08/08/2025
❝সুন্দর মন আছে যার, সে থাকে পরিষ্কার❞
সোনারগাঁ পৌরসভার লালের বাড়ি (২নং ওয়ার্ড) এলাকা সুস্থ, সুন্দর ও পরিচ্ছন্ন রাখতে বিডি ক্লিন সোনারগাঁও পরিচ্ছন্ন কার্যক্রম সম্পন্ন হয়েছে।
❝সুন্দর মনের পরিচয় দিন, ব্যবহার করুন ডাষ্টবিন❞ এই স্লোগানে এলাকা ও আশেপাশের মানুষের মধ্যে পরিচ্ছন্নতার বার্তা ছড়িয়ে দেয়া হয়েছে। এসময় একঝাঁক সুন্দর মনের মানুষের উপস্থিতি আমাদের কে অনুপ্রানিত করেছে। আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞ। সবসময় পাশে থাকলে একটি সুন্দর সোনারগাঁ গড়ার স্বপ্ন বাস্তবে রূপান্তরিত করা সময়ের ব্যাপার মাত্র।
#বিডিক্লিনসোনারগাঁও
#বিডিক্লিন #পরিচ্ছন্নবাংলাদেশেরস্বপ্ন
#পরিচ্ছন্নতাশুরুহোকআমারথেকে
#সচেতনতা