16/06/2025
✨“নিলার প্রতীক্ষা” ✨
ঘরের কোণায় বসে আছে নিলা, চুপচাপ,
চোখে লুকানো কথা—হাজার কষ্টের ছাপ।
সবাই ভাবে, সে নাকি ভুল করেছে,
কেউ জানে না, সে শুধু ভালোবেসেছে।
ভাঙা হাসির আড়ালে এক পাহাড় মনখারাপ,
কিন্তু সে পড়ে না ভেঙে—সে রাখে দৃঢ় চাপ।
ঘরের মানুষ মুখ ফিরিয়ে নিলেও,
নিলা জানে—সে একদিন আলো দেখবেই।
পথে কাঁটা আছে, আছে বিষণ্ন রাত,
তবু সে জ্বেলে রাখে আশার নিভু বাত।
বুকের ভিতর জমা ব্যথা, অনাদরে ফেলা মন,
তবুও সে জেনে গেছে—সে হার মানে না, কখনোই নয় কখনো।
ভালোবাসা যদি ছিল, সে একদিন কথা বলবে,
অথবা সে একা হলেও, নিজের পথ নিজেই খুঁজে নেবে।
কারণ সে নিলা—সে শুধু ভালোবাসা না,
সে এক টুকরো আগুন, এক মহীয়সী নারী নামহীন দুঃখেও যাকে থামানো যায় না। 🌺