09/07/2025
৫০ বছরের ফরিদ চাচা যখন ২০ বছরের কচি মেয়েকে বিয়ে করলেন তিন কাঠা জমির বিনিময়ে…
ফরিদ চাচা, বয়স পঞ্চাশের বেশি। স্ত্রী গত হয়েছেন বহু আগে। সন্তানেরা প্রবাসে, টাকা পাঠালেও চাচার মনে একাকিত্ব। আর সেই একাকিত্ব ঘোচাতেই তিনি বিয়ে করলেন মাত্র ২০ বছরের এক তরুণীকে, বিনিময়ে শহরের তিন কাঠা জমি লিখে দিলেন তরুণীকে!
এটা “ভালোবাসা” নাকি “লাইফ ইন্সুরেন্স”?
সেই তরুণী কি চাচার বয়স দেখে প্রেমে পড়েছিল? নাকি তিন কাঠা জমির মালিকানা ও সারা জীবনের নিরাপত্তা তাকে এই “ভালোবাসা”র দিকে ঠেলে দিয়েছে? 💔
এই ঘটনা আমাদের সমাজের এক অপ্রিয় বাস্তবতাকে সামনে নিয়ে এসেছে- মেয়ে হোক ২০ বছরের বা ৩০ বছরের, আজকাল অনেকেই একজন সৎ, স্থিতিশীল, আর্থিকভাবে সুরক্ষিত পুরুষকেই “ভালোবাসা”র সংজ্ঞা মনে করে। অনেক তরুণ প্রেমিক তাদের বয়সী মেয়েদের বিশ্বাস করে সম্পর্ক গড়তে গিয়ে শেষ পর্যন্ত দেখে, তারা হারিয়ে গেছে “ভবিষ্যতের নিরাপত্তা”র খোঁজে অন্য কারো কোলে। 😒
আমরা কি সত্যিই ভালোবাসাকে মূল্য দিই?
নাকি বিয়ে আজ কেবল এক প্রকার বিনিময়, যেখানে স্বপ্নের বদলে জমি, আবেগের বদলে এপার্টমেন্ট?
এখানে দোষ শুধুই মেয়েদের নয়- আমরা এমন সমাজ তৈরি করেছি যেখানে একজন মেয়ে জানে, “ভালোবাসা দিয়ে সংসার চলে না।” আবার এমন তরুণ প্রজন্ম তৈরি হয়েছে, যারা বুঝে গেছে- “সফল না হলে ভালোবাসাও টিকবে না।”
তাই ইয়াং ছেলেদের বলছি:
স্বপ্ন দেখো ঠিকই, কিন্তু সফল হও আগে। না হলে একদিন “নানা”রা হয়ে যাবে নাতির বয়সী মেয়ের বর, আর তুমিই বসে থাকবে “একটা চাকরি” বা “একটা বিয়ে”র অপেক্ষায়।