Arian Agro Farm

Arian Agro Farm A***n Agro Farm —
Naturally raised. Purely trusted.

06/07/2025

এই ভাবে খাচায় ফাওমি মুরগীর খামার করলে কেমন হয়?

‎🐥 ব্রু*ডিং  রুটিন চার্ট (১–৭ দিন)‎‎📍 সাধারণ রোগ*প্রতিরোধে — অ্যান্টিবায়োটিক ছাড়া প্ল্যান‎‎   সকাল                      ...
30/06/2025

‎🐥 ব্রু*ডিং রুটিন চার্ট (১–৭ দিন)

‎📍 সাধারণ রোগ*প্রতিরোধে — অ্যান্টিবায়োটিক ছাড়া প্ল্যান

‎ সকাল বিকাল

‎✅১ম দিন গ্লুকোজ/ ✅ ভিটামিন সি
‎ ইলেক্ট্রোলাইট

‎✅২য় দিন প্রোবায়োটিক মাল্টিভিটামিন (A, D, E,
‎ B-complex)

‎✅৩য় দিন প্রোবায়োটিক ভিটামিন + ইলেক্ট্রোলাইট

‎✅৪র্থ দিন কিছু না পরিষ্কার পানি পরিষ্কার পানি রেস্ট ডে

‎✅৫ম দিন ভ্যাকসিন– ভিটামিন C + প্রোবায়োটিক

‎✅৬ষ্ঠ দিন প্রোবায়োটিক ভিটামিন + ইলেক্ট্রোলাইট

‎✅৭ম দিন পরিষ্কার পানি পরিষ্কার পানি
‎---

‎🔄 বিকল্প রুটিন (যদি সংক্রমণের ঝুঁকি বেশি থাকে বা আগে ইনফেকশন হয়ে থাকে):

‎ সকাল বিকাল

‎✅ ১ম দিন গ্লুকোজ / ইলেকট্রোলাইট ভিটামিন সি

‎✅ ২য় দিন অ্যান্টিবায়োটিক পানি
‎(যেমন: Amoxicillin বা Oxyvet

‎✅ ৩য় দিন আবার এন্টিবায়োটিক পানি

‎✅ 8র্থ দিন আবার এন্টিবায়োটিক পানি

‎✅ ৫ম দিন ভ্যাকসিন ভিটামিন C +প্রোবায়োটিক

‎✅৬তম দিন প্রোবায়োটিক মাল্টি ভিটামিন +
‎ ইলেকট্রোলাইট

‎✅ ৭ তম দিন প্রোবায়োটিক মাল্টি ভিটামিন +
‎ ইলেকট্রোলাইট


‎---

বৃষ্টির সিজনে মুরগির জন্য  আলাদা যত্নগুলো নেওয়া উচিত:1. খামার শুকনা ও উঁচু স্থানে রাখুন – পানি জমে যেন না থাকে।2. নিয়মি...
21/06/2025

বৃষ্টির সিজনে মুরগির জন্য আলাদা যত্নগুলো নেওয়া উচিত:

1. খামার শুকনা ও উঁচু স্থানে রাখুন – পানি জমে যেন না থাকে।

2. নিয়মিত পরিষ্কার – ভেজা আবর্জনা ও বিষ্ঠা সরিয়ে ফেলুন।

3. বাতাস চলাচল নিশ্চিত করুন – ভ্যাপসা গরম ও স্যাঁতসেঁতে পরিবেশে রোগ বেশি হয়।

4. শুষ্ক বিছানা দিন – ধানখড়, কুঁড়া বা কাঠের গুঁড়ো ব্যবহার করে শুকনা বিছানা দিন।

5. কৃমি ও ককসিডিওসিস প্রতিরোধ – নিয়মিত ওষুধ (ডিওয়ার্মিং ও ককসিডিওসিস প্রতিরোধক) দিন।

6. পর্যাপ্ত পুষ্টিকর খাবার ও পরিষ্কার পানি দিন – রোগ প্রতিরোধে সহায়তা করে।

7. ঠান্ডা ও সর্দির জন্য প্রস্তুত থাকুন – প্রয়োজন হলে গরম খাবার (ভুট্টা, ভাত) ও হালকা গরম পানি দিন।

ছবিতে মুর*গির বিভিন্ন ধরনের ডা*য়রিয়া (পায়খানা) দেখা যাচ্ছে, প্রতিটি ডায়*রিয়ার রঙ ও ধরন অনুযায়ী মুর*গির বিভিন্ন রোগ...
19/06/2025

ছবিতে মুর*গির বিভিন্ন ধরনের ডা*য়রিয়া (পায়খানা) দেখা যাচ্ছে, প্রতিটি ডায়*রিয়ার রঙ ও ধরন অনুযায়ী মুর*গির বিভিন্ন রোগ এবং তার প্রাকৃতিক চিকিৎসা নিচে বাংলায় উল্লেখ করা হলো:

১️⃣ হলুদ ডা*য়রিয়া (Yellow Diarrhea)
সম্ভাব্য রোগ:
🔸 ফাউল টাইফয়েড বা নিউক্যাসল রোগ

প্রাকৃতিক চিকিৎসা:
🌿 মেথি গুঁড়ো, রসুন ও কালিজিরা মিশিয়ে খাওয়ানো
🌿 গরম পানিতে অল্প পরিমাণ লবণ দিয়ে খাওয়াতে পারেন
🌿 পাতিলেবুর রস ২-৩ ফোঁটা পানিতে মিশিয়ে খাওয়ানো

২️⃣ সবুজ ডা*য়রিয়া (Green Diarrhea)
সম্ভাব্য রোগ:
🔸 রানীক্ষেত (Newcastle Disease)
🔸 খাদ্য হজমের গোলমাল

প্রাকৃতিক চিকিৎসা:
🌿 তুলসি পাতা, রসুন এবং আদার রস মিশিয়ে খাওয়ানো
🌿 পরিষ্কার পানি নিশ্চিত করতে হবে
🌿 খাবারে হালকা ভিনেগার (অ্যাপল সাইডার ভিনেগার) মেশানো

৩️⃣ সাদা ডা*য়রিয়া (White Diarrhea)
সম্ভাব্য রোগ:
🔸 পুলোরাম রোগ (Pullorum Disease)
🔸 ব্যাকটেরিয়াল ইনফেকশন

প্রাকৃতিক চিকিৎসা:
🌿 রসুন ও কালিজিরা মিশিয়ে খাওয়ানো
🌿 ১ লিটার পানিতে ১ চা চামচ মেথি সেদ্ধ করে পান করানো
🌿 পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা অত্যন্ত জরুরি

৪️⃣ লাল/রক্তা*ক্ত ডায়*রিয়া (Red/Bloody Diarrhea)
সম্ভাব্য রোগ:
🔸 ককসিডিওসিস (Coccidiosis)

প্রাকৃতিক চিকিৎসা:
🌿 হলুদ গুঁড়ো + লসুন পেস্ট + মধু মিশিয়ে খাওয়ানো
🌿 কচি পেঁপে ও কলার মোচার রস মিশিয়ে খাওয়ানো
🌿 পানিতে নিমপাতা সেদ্ধ করে মিশিয়ে খাওয়াতে পারেন

৫️⃣ পানিযুক্ত ডায়রিয়া (Watery Diarrhea)
সম্ভাব্য রোগ:
🔸 পানির অতিরিক্ত খাওয়া, গরম আবহাওয়া, ভাইরাস সংক্রমণ

প্রাকৃতিক চিকিৎসা:
🌿 ভাতের মাড় ও ইসবগুলের ভুসি মিশিয়ে খাওয়ানো
🌿 সাদা চালের খৈ ভেজে গুঁড়ো করে মিশিয়ে খাওয়ানো
🌿 পানিতে হালকা লবণ ও গুড় মিশিয়ে খাওয়ানো

৬️⃣ ফেনাযুক্ত পানিযুক্ত ডায়রিয়া (Watery/Foamy Diarrhea)
সম্ভাব্য রোগ:
🔸 অন্ত্রের সংক্রমণ, পরজীবী সংক্রমণ

প্রাকৃতিক চিকিৎসা:
🌿 কাঁচা হলুদ, আদা ও তুলসি পাতার রস মিশিয়ে খাওয়ানো
🌿 পরজীবী দূর করতে কালিজিরা ও পেঁয়াজ রস উপকারী
🌿 সপ্তাহে একবার রসুন পানি খাওয়ানো যেতে পারে

❗ বিশেষ পরামর্শ:
মুর*গির পায়খা*নার রঙ দেখে রোগ শনাক্ত করার পর যত দ্রুত সম্ভব ব্যবস্থা নিন। যদি প্রাকৃতিক চিকিৎসায় উপকার না হয়, পশু চিকিৎসকের পরামর্শ নিন।
পরিষ্কার পানি, স্বাস্থ্যকর খাদ্য এবং বাসস্থানের পরিচ্ছন্নতা নিশ্চিত করুন🤝

👩‍🌾

🌿🐔 দেশি মুরগি ও হাসের খামার – প্রাকৃতিক উপায়ে স্বাস্থ্যকর খাবার! 🐔🌿আমাদের খামারে লালন-পালন করা হয় একদম দেশি, প্রাকৃতিকভ...
16/06/2025

🌿🐔 দেশি মুরগি ও হাসের খামার – প্রাকৃতিক উপায়ে স্বাস্থ্যকর খাবার! 🐔🌿

আমাদের খামারে লালন-পালন করা হয় একদম দেশি, প্রাকৃতিকভাবে বড় হওয়া মুরগি ও হাস ।
❌ কোনো কৃত্রিম খাবার নয়
❌ কোনো ইনজেকশন বা কেমিক্যাল নয়
✅ শুধু ভালবাসা আর যত্নে বড় হওয়া মুরগি

আপনার পরিবারের জন্য খাঁটি ও নিরাপদ প্রোটিন এখন সহজেই পেতে পারেন আমাদের কাছ থেকে।
📦 হোম ডেলিভারি সুবিধা
📞 অর্ডার করতে ইনবক্সে যোগাযোগ করুন
📍 অবস্থান: [রাজশাহী নাটোর ]

স্বাস্থ্য থাকুক প্রাকৃতিক, খাবার হোক দেশি!
লাইক, শেয়ার ও ফলো করুন আমাদের খামার পেজটি – আপনার সাপোর্টই আমাদের অনুপ্রেরণা ❤️

এক মাস বয়সি কিছু ফাওমি মুরগীর বাচ্চা লাগবে,নোয়াখালীর মধ্যে  কারো কাছে থাকলে জানাবেন।
15/06/2025

এক মাস বয়সি কিছু ফাওমি মুরগীর বাচ্চা লাগবে,নোয়াখালীর মধ্যে কারো কাছে থাকলে জানাবেন।

15/06/2025

যার অর্থ আর সম্মান বেশি,,তার পিছনে হিংসা আর শত্রু বেশি।

15/06/2025

শীতকালে দেখি অনেকেই দেখি কম্বল বিতরণ করে তাহলে গরম কালে এসি বিতরণ করে না কে ?

🟠 রানিং ডিম পাড়া মুরগী চর্বি জমার কারণে ডিম বন্ধ? জেনে নিন করণীয়! 🟠অনেক সময় দেখা যায়, ভালোভাবে ডিম দেওয়া মুরগী হঠাৎ ডিম ...
15/06/2025

🟠 রানিং ডিম পাড়া মুরগী চর্বি জমার কারণে ডিম বন্ধ? জেনে নিন করণীয়! 🟠

অনেক সময় দেখা যায়, ভালোভাবে ডিম দেওয়া মুরগী হঠাৎ ডিম দেওয়া বন্ধ করে দেয়। পর্যবেক্ষণে বোঝা যায় মুরগীর শরীরে অতিরিক্ত চর্বি জমে গেছে। এতে ওভারিতে চাপে পড়ে ডিম উৎপাদন বন্ধ হয়ে যেতে পারে।

✅ সমস্যার কারণ:

অতিরিক্ত শক্তি/তেলসমৃদ্ধ খাবার

পর্যাপ্ত চলাফেরার সুযোগ না থাকা

ফিড ব্যবস্থাপনায় ভারসাম্যহীনতা

🔧 সমাধান ও করণীয়:

1. 🥗 ফিড পরিবর্তন করুন:

প্রোটিন ও মিনারেল সমৃদ্ধ ব্যালান্সড লেয়ার ফিড ব্যবহার করুন।

কার্বোহাইড্রেট (ভুট্টা, চালের কুঁড়া) কমিয়ে দিন।

তেল-চর্বিযুক্ত খাবার (বিশেষ করে ফ্যাট) বন্ধ করুন।

2. 🐔 মুরগিকে হাঁটার সুযোগ দিন:

হাঁটাহাঁটি বা খোলা জায়গায় ছেড়ে দিন যাতে শরীরচর্চা হয়।

প্রয়োজন হলে মুরগির খাঁচার সাইজ বাড়ান।

3. 🧂 অতিরিক্ত মিনারেল ও ভিটামিন দিন:

ক্যালসিয়াম, ভিটামিন D3 ও লিভার টনিক সাপ্লিমেন্ট দিতে পারেন (পশু চিকিৎসকের পরামর্শ অনুযায়ী)।

4. ⏳ ধৈর্য ধরুন:

চর্বি কমে গেলে ধীরে ধীরে ডিম দেওয়া শুরু করবে।

⚠️ মনে রাখবেন:
চর্বি বেশি জমে গেলে মুরগীর শরীরে নানা জটিলতা দেখা দিতে পারে। তাই সময়মতো ব্যবস্থা নিন।

📌 পরামর্শ: প্রয়োজনে পশু চিকিৎসকের পরামর্শ নিন।

13/06/2025

Address

Noakhali
Sonapur
3802

Telephone

+8801756363668

Website

Alerts

Be the first to know and let us send you an email when Arian Agro Farm posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Arian Agro Farm:

Share