17/09/2025
#কক্সবাজারের চকোরিয়া থেকে এসেছেন বড় আশা নিয়ে। দীর্ঘ পথ পাড়ি দিয়ে এখানে আসার পেছনে মূল কারণ আমার প্রতি উনার অগাধ বিশ্বাস। উনি বিশ্বাস করেছেন আমার সাথে দেখা হলে উনার রোগ সেরে যাবে। তবে ভাল লাগার বিষয় হল উনাকে আমার চেম্বারে পাঠিয়েছেন আমার এক পুরাতন পেশেন্ট যিনি কক্সবাজার থাকেন যিনি একসময় চিকিৎসা নিয়ে সুস্থ্য হয়েছেন। উনাদের বিশ্বাসের জায়গাটিকে আমি অলওয়েস শ্রদ্ধার চোখে দেখি।