা যায়, যা কোনোভাবেই কাম্য নয়। রাজনৈতিক প্রচার-প্রচারণার জন্য বাজার, পাড়া-মহল্লা রয়েছে।
কোমলমতি শিক্ষার্থীদের নির্দেশ দিয়ে রাজনৈতিক বয়ান তাদের মুখ দিয়ে উচ্চারণ করানো—কোনো সচেতন সমাজ সংস্কারকের কাজ হতে পারে না।

সুতরাং, দেশের ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে সকল রাজনৈতিক দল ও নেতৃবৃন্দের শিক্ষা প্রতিষ্ঠানে এমন রাজনৈতিক কার্যক্রম থেকে বিরত থাকা অত্যন্ত প্রয়োজন।

✍️ ফরিদ উদ্দিন
সভাপতি
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির
লক্ষ্মীপুর শহর শাখা।

“Inspired by History, Innovating the future.” সৎ, দক্ষ, মেধাবি ও দেশপ্রেমিক নাগরিক তৈরির উদ্দেশ্যে বাংলাদেশ ইসলামী ছাত্র...
19/11/2025

“Inspired by History, Innovating the future.”

সৎ, দক্ষ, মেধাবি ও দেশপ্রেমিক নাগরিক তৈরির উদ্দেশ্যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আয়োজন করছে “Al Khwarizmi Science Fest 2025”

স্বর্ণযুগের মুসলিম বিজ্ঞানীদের ঐতিহ্য কে ধারণ করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গড়ে তুলতে চায় একটি নতুন প্রজন্ম। এই প্রজন্ম নিজেদেরকে ভবিষ্যৎ বিজ্ঞানী হিসেবে তৈরি করবে। যারা নৈতিকতায় হবে দৃঢ়, দক্ষতায় সমৃদ্ধ এবং বিজ্ঞান চেতনায় আলোকিত।

আল খাওয়ারিজমি সাইন্স ফেস্ট ২০২৫ এ শিক্ষার্থীদের জন্য নিম্নোক্ত আয়োজনগুলো থাকছে-
• গণিত অলিম্পিয়াড
• প্রজেক্ট ডিসপ্লে
• সিটিএফ কন্টেস্ট
• সাইন্স এক্সপো
• সেমিনার ও আলোচনাসভা

তারিখ : ১৯ ও ২০ ডিসেম্বর ২০২৫
স্থান : কৃষিবিদ ইনস্টিটিউট, খামারবাড়ি, ঢাকা
রেজিস্ট্রেশন লিংক : https://sciencefest.shibir.org.bd/

ধন্যবাদ Lakshmipur24.com কে...
18/11/2025

ধন্যবাদ Lakshmipur24.com কে...

অতিরিক্ত ফরম ফি বৃদ্ধির প্রতিবাদে লক্ষ্মীপুরে বোর্ড চেয়ারম্যানের কাছে "ছাত্র শিবিরের" স্মারকলিপি প্রদান

ধন্যবাদ মেঘনা নিউজকে...
18/11/2025

ধন্যবাদ মেঘনা নিউজকে...

কারিগরি বোর্ড কর্তৃক 'ফরম ফিলাপ ফি' অতিরিক্ত বাড়ানোর প্রতিবাদে এবং অতিশীঘ্রই বোর্ড থেকে নোটিশ দিয়ে 'ফি' কমানোর জন্য অধ্য...
18/11/2025

কারিগরি বোর্ড কর্তৃক 'ফরম ফিলাপ ফি' অতিরিক্ত বাড়ানোর প্রতিবাদে এবং অতিশীঘ্রই বোর্ড থেকে নোটিশ দিয়ে 'ফি' কমানোর জন্য অধ্যক্ষ মহোদয়ের মাধ্যমে কারিগরি শিক্ষাবোর্ডের চেয়ারম্যান বরাবর স্মারকলিপি প্রধান করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউট।


গণহত্যাকারী হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে ন্যায়বিচারের দৃষ্টান্ত স্থাপন হয়েছে।
17/11/2025

গণহত্যাকারী হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে ন্যায়বিচারের দৃষ্টান্ত স্থাপন হয়েছে।

17/11/2025

আলহামদুলিল্লাহ..
ইনকিলাব জিন্দাবাদ ✊✌️

লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ডুয়েট এডমিশনে আগ্রহী শিক্ষার্থীদের জন্য ❝ক্যারিয়ার ডিজাইন ফর ডুয়েট ড্রিমার্স ❞বাংলা...
16/11/2025

লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ডুয়েট এডমিশনে আগ্রহী শিক্ষার্থীদের জন্য ❝ক্যারিয়ার ডিজাইন ফর ডুয়েট ড্রিমার্স ❞

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির,লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউট শাখা থেকে ডুয়েট এডমিশনে আগ্রহী শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছে।

রেজিষ্ট্রেশন লিংক- https://forms.gle/vtu24wPLvhB5Jdqw5

✨রেজিষ্ট্রেশন চলবে নভেম্বর'২০২৫ ইং পর্যন্ত।
🕔সময় ও স্থান:- রেজিষ্ট্রেশনের সময় শেষ হওয়ার পরই জানিয়ে দেওয়া হবে।

📝 ইনস্টিটিউটের সকল ডিপার্টমেন্টের ৪র্থ ও ৬ষ্ঠ পর্বের ডুয়েট এডমিশনে আগ্রহী শিক্ষার্থীদের রেজিষ্ট্রেশনের অনুরোধ করছি।


যারা লক্ষ্মীপুরে আমাদের প্রিয় শহীদ আফনান-কাউছার-ওসমান-সাব্বির ভাইদের হত্যা করেছে! শত-শত ছাত্র-জনতার উপরে যারা নির্বিচারে...
12/11/2025

যারা লক্ষ্মীপুরে আমাদের প্রিয় শহীদ আফনান-কাউছার-ওসমান-সাব্বির ভাইদের হত্যা করেছে! শত-শত ছাত্র-জনতার উপরে যারা নির্বিচারে গুলি চালিয়েছে।

পতিত সেই আওয়ামী সন্ত্রাসীদের সকল ষড়যন্ত্র রুখে দিবে লক্ষ্মীপুরের বিপ্লবী ছাত্র-জনতা, ইনশাআল্লাহ।

✍️মো: ফরিদ উদ্দিন
সভাপতি
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির
লক্ষ্মীপুর শহর।

Address

Sonaimuri
3827

Website

Alerts

Be the first to know and let us send you an email when ছাত্রশিবির, লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউট posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share