Nadira Nishat

Nadira Nishat আসসালামু আলাইকুম।
(7)

ভুলটা বুঝতে অনেক দেরি করে ফেলেছি 💔
13/12/2025

ভুলটা বুঝতে অনেক দেরি করে ফেলেছি 💔

মেয়ে মানুষের দীর্ঘ জীবনের কোন প্রয়োজন নেই। মরে গিয়ে বেঁচে থাকার চাইতে বাঁচার মত বেঁচে মরে যাওয়াই ভালো 💔💔
12/12/2025

মেয়ে মানুষের দীর্ঘ জীবনের কোন প্রয়োজন নেই। মরে গিয়ে বেঁচে থাকার চাইতে বাঁচার মত বেঁচে মরে যাওয়াই ভালো 💔💔

11/12/2025
05/12/2025

জীবনের সাথে যুদ্ধ করতে করতে মনে হচ্ছে হেরে যাচ্ছি।💔💔
ঘুরছি এক বিশাল গোলকধাঁধায়
ঘুরেফিরে সেই একই জায়গায় আছি।

নিজেকে পরিবর্তন করতে কখনো লজ্জা পেয়ো না কেননা পরিবর্তন দিয়েই  সফলতা শুরু হয়।
04/12/2025

নিজেকে পরিবর্তন করতে কখনো লজ্জা পেয়ো না
কেননা পরিবর্তন দিয়েই সফলতা শুরু হয়।

লোকে কিন্তু অনেক কথাই বলবে তাই বলে এই শীতে লোকের কথা গায়ে মাখতে যেও না তাহলে কিন্তু ত্বক  ফেটে রক্ত বের হবে। লোশন না হয...
03/12/2025

লোকে কিন্তু অনেক কথাই বলবে তাই বলে এই শীতে লোকের কথা গায়ে মাখতে যেও না তাহলে কিন্তু ত্বক ফেটে রক্ত বের হবে। লোশন না হয় অলিভ অয়েল লাগাবে তাহলেই ত্বক সুন্দর ও মসৃণ থাকবে।

কোটিপতি হওয়ার সাথে সাথে মানুষের মন মানসিকতা ও ছোট হয়ে যায় মানুষের  এর প্রতি ভালোবাসা কমে যায় কারণ একটাই অহংকার তাদের...
30/11/2025

কোটিপতি হওয়ার সাথে সাথে মানুষের মন মানসিকতা ও ছোট হয়ে যায় মানুষের এর প্রতি ভালোবাসা কমে যায় কারণ একটাই অহংকার তাদের প্রচন্ড রকমের অহংকার বেড়ে যায়। টাকা বাড়ার সাথে সাথে হাত ছোট হতে থাকে কাউকে এক টাকা দিলেও তাদের যেমন গা জ্বলে যায় কিন্তুতারা নিজ হাতে কত টাকা অপচয় করছে আল্লাহ তাদেরকে যথেষ্ট দিয়েছে তারা এটা ভুলে যায় যে তাদেরকে দিয়েছে শুধু তাদের ভোগ করার জন্য না আশেপাশের মানুষদেরকেও দেখতে হবে খবর নিতে হবে। আল্লাহ সবাইকে সঠিক বুঝ দান করুন।

তোমার বাচ্চাটা তোমার কাছে যতটা আদরে আমার বাচ্চাও ঠিক আমার কাছে ততটাই আদরের ততটাই স্পেশাল। তোমার বাচ্চা যখন আমার বাচ্চার ...
29/11/2025

তোমার বাচ্চাটা তোমার কাছে যতটা আদরে আমার বাচ্চাও ঠিক আমার কাছে ততটাই আদরের ততটাই স্পেশাল। তোমার বাচ্চা যখন আমার বাচ্চার কোন খেলনা বা কোন কিছু নষ্ট করে তখন তোমার আনন্দ লাগে হাসি দাও তোমার কাছে কিছুই মনে হয় না আর আর আমার বাচ্চা তোমার বাচ্চার কোন কিছু ধরলেই তোমার গা জ্বালা করে ওঠে এটা ঠিক না তোমার বাচ্চারা তোমার কাছে যতটা স্পেশাল আমার বাচ্চাটাও আমার কাছে ঠিক ততটাই স্পেশাল। শুধু নিজেরটা বোঝাবাদ দিয়ে সবার দিকটা চিন্তা করো।আল্লাহ সবাইকে হেদায়েত করুন

দুর্বলতা প্রকাশ করা যাবে না সব সময় সিনা টান করে চলতে  হয় না হয় সবাই পেয়ে বসে সিনা টান করে বের হলে সবাই ভয় পায়।কেউ ঠ...
27/11/2025

দুর্বলতা প্রকাশ করা যাবে না সব সময় সিনা টান করে চলতে হয় না হয় সবাই পেয়ে বসে সিনা টান করে বের হলে সবাই ভয় পায়।কেউ ঠকানোর আগে দশবার ভাবে প্রতারণা করার আগে ভেবে চিন্তে আসে

সিজনের জ্বর ঠান্ডা এখন ভয় ই লাগে। আল্লাহ সবাইকে হেফাজত করুন।
25/11/2025

সিজনের জ্বর ঠান্ডা এখন ভয় ই লাগে। আল্লাহ সবাইকে হেফাজত করুন।

আহা জীবন!!! তারা কি জানতো যে  মাংস কিনতে গেলে আর ঘরে ফেরা হবেনা মাংস খাওয়া হবে না শুক্রবারটা আনন্দের সাথে কাটানো হবে না...
21/11/2025

আহা জীবন!!! তারা কি জানতো যে মাংস কিনতে গেলে আর ঘরে ফেরা হবেনা মাংস খাওয়া হবে না শুক্রবারটা আনন্দের সাথে কাটানো হবে না 💔💔

সবাই সাপোর্ট করে বাংলাদেশের নাম উজ্জ্বল করুন
19/11/2025

সবাই সাপোর্ট করে বাংলাদেশের নাম উজ্জ্বল করুন

Address

Sonargaon

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nadira Nishat posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category