
13/09/2025
ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন।
সামান্য একটু ভুলের কারণে অকালে মৃত্যু বরণ.
উওর লক্ষীপুর মধ্যম পাড়া
অদুদ মেম্বার বাড়ী নিবাসী, সুলতান মামুর ২য় ছেলে মো:আলাআমিন হোসেন
কিছুক্ষণ আগে বাড়ীর পাশে ডোবা থেকে মোটর দিয়ে মাছ ধরা শেষে,
ঘরে ডাক দিয়ে বলছে লাইন টা খোলার জন্য খুলতে একটু লেইট হয়েছে।
যদি আবার ডাক দিয়ে বলতো লাইনটা খুলছেননি,
যদি জিজ্ঞেস করত,
তাহলে আর দুর্ঘটনা টা হত না।
এই দিগ দিয়ে আলাআমিন যখন মোটর থেকে তারের জয়েন্ট খুলতে যায় তখন লাইনে বিদ্যুৎ ছিলো আবার বৃষ্টি।বিদ্যুৎতিক শর্টে ইন্তেকাল করিয়াছেন।