Bou Rani’s Voice

Bou Rani’s Voice 🎙️ The voice of a silent fighter.
💛 Emotions from inside the home and heart.
🕯️ Real, raw, and relatable – from one Bou-Rani to another.

দিন দিন জীবন থেকে হাসিটা চলে যাচ্ছে 🥺🥺
21/09/2025

দিন দিন জীবন থেকে হাসিটা চলে যাচ্ছে 🥺🥺

হে আল্লাহ আমি তো কখনও আপনার কাছে বাড়ি গাড়ি কিছুই চাই নি চেয়েছিলাম একটা সুন্দর  সংসার  আর সুস্থ সন্তান ।  আমাকে তো কোনোটা...
20/09/2025

হে আল্লাহ আমি তো কখনও আপনার কাছে বাড়ি গাড়ি কিছুই চাই নি চেয়েছিলাম একটা সুন্দর সংসার আর সুস্থ সন্তান । আমাকে তো কোনোটাই দিলেন না। 😭😭😭😭

20/09/2025

আই কন্ট্রাক বানানোর জন্য বাচ্চাদেরকে এসব একটিভিটি দিতে পারেন

আমার মনটা ভালো নেই 🥺🥺🥺জানি না কস্টের সময়গুলো কবে পার হবে🥺এই আড়াই বছর  সময়টা খুব কঠিন ছিলো তখন শুধু ভাবতাম  বাবাটা একটু ব...
19/09/2025

আমার মনটা ভালো নেই 🥺🥺🥺
জানি না কস্টের সময়গুলো কবে পার হবে🥺
এই আড়াই বছর সময়টা খুব কঠিন ছিলো তখন শুধু ভাবতাম বাবাটা একটু বড় হোক আমার কস্ট কমে যাবে কিন্তু আমি বুজতে পারি নি আমার জন্য বড় কস্ট অপেক্ষা করছে । আমার এই সময় কেউ আমার পাশে নেই। জীবন বড় কঠিন। সবাই দোয়া করবেন । আল্লাহ যেনো আমাকে একটু ধৈর্য্য দেয়। আমি ক্লান্ত।।।

আল্লাহ আমি কোনদিন  ইচ্ছা  করি একটা মশা, পিপড়া মারি নাই তার পরিবারের কথা চিন্তা করে। তাহলে আমার পরিবার টা এমন কেনো করলেন ...
19/09/2025

আল্লাহ আমি কোনদিন ইচ্ছা করি একটা মশা, পিপড়া মারি নাই তার পরিবারের কথা চিন্তা করে। তাহলে আমার পরিবার টা এমন কেনো করলেন আল্লাহ। আমি ধৈর্য্য ধরতে পারছি না। আমার কাছে আপনি সবচেয়ে বড় চিকিৎসক। 🥺🥺😭😭😭😭

18/09/2025

ভাগ্যের খেলায় কি আমি হেরে গেলাম 🥺🥺

17/09/2025

সবাই একটু দোয়া করবেন 🥺🥺🥺

"ভালোবাসা মানে শুধু বলা নয়, বোঝার নামও ভালোবাসা।যার মনে সত্যিকারের ভালোবাসা থাকে, সে কখনো কষ্ট দিতে চায় না।ভালোবাসা যত্ন...
17/09/2025

"ভালোবাসা মানে শুধু বলা নয়, বোঝার নামও ভালোবাসা।
যার মনে সত্যিকারের ভালোবাসা থাকে, সে কখনো কষ্ট দিতে চায় না।
ভালোবাসা যত্নে বেড়ে ওঠে, অবহেলায় মরে যায়।
স্বার্থের জন্য নয়, নিঃস্বার্থ হৃদয়ে জন্মায় সত্যিকারের ভালোবাসা।
কারণ ভালোবাসা হচ্ছে দুইটা আত্মার একসাথে বেঁচে থাকার অনুভূতি।"

শুভ সকাল 🌸হাসি আর শান্তিতে কাটুক আপনার দিনটা ✨
16/09/2025

শুভ সকাল 🌸
হাসি আর শান্তিতে কাটুক আপনার দিনটা ✨

"সব সময় ভালো লাগবে না,সব দিন সমান রঙিনও না।তবুও ভোর আসবে, আলো আসবে—আর সেদিন তুমি হাসবে।"
15/09/2025

"সব সময় ভালো লাগবে না,
সব দিন সমান রঙিনও না।
তবুও ভোর আসবে, আলো আসবে—
আর সেদিন তুমি হাসবে।"

হে আমার প্রতিপালক আল্লাহ  আপনি আমাকে পথ দেখান 🥺 জীবনকে সহজ করে দেন।
14/09/2025

হে আমার প্রতিপালক আল্লাহ আপনি আমাকে পথ দেখান 🥺 জীবনকে সহজ করে দেন।

"ভালোবাসা মানে শুধু মুখে বলা নয়,ভালোবাসা মানে নিঃশব্দে পাশে থাকা।এটা কোনো দাবি নয়, বরং অশেষ অনুভূতি—যা হৃদয়কে শান্তি দেয়...
14/09/2025

"ভালোবাসা মানে শুধু মুখে বলা নয়,
ভালোবাসা মানে নিঃশব্দে পাশে থাকা।
এটা কোনো দাবি নয়, বরং অশেষ অনুভূতি—
যা হৃদয়কে শান্তি দেয়, জীবনে আলো ছড়ায়।" 💖

Address

Sonargaon

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bou Rani’s Voice posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share