Dr. Mahbub Hasan Rayhan

Dr. Mahbub Hasan Rayhan MBBS. General Physician

17/09/2025

#কক্সবাজারের চকোরিয়া থেকে এসেছেন বড় আশা নিয়ে। দীর্ঘ পথ পাড়ি দিয়ে এখানে আসার পেছনে মূল কারণ আমার প্রতি উনার অগাধ বিশ্বাস। উনি বিশ্বাস করেছেন আমার সাথে দেখা হলে উনার রোগ সেরে যাবে। তবে ভাল লাগার বিষয় হল উনাকে আমার চেম্বারে পাঠিয়েছেন আমার এক পুরাতন পেশেন্ট যিনি কক্সবাজার থাকেন যিনি একসময় চিকিৎসা নিয়ে সুস্থ্য হয়েছেন। উনাদের বিশ্বাসের জায়গাটিকে আমি অলওয়েস শ্রদ্ধার চোখে দেখি।

11/09/2025

#প্রচন্ড আঘাতের পর হাটুতে রক্তজমাট হয় নিয়ে চলাফেরা করতে অসুবিধা হয়। তাই চিকিৎসার মাধ্যমে জমাট বাধা রক্ত অপসারণ করা হয়েছে।

 #একজন বাচ্চার কান থেকে রিমোভ করা ফরেন বডি।একটা পাথরের টুকরা আর দ্বিতীয়টি রাবার। আশ্চর্যের বিষয় হল এগুলা একই কানের ভেতরে...
07/09/2025

#একজন বাচ্চার কান থেকে রিমোভ করা ফরেন বডি।একটা পাথরের টুকরা আর দ্বিতীয়টি রাবার। আশ্চর্যের বিষয় হল এগুলা একই কানের ভেতরে ঢুকানো ছিল।

07/09/2025

আমরা প্রায় সময়ই এমন কিছু প্যাশেন্ট পাই যাদের নাকে বা কানে ফরেইন বডি (যেমন তুলা, পুতি, অর্নামেন্টস) ঢুকলে অনেকেই অতি আগ্রহী বা কৌতুহলী হয়ে খুচাখুচি শুরু করে দেয় এবং নাক বা কানের ইঞ্জুরি করে ফেলেন।
বিষয়টা দু:খজনক।

07/09/2025

গোপালের ঘিঁ ব্যবহার করে কেউ ফোড়াঁ পাকায়! বিষয়টা গোপালের কাছে অবিশ্বাস্য হলেও আমরা দেখি প্রায়শই অনেক রোগি এ ধরণের আকাম করে।

03/09/2025

#আমাদের মেডিক্যাল প্রাক্টিসে Osteoarthritis খুবই কমন। সাধারণত ৪০ পরবর্তী বয়সেই এই আর্থাইটিস শুরু হয় তবে পার্টিকুলার জয়েন্টে আঘাত পেলে সেখানে আগে ভাগেই অস্টিওআর্থাটিক ডিজেনারেশন শুরু হতে পারে।

ইন জেনারেল যাদের ওজন বেশি, পরিশ্রমের কাজ করেন,যারা সিস্টেমিক অসুখে ভোগেন যেমন (ডায়াবেটিস মেলিটাস), ইনফ্লামেটরি বাওয়েল ডিজিজ (IBD) যারা নানাবিধ স্ট্রেরয়েড জাতীয় ওষধ, এন্টি আলসারেন্ট বা গ্যাস কমানোর ওষধ, মহিলাগন যারা রেগুলার জন্ম নিরোধক পিল খান,যাদের এস্ট্রোজেন হরমোন ডেফিজিট থাকে তাদের অস্টিও আর্থাটিস বেশি হয়। হাটু, কোমড় ও ঘাড়ের মেরুদন্ডীয় হাড় ও হাতের আঙ্গলের PIP, DIP জয়েন্ট অস্টিও আর্থাইটিসের কমন সাইট।

11/08/2025

#গাট(Gut) কে

বলা হয় সেকেন্ড লিভার। ক্ষুদ্রান্ত ও বৃহদন্ত্র নিয়েই গাট। আপনার কোলন বা বৃহদান্ত্রকে সুরক্ষা দেয় Bacterial flora ব্যাকটেরিয়াল ফ্লোরা। আমাদের কোলনে বিলিয়ন বিলিয়ন (প্রায় ১০০ ট্রিলিয়ন) ব্যাক্টেরিয়্যাল ফ্লোরার বসবাস। এদের নানাবিধ কাজ। এরা পুরা পরিপাকতন্ত্রের এসিড বেইস ব্যালেন্স ঠিক রেখে হজমে সহয়তা করে। এরা বেশ কয়েক ধরণের অতি প্রয়োজনীয় ভাইটামিন উৎপাদন করে। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি বৃদ্ধিতে চমৎকার ভূমিকা রাখে। অন্তের পানি শোষন করে স্টুল ভলিউম বাড়ায় এবং কোষ্টকাঠিন্য থেকে মুক্তি দেয়। আপনার কোলনে যত নরমাল ব্যাক্টেরিয়া ফ্লোরা থাকবে আপনি তত সুস্থ্য স্বাভাবিক থাকবেন আপনার এইজিং প্রসেস ডিলে হবে, আপনার দীর্ঘায়ু বাড়বে। মারাত্নক কোল রেক্টাল ডিজিজ থেকে সুরক্ষা পাবেন। আপনার কোলরেক্টাল প্রদাহ, পলিপ, টিউমার, ক্যান্সার রোধ করবে।

নরমাল ব্লাকটেরিয়্যাল ফ্লোরাগুলা আমাদের সম্পদ। নষ্ট হতে দিয়েন না। আপনি যত আশ সমৃদ্ধ খাবার খাবেন এরা ততই সুন্দর সতেজ থাকবে৷ আমাদের পেটে শাক-সবজি হজম করার মত কোন এনজাইম নাই৷ অন্ত্রের ব্যাকটেরিওয়েডসগুলা শাক সবজি বা আশযুক্ত খাবার খেয়ে বেছে থাকে। ফাইবার গুলাকে এরা কুচিঁ কুচিঁ করে কাটে। এগুলা থেকে শক্তি আহরন করে এবং বেচে থাকে এবং পায়খানার পরিমান বৃদ্ধিতে সহায়তা করে। এতএব এদের পরিমিত খাবার দিন বাচিয়ে রাখুন। এরা আপনাকে সুরক্ষা দিবে, বাচিয়ে রাখবে।

আপনারা যত অযাচিত এন্টি বায়োটিকস খাবেন যত এন্টি আলসারেন্ট বা গ্যাসের বড়ি খাবেন। যদি প্রতিনিয়ত ধুম্রপান বা মদ্যপান করেন তাহলে আপনাদের সুরক্ষা দেয়া এই ফ্লোরাগুলা মারা যেতে থাকবে। আপনি দূর্বল হয়ে যাবেন আপনি রোগ প্রতিরোধ ক্ষমতা হারাবেন।

  /Acetaminophen দুনিয়াতে সবচেয়ে বেশি ব্যবহৃত Over the counter (OTC) মেডিসিন। এর ধারের কাছে অন্য কোন মেডিসিন নেই। একটা ও...
11/08/2025

/Acetaminophen

দুনিয়াতে সবচেয়ে বেশি ব্যবহৃত Over the counter (OTC) মেডিসিন। এর ধারের কাছে অন্য কোন মেডিসিন নেই। একটা ওষধের এত গুন থাকতে পারে অবিশ্বাস্য। এক কথায় অনবদ্য। প্রাপ্র বয়স্ক মানুষের জন্য যার Chronic liver Disease (CLD) নেই তাদের ক্ষেত্রে ম্যাক্সিমাম ৪ গ্রাম/ডেইলি ব্যবহার করা যায়।

লো ডোজে এন্টি পাইরেটিক বা জ্বর প্রশমনে, হাই ডোজে স্কেলিট্যাল ও ভিসেরাল পেইন ম্যানেজমেন্টে ব্যবহার করা যায়। এছাড়া এন্টি ইনফ্লামেটরি বা ইনফেকশন দমনে ও রক্ত জমাট বাধা রোধ করতে ব্যবহার করা যায়।

সাইড ইফেক্ট কম, দামে সস্তা, মানে ভাল, দীর্ঘদীন ব্যবহারযোগ্য এভেইলেবল মেডিসিন হল #প্যারাসিটামল।

অথচ এই ওষধটিকে আমাদের দেশের অধিকাংশ ওষদ বিক্রেতাগন, পল্লি চিকিৎসকবৃন্দগন মূল্যই দিতেই চায়না। উনাদের কাছে এটা অচল ওষধ।
আমাদের দেশে প্যারাসিটামলের উপযুক্ত ব্যবহার হয়না। যদি হত তাহলে অনেক পেশেন্টের টাকা পয়সা সেভ হত, অনেকের কিডনী আরো বেশি দিন সুরক্ষিত থাকত।

তবে যাদের প্রেগেসিভ ফ্যাটি লিভার রয়েছে বা ক্রনিক লিভার ডিজিজ যেমন সিরোসিস রয়েছে তারা ডাক্তারের পরামর্শ ছাড়া দীর্ঘদিন হাই ডোজে প্যারাসিটামল খাবেন না।

  compound (OPC) খেয়ে প্রায় সময়ই এদেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষজন সুসাইডাল এটেম্প নিত। দুভাগ্যজনক ভাবে যাদের র‍্যাপিড এব...
11/08/2025

compound (OPC)

খেয়ে প্রায় সময়ই এদেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষজন সুসাইডাল এটেম্প নিত। দুভাগ্যজনক ভাবে যাদের র‍্যাপিড এবজর্বশন হত অথবা হসপিটালাইজড হতে বিলম্ব হত তাদের মৃত্যুহার থাকত তুলনামূলক বেশি। এই OPC এর মাঝে সবচেয়ে কমন ছিল ধানের ক্ষেতের কীটনাশক দমনের ফুরাডন বা কার্বোফুরান। এছাড়া ডায়াজিনন, ফ্যানথিওন,ম্যালাথিওন এ তালিকায় উপরে রয়েছে। ঈদুর মারার বিষ নামে পরিচিত এলোমিনিয়াম ফসফাইড বা গ্যাস ট্যাবলেট খেয়েও অনেকেই মরে যেতে চাইত।

যুগ পাল্টাইছে। মানুষ এখন আধুনিক হইছে। আত্নহননের জন্য এখন ঈদুর মারার বিষ কেউ খেতে চায়না। বিছানায় শুয়ে শুয়ে বেনজোডায়াজিপাইন বা নানাবিধ ঘুমের ওষুধ খায়। খোলা বাজারে সেডেটিভস ঘুমের ওষধ নামে সেল হয়। হাত বাড়ালেই পাওয়া যায়। OTC এর মত। এগুলা এখন আর রিজার্ভ মেডিসিন হিসেবে থাকেনি।

দেশে সবচেয়ে বেশি সুসাইড হয় অথবা সুসাইডাল এটেম্প হচ্ছে (BDZ) গ্রুপের ওষুধ দিয়ে যা দেদারছে রেজিস্ট্রার্ড ডাক্তারের প্রেক্রিপশন ছাড়াই বিক্রি হয় এবং হয়েই যাচ্ছে। এভাবে সিডেটিভস বেচা একটা ক্রাইম। দুনিয়ার কোথাও এভাবে ওষুধ সেল হয়না কিন্তু এই দেশে হয়। এটা রোধে জনসচেতেনতা জরুরি না হলে অপমৃত্যু কমানো যাবেনা।

 নিয়ে একটা ঘটনা মনে পড়ল। বেশ কয়েক মাস আগের ঘটনা। চেম্বারে আমার চেয়ারের ঠিক বিপরীত দিকে এক পেশেন্ট বসে আছেন। রাগে ক্ষোভে ...
11/08/2025



নিয়ে একটা ঘটনা মনে পড়ল। বেশ কয়েক মাস আগের ঘটনা। চেম্বারে আমার চেয়ারের ঠিক বিপরীত দিকে এক পেশেন্ট বসে আছেন। রাগে ক্ষোভে উনি ফুসফুস করছেন৷ কোন এক প্রফেসর মহাশয়ের বিরুদ্ধে উনার মারাত্মক অভিযোগ। প্রফেসর সাহেব উনাকে ভুল চিকিৎসা দিয়ে মেরে ফেলতে চেয়েছিল। ভাগ্যিস উনি ওষুধ খাননি। খেলে নির্ঘাত উনি অক্কা পেতেন। বিস্তারিত বুঝিয়ে সুজিয়ে উনাকে মৃত্যুর পথ থেকে ফেরৎ এনেছেন পাশের দোকানের এক ওষুধ বিক্রেতা। এ যেন ডাক্তার নামক সাক্ষাত যমদূতের কবল থেকে এক অবলা নিরীহ রোগীকে রক্ষা করেছেন ওষধের উপর আন্তর্জাতিক ডিগ্রিধারী ভাইটি। তাই ওষুধ বিক্রেতার উপর রোগীর চরম মাত্রার সন্তুষ্টি ও কৃতজ্ঞতা।

প্রফেসর সাহেব কিছুদিন আগে রিটায়ার্ড করেছেন। রিটায়ার্ড করার আগে একটি মেডিক্যাল কলেজের মেডিসিন ফ্যাকাল্টির হেড ছিলেন। ছিলেন BCPS এর সাবেক কন্ট্রোলার। সে যাই হোক,রোগীর অভিযোগ উনার ডায়াবেটিস ছিলনা কিন্তু ডাক্তার সাহেব উনাকে ভুলবশত ডায়াবেটিসের ওষুধ দিয়ে পরপারের রাস্তা দেখিয়েছেন।

শুধুমাত্র ডায়াবেটিসের ওষুধ নয়। ডায়াবেটিস নিয়ন্ত্রনের পাশাপাশি এটি chronic Heart failure (cHF), Unstable angina, stroke, Coronary artery Disease, Occlusive peripheral artery disease, Diabetetic nephropathy তে ব্যবহার করা যায়। ওষুধটি হার্টের নানাবিধ সমস্যায় আক্রান্ত রোগীদের মৃত্যুহার কমাতে পারে প্রায় ৩৫% পর্যন্ত।

অভিযোগকারী পেশেন্টের Chronic Heart failure ছিল তাই ডাক্তার সাহেব হার্ট ফেলিউর প্রশমনে ওষুধটি প্রেস্ক্রাইব করেছিলেন যা বুঝার ক্ষমতা নির্বোধ পেশেন্ট আর গবেট ওষধ বিক্রেতার ছিলনা।(যদিও বুঝার কথাইনা) । এতে ডাক্তার সাহেবের কোন ভুল ছিলনা।

শুধুমাত্র ওষুধ বিক্রেতার অল্প জ্ঞান ও দাম্ভিকতার কারনে Doctor - patient relationship কোপাকুপির পর্যায়ে চলে গেল। এজন্যই হয়ত বলা হয় A little knowledge is very dangerous thing. ডাক্তার সাহেব হয়ে উঠার কথা ছিল রোগির ভরসা ও বিশ্বাসের আশ্রয় কিন্তু হয়ে উঠলেন শত্রু। এ ধরনের সম্পর্কের বিপর্যয় এখন নিয়মিত ঘটনা।

10/03/2025

রোগ না বুঝে ঔষধ খাওয়া কখনোই উচিত নয়। রেজিস্টার্ড ডাক্তার ছাড়া কেউই চিকিৎসক নয়।
আজকে চেম্বার থেকে নেয়া।

Address

Sreepur
1744

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Mahbub Hasan Rayhan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share