Nadira Nishat

Nadira Nishat আসসালামু আলাইকুম।
(7)

ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন। সামান্য একটু ভুলের কারণে অকালে মৃত্যু বরণ. উওর লক্ষীপুর মধ্যম পাড়াঅদুদ মেম্বার ...
13/09/2025

ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন।
সামান্য একটু ভুলের কারণে অকালে মৃত্যু বরণ.

উওর লক্ষীপুর মধ্যম পাড়া
অদুদ মেম্বার বাড়ী নিবাসী, সুলতান মামুর ২য় ছেলে মো:আলাআমিন হোসেন
কিছুক্ষণ আগে বাড়ীর পাশে ডোবা থেকে মোটর দিয়ে মাছ ধরা শেষে,

ঘরে ডাক দিয়ে বলছে লাইন টা খোলার জন্য খুলতে একটু লেইট হয়েছে।
যদি আবার ডাক দিয়ে বলতো লাইনটা খুলছেননি,
যদি জিজ্ঞেস করত,
তাহলে আর দুর্ঘটনা টা হত না।
এই দিগ দিয়ে আলাআমিন যখন মোটর থেকে তারের জয়েন্ট খুলতে যায় তখন লাইনে বিদ্যুৎ ছিলো আবার বৃষ্টি।বিদ্যুৎতিক শর্টে ইন্তেকাল করিয়াছেন।

মাশাআল্লাহ  শুভ সন্ধ্যা। নিজের গাছের উচ্ছে। সবাই মাশাআল্লাহ বলেন।
12/09/2025

মাশাআল্লাহ শুভ সন্ধ্যা। নিজের গাছের উচ্ছে। সবাই মাশাআল্লাহ বলেন।

আহারে কার বুকের মানিক জানি 😩 বাচ্চারা এতো এতোওও দুস্টু হয়, যে কখন জানি চোখের আড়াল হলেই একটা দুর্ঘটনা ঘটিয়ে ফেলে 🤦‍♀️বেশী...
10/09/2025

আহারে কার বুকের মানিক জানি 😩 বাচ্চারা এতো এতোওও দুস্টু হয়, যে কখন জানি চোখের আড়াল হলেই একটা দুর্ঘটনা ঘটিয়ে ফেলে 🤦‍♀️

বেশী বেশী করে শেয়ার দেয়ার অনুরোধ রইলো😔⚠️

এই বাচ্চাটিকে ঢাকার উত্তরা তে ১৪ নম্বর সেক্টর এর সামনে থেকে পাওয়া গেছে।
উত্তরাতে ১৪-নাম্বার সেক্টর কল্যাণ সমিতির অফিসে বাচ্চাটি আছে।
কারো যদি পরিচিত হয়ে থাকে বাচ্চাটি, পিতা-মাতাকে জানাবেন প্লিজ । আর উপযুক্ত প্রমাণ - সহ বাচ্চাটিকে নিয়ে যাবেন দয়া করে 😟

রাত যত গভীর হয় প্রভাত তত নিকটে আসে। দুঃখ যত বেশি হয় সুখ তত তাড়াতাড়ি আসে....এই কথাটা সত্যতা পাচ্ছিনা সবার কাছে দোয়া প...
07/09/2025

রাত যত গভীর হয় প্রভাত তত নিকটে আসে। দুঃখ যত বেশি হয় সুখ তত তাড়াতাড়ি আসে....এই কথাটা সত্যতা পাচ্ছিনা সবার কাছে দোয়া প্রার্থী.

আল্লাহ আপনি রহম করেন। আল্লাহ একমাত্র রিজিকদাতা ও পালনকর্তা পরম করুণাময় দয়ালু। আপনার হুকুম ছাড়া আপনার দয়া ছাড়া আমি ক...
07/09/2025

আল্লাহ আপনি রহম করেন। আল্লাহ একমাত্র রিজিকদাতা ও পালনকর্তা পরম করুণাময় দয়ালু। আপনার হুকুম ছাড়া আপনার দয়া ছাড়া আমি কিছুই না আল্লাহ আপনি দয়া করেন রহম করেন। আমিন।

কত শত জীবন হারিয়ে যায় শুধুমাত্র আপনজনদের অবহেলার কারণে। ভালো থাকুক পৃথিবীর সকল ভালবাসার মানুষেরা
06/09/2025

কত শত জীবন হারিয়ে যায় শুধুমাত্র আপনজনদের অবহেলার কারণে। ভালো থাকুক পৃথিবীর সকল ভালবাসার মানুষেরা

05/09/2025

পৃথিবীতে যে মানুষ সবার কাছে ভালো থাকে তার মধ্যে ঘাপলা আছে। সে হচ্ছে দুই চেহারার মানুষ কখনো কারো জন্য স্ট্যান্ড নেয় না। আমার কাছে তোমার তোমার কাছে আমার দোষ।

04/09/2025

শুভ সন্ধ্যা

মানুষ পাওয়ার আগে যতটা যত্ন করে ভালোবাসা  দেখায়... পাওয়ার পর...  তার থেকে বেশি অবহেলা করে..💔❤️‍🩹
02/09/2025

মানুষ পাওয়ার আগে যতটা যত্ন করে ভালোবাসা দেখায়...
পাওয়ার পর... তার থেকে বেশি অবহেলা করে..💔❤️‍🩹

আসসালামু আলাইকুম। প্রিয় ভাই ও বোনেরা সবাই কেমন আছেন???
02/09/2025

আসসালামু আলাইকুম। প্রিয় ভাই ও বোনেরা সবাই কেমন আছেন???

Address

Sonargaon

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nadira Nishat posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category