Masum Graphic Design

Masum Graphic Design Hello, I am Masum. I am a Freelancer and Digital Marketer.

04/08/2025

জীবিকার তাগিদে বাড়ি ছেড়ে কে কোথায় আছেন.?😅

"9 moods, 1 face — breaking through the ordinary 😎💥
29/07/2025

"9 moods, 1 face — breaking through the ordinary 😎💥

26/07/2025

ইনশাআল্লাহ 🖤

Write Below Prompt 👇:"Futuristic ultra-HD portrait of a man (attached uploaded photo) wearing a modern hoodie and oversi...
26/07/2025

Write Below Prompt 👇:
"Futuristic ultra-HD portrait of a man (attached uploaded photo) wearing a modern hoodie and oversized over-ear headphones, eyes closed and head tilted slightly upward, immersed in music. His expression is peaceful and meditative. Neon pink, purple, and blue cosmic nebula swirls around him, glowing softly and reflecting on his skin and fabric. Dramatic, cinematic lighting enhances the contours of his face and hoodie. Star-filled background with subtle lens flare and depth of field, evoking a dreamy, outer space atmosphere. Hyper-detailed, 8K cinematic style."

নিজের সঙ্গে বোঝাপড়ায় আমি কখনোই জয়ী হতে পারি নি। সবসময় আমি হেরে যাই।জীবন শুধু আমাকে হারিয়ে দেয়।আমি ভেবেছিলাম সবকিছু জয় কর...
09/07/2025

নিজের সঙ্গে বোঝাপড়ায় আমি কখনোই জয়ী হতে পারি নি। সবসময় আমি হেরে যাই।জীবন শুধু আমাকে হারিয়ে দেয়।আমি ভেবেছিলাম সবকিছু জয় করেছি কিন্তু বেলা শেষো সবকিছুই শূন্যতা।কিছুই জড়ো করা হয় নি।সবকিছু ফাঁকা। আমি হেরে যাওয়ার স্বাদ নিতে নিতে ক্লান্ত। আমি ভাবি হয়তো জয়ী হবো কিন্তু ভাবনা সহজ,জয়ের পথ হয়তো বহুদূরে।

NID কার্ড সংশোধন ও অনলাইন কপিএখন থেকে ঘরে বসে NID কার্ডের সকল সার্ভিস পাবেন ।NID কার্ডে যাদের ভুল আছে সংশোধনের জন্য এবং ...
17/06/2025

NID কার্ড সংশোধন ও অনলাইন কপি
এখন থেকে ঘরে বসে NID কার্ডের সকল সার্ভিস পাবেন ।
NID কার্ডে যাদের ভুল আছে সংশোধনের জন্য এবং যারা নতুন ভোটার এখনো আইডি কার্ড হাতে পান নাই অরজিনাল আইডি কার্ডের কপি নিতে যোগাযোগ করতে পারেন। খুবই স্বল্প চার্জে কাজ করা হবে।

জেনে নিন কোন Ai tools কি কাজে লাগে।জেনে নিন! ১. ChatGPT – যেকোনো লেখা বা প্রশ্নের উত্তর দিতে পারে।  ২. Canva AI – ডিজাইন...
03/05/2025

জেনে নিন কোন Ai tools কি কাজে লাগে।
জেনে নিন!
১. ChatGPT – যেকোনো লেখা বা প্রশ্নের উত্তর দিতে পারে।
২. Canva AI – ডিজাইন তৈরি ও কনটেন্ট সাজাতে AI সহায়তা।
৩. Pictory – লেখা থেকে অটো ভিডিও তৈরি করে।
৪. Copy.ai – মার্কেটিং কপিরাইটিং বা ব্লগ লেখে।
৫. Jasper AI – ব্লগ, বিজ্ঞাপন, ইমেইল লেখায় সাহায্য করে।
৬. Grammarly – ইংরেজি লেখার ভুল ধরিয়ে সংশোধন করে।
৭. Quillbot – লেখাকে রি-রাইট বা প্যারাফ্রেজ করে।
৮. Synthesia – AI এভাটার দিয়ে ভিডিও বানায়।
৯. Looka – লোগো ও ব্র্যান্ড ডিজাইন করে।
১০. Remove.bg – ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এক ক্লিকে।
১১. Leonardo AI – কল্পনাশক্তির ইমেজ ডিজাইন করে।
১২. Durable – কয়েক সেকেন্ডে ওয়েবসাইট তৈরি করে।
১৩. SlidesAI – লেখা থেকে অটো স্লাইড প্রেজেন্টেশন বানায়।
১৪. Runway ML – ভিডিও এডিটিং ও AI ভিজ্যুয়াল এফেক্টে সাহায্য করে।
১৫. Tome – স্টোরি-বেইজড প্রেজেন্টেশন তৈরি করে।
১৬. Notion AI – নোট নেয়া, টাস্ক ম্যানেজমেন্ট ও লেখায় সাহায্য করে।
১৭. Krisp – কলের ব্যাকগ্রাউন্ড নোইজ রিমুভ করে।
১৮. Cleanup.pictures – ছবির অবাঞ্চিত জিনিস মুছে ফেলে।
১৯. Replika – AI ভার্চুয়াল বন্ধু বা চ্যাট সঙ্গী।
২০. Soundraw – AI দিয়ে অরিজিনাল মিউজিক তৈরি করে।
২১. Beatoven – ভিডিও/পডকাস্টের জন্য মিউজিক তৈরি করে।
২২. Voicemod – ভয়েস চেঞ্জ বা ভয়েস ইফেক্টে ইউজ হয়।
২৩. Lumen5 – ব্লগ থেকে ভিডিও কনভার্ট করে।
২৪. Descript – ভিডিও এডিট করে টেক্সট দিয়ে।
২৫. Kaiber – AI দিয়ে ভিডিও অ্যানিমেশন বানায়।
২৬. AutoDraw – হ্যান্ড-ড্রয়িংকে পারফেক্ট ডিজাইনে রূপ দেয়।
২৭. ElevenLabs – রিয়েলিস্টিক ভয়েস জেনারেশন করে।
২৮. Heygen – AI স্পোকেন ভিডিও বানায় ফেস ও ভয়েস দিয়ে।
২৯. Writesonic – কনটেন্ট রাইটিং ও কপি তৈরি করে।
৩০. Play.ht – ব্লগ বা লেখাকে ভয়েসে পরিণত করে।
৩১. Papercup – ভিডিওর ভয়েস অন্য ভাষায় ডাব করে।
৩২. AI Dungeon – ইন্টার‍্যাকটিভ গল্প বানায়।
৩৩. TTSMaker – লেখা থেকে স্পিচ জেনারেট করে।
৩৪. Magic Eraser – ছবির অবজেক্ট সরিয়ে ক্লিন ব্যাকগ্রাউন্ড দেয়।
৩৫. Designs.ai – লোগো, ভিডিও, অডিও সব তৈরি করতে পারে।
৩৬. Midjourney – কমান্ড থেকে ইমেজ তৈরি করে।
৩৭. TinyWow – ডকুমেন্ট, ভিডিও, পিডিএফ টুলস ফ্রি অফার করে।
৩৮. ChatPDF – যেকোনো PDF পড়ে আপনাকে সারাংশ দেয়।
৩৯. Scalenut – SEO কনটেন্ট ও ব্লগ প্ল্যান করে।
৪০. INK – SEO, রাইটিং, মার্কেটিং একসাথে করে।
৪১. DeepL – প্রোফেশনাল লেভেলের ট্রান্সলেশন দেয়।
৪২. OpenArt – AI আর্ট ও ইমেজ তৈরি করে।
৪৩. NameSnack – AI দিয়ে বিজনেস নাম সাজেস্ট করে।
৪৪. Tidio – AI চ্যাটবট তৈরি করে ওয়েবসাইটের জন্য।
৪৫. FormX.ai – স্ক্যান করা ডকুমেন্ট থেকে ডেটা এক্সট্রাক্ট করে।
৪৬. Murf.ai – প্রফেশনাল ভয়েসওভার তৈরি করে।
৪৭. Zyro AI Writer – ওয়েবসাইট বা কনটেন্ট লেখায় ব্যবহার হয়।
৪৮. Hugging Face – বিভিন্ন ধরনের NLP ও AI টুলস হোস্ট করে।
৪৯. Adobe Firefly – AI দিয়ে ইমেজ ও ডিজাইন তৈরি করে।
৫০. Illustroke – লেখা থেকে SVG ইলাস্ট্রেশন তৈরি করে।

এই টুলগুলো ব্যবহার করে আপনি আপনার কাজের গতি যেমন বাড়াতে পারবেন, তেমনি সময় এবং খরচও বাঁচাতে পারবেন।

22/04/2025

"যারা স্বপ্ন দেখে, তারাই ভবিষ্যত গড়তে পারে।"

17/04/2025

হালাল অর্থ উপার্জন এতো সহজ না।
টাকা অনেকেই দেখে কিন্তু তার পেছনের গল্প, সীমাহীন ত্যাগ, ধৈর্য্য আর অক্লান্ত পরিশ্রমটা কেউ দেখে না।

14/04/2025
14/04/2025

শুভ নববর্ষ 🎇

সংসদ ভবনের উপর সেরা দৃশ্য ❤️🇵🇸
12/04/2025

সংসদ ভবনের উপর সেরা দৃশ্য ❤️🇵🇸

Address

Sunamganj
3360

Telephone

+8801580388108

Website

Alerts

Be the first to know and let us send you an email when Masum Graphic Design posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Masum Graphic Design:

Share