অক্ষর

অক্ষর আমার সবকিছু মিথ্যে হলেও তুমি মিথ্যে নয়!❤️
(1)

08/11/2025

৭ বছরের বাচ্চাটা সে নিজেও জানেনা কিভাবে সান্ত্বনা দিবে।

08/11/2025

দুধের শিশু কে বুকে নিয়ে কাঁদছে সুদানের এক মা।
একমাত্র আল্লাহ ছাড়া তাদের রক্ষা করার কেউ নাই,,হে আল্লাহ তুমি তাদের রক্ষা করো,

আজ পরীক্ষা শেষে ফেরার পথে নোয়াখালী সরকারি কলেজের সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী ইসরাত জাহান, তৃতীয় বর্ষের হিসাব...
04/11/2025

আজ পরীক্ষা শেষে ফেরার পথে নোয়াখালী সরকারি কলেজের সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী ইসরাত জাহান, তৃতীয় বর্ষের হিসাববিজ্ঞান বিভাগের ছাত্র মোঃ তানিম হাসান, বিবি কুলসুম এবং জান্নাত.... কবিরহাটে গাড়ি এক্সিডেন্ট করে ঘটনাস্থলে ৬ জন নিহত হয়।

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

দোয়া করি, আল্লাহ্ সবাইকে জান্নাত বাসি করুক....

নিহতরা হলো সিএনজি চালক শাহ আলম খোকন, সুলতান আহমদ সুমন, নোয়াখালী কলেজ ছাত্র তানিম হাসান, কলেজ ছাত্রী ইসরাত জাহান, বিবি কুলসুম, ও জান্নাত।

01/11/2025

সু-দান এখন গা-যা এবং আরা-কান, মূল্য-হীন মুসলিম প্রাণ...😓

বেশি না, মাত্র দু'দিনে দু'হাজারের বেশি মানুষ খুন হয়েছে। রক্তের বন্যা বয়ে গেছে আক্ষরিক অর্থেই। সেসব খুন করা হয়েছে হাসতে খ...
01/11/2025

বেশি না, মাত্র দু'দিনে দু'হাজারের বেশি মানুষ খুন হয়েছে। রক্তের বন্যা বয়ে গেছে আক্ষরিক অর্থেই। সেসব খুন করা হয়েছে হাসতে খেলতে, শখের বশে। খুন করার কোনো প্রয়োজনই ছিল না। তবুও করেছে।

ইয়েল ইউনিভার্সিটির হিউম্যানিটারিয়ান রিসার্চ ল্যাব এই খুনকে রুয়ান্ডার গণহত্যার প্রথম দিনের সঙ্গে তুলনা করেছে। এত বেশি রক্তপাত হয়েছে যে স্যাটেলাইটে মাটির রঙ পরিবর্তিত হয়ে গেছে সেটা পর্যন্ত ধরা পড়েছে।

সেখানে দুই বছরে খুন হয়েছে দেড় লাখের বেশি মানুষ। বর্তমান পৃথিবীতে এটাই সম্ভবত চলমান সবচেয়ে ভয়ংকর গণহত্যা। যেখানে মৃত্যুর মিছিলে প্রতিদিন হাজার হাজার মানুষের সংখ্যা যোগ হচ্ছে।

সুদান। আফ্রিকার একটা অত্যন্ত গরীব দেশ। গৃহযুদ্ধের ফলে দেশের অবস্থা করুণ। দুর্ভিক্ষ চলছে দেশের অনেক অংশে। এই গৃহযুদ্ধ যাদের মধ্যে চলছে এদেরই এক পক্ষ আরএসএফ। যারা অধিকাংশ খুনের জন্যে দায়ী।

প্রশ্ন উঠতে পারব এত মানুষ খুন হচ্ছে, এত গোলাবারুদ দিচ্ছে কে? দিচ্ছে আরব আমিরাত। মধ্যপ্রাচ্যের অধিকাংশ মুসলিম দেশগুলোর চেয়ে জঘন্য দেশ দুনিয়ার আর কোথাও খুঁজে পাওয়া যাবে না। এরা টাকার জন্যে নিজের মায়ের গলা কাটতেও দ্বিধা করবে না। দুবাই থেকে প্লেনে অস্ত্র যায় আরএসএফের কাছে। আরএসএফ বিনিময়ে কী দেয়?

সোনা দেয়। টন টন সোনা আসে সুদান থেকে। আরএসএফ নিয়ন্ত্রিত সোনার খনি থেকে যত সোনা উত্তোলন করা হয় সব উড়ে চলে যায় দুবাই। শুধু সোনা পাওয়ার লোভে লাখ লাখ মানুষ হত্যায় কুত্তামিরাত সহায়তা করছে। সাথে বিশ্বের অন্যান্য ক্ষমতাধরদের নানা হিসাব কিতাব তো আছেই।

সুদানিরা কালো। গরীব। আফ্রিকান দেশ। তাই এত বড়ো গণহত্যা হওয়ার পরেও খুব বেশি উচ্চবাচ্য নেই দুনিয়া জুড়ে। কালোদের জন্মই হয়েছে অন্যের হাতে নিপীড়িত হওয়ার জন্যে। খুন হওয়ার জন্য। আদিকালে দাস ব্যবসা চলত। এখনও চলে। সেটা সভ্যতার আবরণ চাপিয়ে দিয়ে পর্দার আড়ালে। এই আর কী।

আমিরাত হোক বা পশ্চিমা দেশ, নিজেদের প্রয়োজনে রক্তের বন্যা বইয়ে দিলেও সেটা অন্যায় না। কিন্তু গণহত্যার বিরুদ্ধে যদি কেউ দাঁড়িয়ে যায়, সে হয়ে যায় সভ্যতার শত্রু।

শুয়োরের বাচ্চার সভ্যতা, শুয়োরের বাচ্চার জাতিসংঘ...

01/11/2025

আল্লাহই আমাদের জন্য যথেষ্ট 🥰
আল্লাহর উপর ছেড়ে দেন আর আপনি চেষ্টা করেন।চেষ্টা করলে আল্লাহ কখনো নিরাশ করবে না।

01/11/2025

Pray for Sudan🤲

সুদান। দু‌ধের ‌শিশু যেখা‌নে মা‌য়ের লা*শ টানতে হ‌চ্ছে 💔সুদান - গা*যা - আরাকান, একই দুঃখের দাস্তান।
01/11/2025

সুদান। দু‌ধের ‌শিশু যেখা‌নে মা‌য়ের লা*শ টানতে হ‌চ্ছে 💔

সুদান - গা*যা - আরাকান,
একই দুঃখের দাস্তান।

31/10/2025
31/10/2025

জীবনসঙ্গী হতে হবে বিশ্বাসী 🥰

30/10/2025

Happy birthday Saif Hassan

Address

Sonaimuri

Website

Alerts

Be the first to know and let us send you an email when অক্ষর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share