Arif etc

Arif etc ভালো থাকার জন্য ভালো কিছু করতে হবে।
(41)

ভালোবাসার প্রতিকের সামনে দাঁড়ালেই কি ভালোবাসা দেখানো যায়। ভালোবাসা দেখানোর বিষয় না বা বার বার বলার ও কিছু নাই শুধু নি...
03/09/2025

ভালোবাসার প্রতিকের সামনে দাঁড়ালেই কি ভালোবাসা দেখানো যায়।
ভালোবাসা দেখানোর বিষয় না বা বার বার বলার ও কিছু নাই
শুধু নিজেই অনুভব করে দেখো ঠিকই বুঝবা।

(আসুন সবাই সবার পেজটাকে ভালোবাসা দিয়ে বড় করি।)

গোধূলির আকাশে সাঁঝের পাখিরা নেই আসে না অজানা অভিমান।
31/08/2025

গোধূলির আকাশে সাঁঝের পাখিরা নেই
আসে না অজানা অভিমান।


সমালোচনা করবেন ভালো কথা সেটার অবশ্যই দরকার আছে কিন্তু সমালোচনার করার আগে দুইটা পরামর্শ তো দিবেন। পরামর্শ না দিয়ে সমালোচ...
23/08/2025

সমালোচনা করবেন ভালো কথা সেটার অবশ্যই দরকার আছে কিন্তু সমালোচনার করার আগে দুইটা পরামর্শ তো দিবেন। পরামর্শ না দিয়ে সমালোচনা করলে বাঁশ খাইবেন নিশ্চিত থাকেন।
ভুলতো হবেই কিন্তু কথা হচ্ছে ভুল থেকে আমি নতুন কিছু শিখছি কি না?
ভুল থেকে যদি কিছুই শিখতে না পারি তাহলে হারিয়ে যেতে সময় লাগবে না।

ছোট বইনে সুন্দর করে সাজবে কিন্তু ছবি তুলবে না তাই জোর করে ছবি তোলাতে কেমন পোজ দিলো দেখেন আপনারাই ।
21/08/2025

ছোট বইনে সুন্দর করে সাজবে কিন্তু ছবি তুলবে না তাই জোর করে ছবি তোলাতে কেমন পোজ দিলো দেখেন আপনারাই ।

মানুষ হয়ে জন্ম নেওয়া এক বিষয় আর মানুষ হিসেবে মরে যাওয়া আরেক বিষয়। মানুষ হিসেবে জন্ম নিলেও আমি সেই মানুষ হওয়ার জন্য...
16/08/2025

মানুষ হয়ে জন্ম নেওয়া এক বিষয় আর মানুষ হিসেবে মরে যাওয়া আরেক বিষয়।
মানুষ হিসেবে জন্ম নিলেও আমি সেই মানুষ হওয়ার জন্য সর্বদা চর্চা করে যাচ্ছি এবং মৃত্যুর আগ পর্যন্ত করে যাবো
আল্লাহ ভরসা।
তেমনি ভাবে দেশের নাগরিক হওয়া একটা বিষয় আর সুনাগরিক হিসেবে নিজেকে প্রমান করা আরেক টি বিষয়।
নাগরিক হওয়া অনেক সহজ কিন্তু সুনাগরিক হওয়া এতো সহজ না ভাইয়া ।
আমি সর্বদা আমার নাগরিক দায়িত্ব পালনের চর্চা করে যাবো বাদ বাকি আল্লাহ ভরসা।

15/08/2025

✅ বিডি ক্লিন সোনারগাঁওয়ে তারুণ্যের পরিচ্ছন্ন বার্তা ছড়িয়ে পড়ুক আপনার হৃদয়ে। আসুন, একটি ময়লা ও যত্রতত্র নয়।
আসুন সবাই নির্দিষ্ট জায়গায় ময়লা ফেলার অভ্যাস গড়ে তুলি।

#বিডিক্লিন
#বিডিক্লিননারায়ণগঞ্জ #পরিচ্ছন্নবাংলাদেশেরস্বপ্ন #পরিচ্ছন্নতাশুরুহোকআমারথেকে

বউকে বললাম এই প্রকৃতির থেকেও তুমি বেশি সুন্দর।বউ বিশ্বাস করলো কি না জানিনা শুধু মিষ্টি হেসে বললো তোমার মুখ থেকে কখনোই মি...
13/08/2025

বউকে বললাম এই প্রকৃতির থেকেও তুমি বেশি সুন্দর।
বউ বিশ্বাস করলো কি না জানিনা
শুধু মিষ্টি হেসে বললো তোমার মুখ থেকে কখনোই মিথ্যা কথা শুনিনি আমি।
Love❤️❤️❤️❤️❤️❤️
Ratna's World

ইভেন্ট শেষে সবাই হাসিমুখে।
09/08/2025

ইভেন্ট শেষে সবাই হাসিমুখে।

এখনো গরম গরম আছে কিন্তু।কার কার পছন্দ চলে আসেন জলদি।🙂🙂
09/08/2025

এখনো গরম গরম আছে কিন্তু।
কার কার পছন্দ চলে আসেন জলদি।
🙂🙂

এই সবুজ লাল টি শার্ট কার কার পছন্দ বলেন?এইটা শুধুমাত্র টি শার্ট না এইটা একটা ব্র্যান্ড একটা আবেগ।
09/08/2025

এই সবুজ লাল টি শার্ট কার কার পছন্দ বলেন?
এইটা শুধুমাত্র টি শার্ট না এইটা একটা ব্র্যান্ড একটা আবেগ।

একটা টিম, একটা পরিবার, একটা বন্ধন, একটা আবেগ।ভালোবাসা অবিরাম সবার জন্য।
08/08/2025

একটা টিম, একটা পরিবার, একটা বন্ধন, একটা আবেগ।
ভালোবাসা অবিরাম সবার জন্য।

❝সুন্দর মন আছে যার, সে থাকে পরিষ্কার❞সোনারগাঁ পৌরসভার লালের বাড়ি (২নং ওয়ার্ড) এলাকা সুস্থ, সুন্দর ও পরিচ্ছন্ন রাখতে বিডি...
08/08/2025

❝সুন্দর মন আছে যার, সে থাকে পরিষ্কার❞

সোনারগাঁ পৌরসভার লালের বাড়ি (২নং ওয়ার্ড) এলাকা সুস্থ, সুন্দর ও পরিচ্ছন্ন রাখতে বিডি ক্লিন সোনারগাঁও পরিচ্ছন্ন কার্যক্রম সম্পন্ন হয়েছে।

❝সুন্দর মনের পরিচয় দিন, ব্যবহার করুন ডাষ্টবিন❞ এই স্লোগানে এলাকা ও আশেপাশের মানুষের মধ্যে পরিচ্ছন্নতার বার্তা ছড়িয়ে দেয়া হয়েছে। এসময় একঝাঁক সুন্দর মনের মানুষের উপস্থিতি আমাদের কে অনুপ্রানিত করেছে। আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞ। সবসময় পাশে থাকলে একটি সুন্দর সোনারগাঁ গড়ার স্বপ্ন বাস্তবে রূপান্তরিত করা সময়ের ব্যাপার মাত্র।

#বিডিক্লিনসোনারগাঁও
#বিডিক্লিন #পরিচ্ছন্নবাংলাদেশেরস্বপ্ন

#পরিচ্ছন্নতাশুরুহোকআমারথেকে
#সচেতনতা

Address

Kamargaon
Sonargaon
1441

Alerts

Be the first to know and let us send you an email when Arif etc posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Arif etc:

Share