17/04/2025
মৌলভীবাজার - ৪ ( শ্রীমঙ্গল ও কমলগঞ্জ) সংসদীয় এলাকার সম্ভাব্য প্রার্থীদের উদ্দেশ্য স্ট্যাটাস- সংসদ সদস্য নির্বাচিত হলে এলাকার পিছিয়ে পড়া জনগোষ্ঠীরসহ বিভিন্নখাতে উন্নয়নে কি কি ভূমিকা পালন করবেন, সেসব বিষয়ে সুচিন্তিত পরিকল্পনা ব্যক্ত করেছেন শমশেরনগর সিংরাউলী এলাকার বাসিন্দা সাবেক কারা মহাপরিদর্শক ও মেজর জেনারেল ( অবঃ) সৈয়দ ইফতেখার উদ্দিন।
----------------------------------------------------------------------------------------------
মৌলভীবাজার-৪
আগামীর জনপ্রতিনিধিদের ( স্থানীয় সরকার প্রতিনিধি এবং সংসদ সদস্য) কাছে আমাদের প্রত্যাশা
============================
সামাজিক উন্নয়ন, অর্থনৈতিক মুক্তি, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, আইন শৃঙ্খলা রক্ষায় বাহিনীর পাশাপাশি যুব সমাজের সম্পৃক্ততা, নৈতিক চরিত্রের উন্নয়ন, শিক্ষা খেলাধূলা ও সাংস্কৃতিক উন্নয়ন, পরিবেশ রক্ষার এবং প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি, পরিষ্কার পরিচ্ছন্নতা, ব্যবসা বান্ধব পরিবেশ সৃষ্টি ইত্যাদির লক্ষ্যে "মৌলভীবাজার ৪" আসনের সকল জনপ্রতিনিধিদের কাছে আমাদের কিছু প্রত্যাশা তুলে ধরা হলো।
ক। শ্রীমঙ্গল শহরকে পরিচ্ছন্ন শহরে রুপান্তরিত করে, বিভিন্ন ধরনের যানবাহন এর জন্যে সুশৃঙ্খল স্ট্যান্ড নির্ধারন এবং ট্রাফিক শৃঙ্খলা নিয়ন্ত্রন করলে শহরের সৌন্দর্য বৃদ্ধি পাবে। যেহেতু, ব্যবসা বানিজ্য ছাড়াও প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এ শহরে অনেক পর্যটক শুধু বিনোদনের জন্যে আগমন করেন, তাই এ শহরটিকে আরো রঙিন আরো সুন্দর করার পদক্ষেপ নেয়া প্রয়োজন। ইতোমধ্যে পর্যটকদের জন্যে একই রঙের একি ধরনের খোলা গাড়ির প্রচলনে সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে। পর্যটকদের ঘুরে বেড়ানোর জন্যে মালয়েশিয়া ইন্দোনেশিয়ার মতো কিছু রিক্সাকেও সাজিয়ে সুন্দর করে কিছু নির্দিষ্ট এলাকায় রাখার পরিকল্পনা করা যেতে পারে।
খ। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে পর্যটকদের জন্যে নির্ধারিত জীপ চালক এবং রিক্সা চালক দের জন্যে নেম প্লেট সহ নির্দিষ্ট রঙ সহ ড্রেস কোড প্রবর্তন করার উদ্যোগ নেয়া যেতে পারে।
গ। শমশেরনগরে বিমান বাহিনী পরিচালিত শাহীন কলেজ আমাদের জন্যে গর্বের। পাশাপাশি, শ্রীমঙ্গল এবং ভানুগাছের সরকারী স্কুল গুলোতে শিক্ষা প্রদানের মান বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় জনপ্রতিনিধিগনকে উদ্যোগ নিতে হবে। পাশা পাশি ঐ তিনটি স্থানে ভালো মানের ইংরেজী মাধ্যম স্কুল নির্মানের উদ্যোগ নেয়া যেতে পারে।
প্রতিটা ইউনিয়নে একটা প্রাচীন উচ্চ বিদ্যালয়কে সরকারি করনের উদ্যোগ নেয়ার জন্যে দাবী জানানো যেতে পারে।
ঘ। সকল ইউনিয়নের প্রতিটা গ্রামের সড়ক পাকাকরনের উদ্যোগ এবং বর্তমানের পাকা সড়ক গুলিকে মেয়াদান্তে নিয়মিত মেরামতের ব্যবস্থা গ্রহন করতে হবে।
ঙ। এই আসনের চারটা ( শ্রীমঙ্গল, কমলগঞ্জ এবং শমশেরনগর, মুন্সীবাজার) প্রধান এলাকায় বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়ন করতে হবে।
চ। অত্যন্ত গুরুত্বপূর্ণ বানিজ্য এলাকা এবং আমদানী রপ্তানীর জন্যে স্থলবন্দর থাকায় শমশেরনগর রেল স্টেশনকে আপগ্রেড করে সম্পূর্ণ নতুন প্লাটফর্ম এবং বর্ধিত শেড নির্মান করতে হবে।
ছ। শমশেরনগরে একটা ফায়ারব্রিগেড এর ইউনিট স্থাপন করতে হবে।
জ। কমলগঞ্জ, শমশেরনগর এবং মুন্সীবাজার এর বাজার এলাকার প্রধান রাস্তাগুলো প্রশস্ত করার দাবী রাখে।
ঝ। খাসিয়া, মনিপুরী এবং চা বাগানের ক্ষুদ্র নৃ-গোষ্টি আমাদের এক বিশাল সম্পদ। তাদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি তাদের ভাষা এবং সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় রাষ্ট্রীয় উদ্যোগ নিতে হবে। হয়তো, ইতোমধ্যে কিছু কিছু কিছু কর্মকান্ড পরিচালিত হচ্ছে। এটি সকল গোষ্টির জন্যে উন্মুক্ত করতে হবে। তাদের অসুবিধা সমূহ নিরসন করার উদ্যোগ নিতে হবে। সাংস্কৃতিক কর্মকান্ড নিয়মিত পরিচালনার জন্যে এবং দেশী বিদেশী পর্যটকদের মধ্যে তাদের সংস্কৃতিকে প্রচারে নিয়মিত উদ্যোগ নিতে হবে।
ট। গুরুত্ব বিবেচনা করে শমশেরনগর বিমান বন্দরে পরীক্ষামূলক ভাবে বিমান চলাচল শুরু করা প্রয়োজন। ইতোমধ্যে অবশ্য সরকার ৭ টি বিমান বন্দরকে চালু করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন, সে বিষয়টাকে গুরুত্ব দিয়ে অগ্রগন্যতা দেয়া যেতে পারে শমশেরনগরকে।
ঠ। লাউয়াছড়ার প্রকৃতি সম্পূর্ন সংরক্ষন করে আরো বৈচিত্র বৃদ্ধির উদ্যোগ নেয়া প্রয়োজন। পাশাপাশি, পর্যটকদের জন্যে আরো আকর্ষনীয় করতে সুযোগ সুবিধা বৃদ্ধির প্রয়োজন।
বিশেষ করে, গাড়ি পার্কিং এর ব্যবস্থা, পরিবেশের ক্ষতি না করে পরিকল্পিত ডিজাইনে গিফট শপ, ছোট্ট কফি শপ, বা রেস্তোরাঁ, বয়ষ্ক এবং মহিলা ও শিশুদেরকে বিবেচনা করে টয়লেট এবং এবং বসার জায়গা করে দেয়া প্রয়োজন। জঙ্গলের ভিতরে ওয়াকিং ট্রেইলে এক কিলোমিটার পর পর সুসজ্জিত ব্যাঞ্চ এর ব্যবস্থা করা পরিকল্পনা নিতে হবে।
রাস্তার দু'ধারে বিভিন্ন ধরনের ফুলের বিজ ছড়িয়ে দিলে জঙ্গলের মধ্যে ফুলের গাছ শোভা বৃদ্ধি করবে।
ড। চা বাগানের কর্মীদের কোয়ার্টার গুলো বাগান কর্তৃপক্ষ সুশৃঙ্খল করে একটা নির্দিষ্ট ডিজাইনে বিভিন্ন প্রকার রঙিন টিন দিয়ে বানানোর জন্যে জন প্রতিনিধিগন উদবুদ্ধ ও সহায়তা করার পরিকল্পনা নিলে, পর্যটকগন চা বাগান, খাসিয়া পুঞ্জি, মনিপুরি গ্রাম এগুলো দেখার আগ্রহ বাড়বে।
তা'তে আমাদের ক্ষুদ্র নৃ-গোষ্টির সংস্কৃতি ফুটিয়ে তোলার পাশাপাশি সেই সমাজের আর্থিক উন্নয়ন হবে।
চা বাগানের কর্মচারীদের জন্যেও মান সম্পন্ন স্কুলের ব্যবস্থা করতে হবে।
ঢ। মাধবপুর লেক এবং হামহাম জলপ্রপাত সহ অন্যান্য দর্শনীয় স্থান গুলোতে এডভেঞ্চারপ্রিয় পর্যটকদের জন্যে সুবিধা বৃদ্ধি করার পদক্ষেপ গ্রহন।
ন। শিক্ষার উন্নয়নের পাশাপাশি সরকারী উদ্যোগে আন্ত:স্কুল, আন্ত:কলেজ খেলাধূলা, সাংস্কৃতিক প্রতিযোগীতা, বিজ্ঞান মেলা, সফটওয়্যার লেংগুয়েজ, রবোটিক্স ইত্যাদি বিষয়ক প্রতিযোগীতার আয়োজন করে ট্যালেন্ট বের করে জাতীয় পর্যায়ে পৌঁছে দেয়ার ব্যবস্থা করতে হবে।
প। পর্যটক সহ পুরো এলাকার জনগন যেন সুবিধা পায়, সে বিবেচনা করে ট্রমা সেন্টার সহ ২৫০ শয্যার একটি আধুনিক হাসপাতাল স্থাপন অত্যন্ত জরুরী। জনপ্রতিনিধি গনএ বিষয়ে ব্যবস্থা গ্রহনের প্রতিজ্ঞা করা প্রয়োজন।
ফ। শমশেরনগরকে নীতিমালা অনুযায়ী পৌরসভা/ থানা তে রুপান্তর করতে হবে।
ব। মাদকাসক্তি এবং মাদকপাচার বন্ধ করে যুব সমাজকে ভবিষ্যৎ গড়ার ( চাকুরী / দক্ষ শ্রমিক হিসেবে বিদেশ গমন) লক্ষ্যে উপযোগী করার জন্যে যথাযোগ্য পদক্ষেপ গ্রহন করতে হবে।
ভ। উন্নয়নে পিছিয়ে পড়া এলাকা এবং জনগোষ্ঠী
কে গুরুত্ব দিয়ে উন্নয়নে সমতা আনতে হবে।
ভ। উপসংহারে বলা যায়, শ্রীমঙ্গল থেকে মুন্সীবাজার কমলগঞ্জ হয়ে শমশেরনগর পর্যন্ত এলাকাকে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন সহ জনগনের জীবন যাত্রার মান উন্নয়নের জন্যে পর্যাপ্ত পদক্ষেপ গ্রহন করতে হবে। যেন, এলাকাটি হয়ে উঠে এক নিরাপদ নান্দনিক পরিচ্ছন্ন দর্শনীয় এলাকা