Miraz Hossen Vlogs

Miraz Hossen Vlogs আলহামদুলিল্লাহ
(1)

শরীরে কত % পোড়া গেছে, এইটা হিসাব করা হয় Rule of 9 দিয়ে,  ধরুন, এক হাতের দুই পাশে পোড়া যাওয়া  মানে ৯% বার্ণএকটা পা পুড়ে য...
22/07/2025

শরীরে কত % পোড়া গেছে, এইটা হিসাব করা হয় Rule of 9 দিয়ে, ধরুন,
এক হাতের দুই পাশে পোড়া যাওয়া মানে ৯% বার্ণ

একটা পা পুড়ে যাওয়া মানে ১৮%, প্রতিপাশে ৯% করে।
practical approach হিসাব করলে দেখা যায়, কারো যদি ৪০% পুড়ে যায়, তাহলে তার মৃত্যুর রিস্ক ৯০% হয়ে যায়, প্রথম কয়েকদিন সুস্থ সাবলীল ভাবে কথা বললেও পরে dehydration +sepsis হয়ে মারা যায় , এই হিসাবে আজকে যারা হাসপাতালে ভর্তি হয়েছে, এদের মধ্যে প্রায় ৯০% মৃত্যু পথের যাত্রী-- চিকিৎসা দিয়ে হয়তো ৪-৫ দিন সাময়ীক সান্ত্বনা দেওয়া হবে, কিন্ত প্রতিদিন নিউজে ২-৩ জনের মৃত্যুর খবর আসবে, মহান আল্লাহ প্রতিটি পরিবারকে ওনার কুদরতি ভাবে মনোবল শক্ত করার তাওফিক দান করুন--🤲

আহা,ছোট্ট জীবন।তৌকির ইসলামের পরিবারে সকালটা শুরু হয়েছিল হাসি-আনন্দের মধ্য দিয়ে। সফল উড্ডয়ন শেষে প্রিয়তমা স্ত্রীর সঙ্গে স...
21/07/2025

আহা,ছোট্ট জীবন।

তৌকির ইসলামের পরিবারে সকালটা শুরু হয়েছিল হাসি-আনন্দের মধ্য দিয়ে। সফল উড্ডয়ন শেষে প্রিয়তমা স্ত্রীর সঙ্গে সন্ধ্যাটা হতে পারত আরও উল্লাসের, উচ্ছ্বাসের৷ কিন্তু তার আগে দুপুরেই সব শেষ। সঙ্গে বিয়ের মাত্র ছয় মাসেই শেষ হয়ে গেল দুজনার রঙিন,সাজানো জীবন, গল্প বলা জীবন ।

তৌকিরের আত্মার শান্তির কামনা করি। প্রিয়তমা স্ত্রী যেন স্বামীর শোক কাটিয়ে উঠতে পারে,আল্লাহর কাছে সেই প্রার্থনা।

21/07/2025

সামান্য চুলার আগুনের আঁচটাও লাগতে না দেয়া বুকের মানিক গুলোর কি অবস্থা..
আল্লাহ সবাইকে সহ্য করার ক্ষমতা দাও!

21/07/2025

বিধ্বস্ত হওয়া বিমানটি ১৯৬৬ সালের চাইনিজ রেপ্লিকা। বিভিন্ন দেশ ২০-৩০ বছর আগে এগুলো ব্যবহার বন্ধ করেছে। বাংলাদেশ ভাঙারি নিয়েই চলছে।

আজকে পুলিশের সাহসের কথা বাদ দেন। সাহস তো ২দিন আগেই একজন দেখিয়ে ফেলছে।ডেকোরেটর মালিককে আমার বিনম্র শ্রদ্ধা। যে কনফার্ম গ...
16/07/2025

আজকে পুলিশের সাহসের কথা বাদ দেন। সাহস তো ২দিন আগেই একজন দেখিয়ে ফেলছে।
ডেকোরেটর মালিককে আমার বিনম্র শ্রদ্ধা। যে কনফার্ম গেঞ্জাম হবে জেনেও চেয়ার ভাড়া দিছে।
🙂

04/07/2025

সমুদ্র❣️

26/06/2025

অতীতের ভুল। বর্তমান সংকট। ভবিষ্যৎ পরিকল্পনা।

কাউকে বলবে না !

একটা বিষয় পরিস্কারশেষ ১০০ বছরে 'ইসলামি ব্র্যান্ড' সম্মানজনক, শ্রদ্ধার জায়গায় রাখায়এককভাবে সবচেয়ে বেশি অবদান যারতিনি এই এ...
24/06/2025

একটা বিষয় পরিস্কার

শেষ ১০০ বছরে 'ইসলামি ব্র্যান্ড'
সম্মানজনক, শ্রদ্ধার জায়গায় রাখায়
এককভাবে সবচেয়ে বেশি অবদান যার
তিনি এই একজন...

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর, ইরানই একমাত্র দেশ যারা দু’বার আমেরিকাকে টার্গেট করে বোমাবর্ষণ করেছে।
24/06/2025

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর, ইরানই একমাত্র দেশ যারা দু’বার আমেরিকাকে টার্গেট করে বোমাবর্ষণ করেছে।

23/06/2025

🟥 ব্রেকিং 🟥

''আমেরিকার হামলার পর ইরান পাল্টা জবাব দেবে—এটা ট্রাম্প প্রশাসনের জানা ছিল। কিন্তু ট্রাম্প এখন আর নতুন করে যুদ্ধ চায় না। তিনি জানেন, আরেক ধাপ এগোলে পুরো মধ্যপ্রাচ্য আগুনে পুড়ে যাবে।''

-সিএনএন

23/06/2025

ঘাটিতে হিটে কি ক্ষতি আমেরিকার, তার চাইতে বড় প্রশ্ন হচ্ছে আমেরিকার ঘাটিতে হিট করার সাহস কার আছে? কেউ জীবনে করতে পেরেছে? দ্যাটস ইট!

Address

Baro Shidhulkura
South Damudya
8040

Telephone

+8801718799702

Website

Alerts

Be the first to know and let us send you an email when Miraz Hossen Vlogs posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Miraz Hossen Vlogs:

Share