28/11/2025
কিছুদিন আগে আন্দোলনরত চিকিৎসকদের একটি অংশ ঘোষণা দিয়েছিলেন পুলিশ ও তাদের পরিবারের সদস্যদের চিকিৎসা সেবা দেবেন না। অথচ সুযোগ পেলেই ডাক্তারি পেশা ছেড়ে পুলিশের চাকরিই হয়ে ওঠে তাদের প্রথম পছন্দ।
মুখে মুখে অনেকেই পুলিশকে অপছন্দের কথা বলেন, কিন্তু হৃদয়ের গভীরে আবার পুলিশ হওয়ার স্বপ্নই লালন করেন। কথার জগতে অনীহা, আর মনের ভেতরে লুকিয়ে থাকে গর্ব আর আকাঙ্ক্ষা।
©️
゚