Message Of Islam 卝 ইসালামের বার্তা

Message Of Islam 卝 ইসালামের বার্তা স্বপ্ন আমার জীবনের চেয়ে বড়
স্বপ্ন দেখি সমাজ গড়ার!
আল্লাহর রঙে রঙিন হয়ে
শ্রেষ্ঠদের দলে নাম লিখাবার🥰
(3)

যারা হক কথা বলতে চান বা লিখতে চান তারা এই গ্রুপে এড হোন আর হক কথা লিখে জাতির নিকট হকের বার্তা পৌঁছে দিন,,তাহলেই আমল হবে রাসূল(স:) বিদায় হজ্জের সেই কথা উপর,, তিনি বলেছিলেন আমার পক্ষ হতে একটি বাণী হলেও

15/01/2025

কেন থাপ্পড় দিলেন আল্লামা মা*মু*নু*ল হক হাফি: জানুন বিস্তারিত।| Allama Mamunul.haqe hafi :
ঘটনা না জেনে সমালোচনা করবেন না।

তিনি বার বার থামানোর চেষ্টা করছিলেন। তাঁর ওপরে বা হাত দিয়ে সিম্পেথি নিতে চাইলে তিনি রাগান্বিত হোন আর থাপ্পড় বসান। আমি মনে করি ঠিকই করছেন!
ালামেরবার্তা

#ইসলামের_বার্তা
♥️ ❍ ⎙ㅤ ⌲
ᴸᶦᵏᵉ ᶜᵒᵐᵐᵉⁿᵗ ᶠᵒˡˡᵒʷ ˢʰᵃʳᵉ

05/01/2025

কি বললেন৷ মেজর ডালিম সংবাদিক ইলিয়াস এর লাইভে..

01/01/2025

ইলমে দ্বীনের গুরুত্ব ও ফজিলত।
আলোচক : মুফতি আব্দুল আহাদ রাহমানী,
স্থান : সাওতুল কোরআন মাদ্রাসা মিরপুর-১২, ঢাকা।

ালামেরবার্তা

#ইসলামের_বার্তা

30/12/2024

তাওবায়ে নাসুহা;
আলোচক: হাফেজ ক্বারী হাবীবুর রহমান, সহকারী পরিচালক মারকাজুল হুফফাজ তালিমুল কোরআন মাদ্রাসা কেরানীগঞ্জ ঢাকা।

"পড়ুয়া মেয়েকে বধুয়া করুন!""যদি একটি পড়ুয়া মেয়ে খুঁজে পান, তাকে আপন করে নিয়েন। রাত দুটোয় ঘুম ভেঙ্গে যদি হঠাৎ দেখেন সে একট...
25/12/2024

"পড়ুয়া মেয়েকে বধুয়া করুন!"

"যদি একটি পড়ুয়া মেয়ে খুঁজে পান, তাকে আপন করে নিয়েন। রাত দুটোয় ঘুম ভেঙ্গে যদি হঠাৎ দেখেন সে একটি বই বুকে জড়িয়ে ধরে অঝরে কাঁদছে, এক কাপ চা দিয়েন তাকে, তারপর শক্ত করে জড়িয়ে ধরে রাখিয়েন। কিছুক্ষণের জন্য সে হয়তো হারিয়ে যাবে,

আপনার হয়তো মনে হবে আপনার বুকে মাথা রেখেও সে আসলে হেঁটে বেড়াচ্ছে অন্য কোনো জগতে।

ভয় পাবেন না, শেষ পর্যন্ত সে আপনার কাছেই ফিরে আসবে। সে এমনভাবে কথা বলবে যেন বইয়ের সব চরিত্রগুলোই বাস্তব, কারণ কিছুক্ষণের জন্য তারা আসলেই তাই।

শায়খ আতিক উল্লাহ হাফিঃ 🌸

এমন ইসলামিক পোস্ট পেতে পেজে লাইক ফলো দিয়ে পাশে থাকুন ধন্যবাদ Message Of Islam 卝 ইসালামের বার্তা

ালামেরবার্তা

#ইসলামের_বার্তা

পর্ন ছবির তারকাদের নিয়েও মানুষের মধ্যে কৌতূহলের অভাব নেই। বেডবিবল ওয়েবসাইটের প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে পর্ন শিল্প থ...
24/12/2024

পর্ন ছবির তারকাদের নিয়েও মানুষের মধ্যে কৌতূহলের অভাব নেই। বেডবিবল ওয়েবসাইটের প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে পর্ন শিল্প থেকে বিশ্বব্যাপী বার্ষিক আয় প্রায় ১০০ বিলিয়ন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১০ লাখ কোটি টাকা)। যার মধ্যে শুধু সমাজমাধ্যম থেকেই আয় ৮৫ শতাংশ। অর্থাৎ, ৮ লাখ কোটি টাকার বেশি।(Mar 17, 2023)

পর্ন ইন্ডাস্ট্রি বিশ্বের অন্যতম লাভজনক এবং বিতর্কিত একটি শিল্প। এটি প্রতিবছর আনুমানিক ১০০ বিলিয়ন মার্কিন ডলার আয় করে বলে ধারণা করা হয়। তবে এই পরিমাণ ভৌগোলিক অঞ্চল, পদ্ধতি, এবং ডেটা উৎসের উপর নির্ভর করে ভিন্ন হতে পারে।

কিছু মূল পয়েন্ট:

1. অনলাইন পর্নোগ্রাফি:
এটি মোট আয়ের একটি বড় অংশ, যেখানে সাবস্ক্রিপশন, বিজ্ঞাপন, এবং পে-পার-ভিউ মডেলের মাধ্যমে আয় হয়।

2. ডিভাইস এবং প্ল্যাটফর্ম:
স্মার্টফোন এবং অনলাইন প্ল্যাটফর্মের ব্যাপক ব্যবহারের কারণে পর্ন ইন্ডাস্ট্রির আয় সাম্প্রতিক বছরগুলোতে বেড়েছে।

3. ভৌগোলিক অবদান:
যুক্তরাষ্ট্র, ইউরোপ, এবং এশিয়া বড় অংশীদার। যুক্তরাষ্ট্র একাই পর্ন ইন্ডাস্ট্রির উল্লেখযোগ্য আয়ের জন্য দায়ী।

4. অবৈধ এবং গোপন আয়:
পর্ন ইন্ডাস্ট্রির একটি বড় অংশ অবৈধ বা গোপন কার্যক্রমের মাধ্যমে আয় করে, যা নির্ভুল তথ্য পাওয়া কঠিন করে তোলে।

গুরুত্বপূর্ণ:

এটি একটি বিতর্কিত শিল্প, যা অনেক সামাজিক এবং আইনগত সমস্যার সাথে যুক্ত। ফলে পরিসংখ্যান প্রায়ই বিভিন্ন উৎসে ভিন্ন হতে পারে।

এসব অশ্লীলতা নিয়ে শুধু মাত্র ইসলাম কথা বলেই বলে দুনিয়ার কাছে ইসলাম খারাপ।
আর আমাদের অধিকাংশ ভার্সিটির ছাত্রছাত্রীরা আমেরিকান অশ্লীলতাকে সভ্যতা ভাবে। তারা পড়াশোনা করেও ব্রেইন ওয়াশ হয়ে আছে। তাদের মধ্যে ধর্মীয় শিক্ষা মনে হয় মধ্য যুগীয় শিক্ষা।
মর্ডান ওয়ার্ড ইসলামের পথ ধরে আসছে সে ইতিহাস তাদের জানাও নেই আর জানা থাকলেও তা গ্রহণ করে না শুধু মাত্র নিজেদের অশ্লীলতার দিকে নিয়ে যেতে।

সাধারণ জ্ঞানের বিষয়, একটা মেয়ের বাল্য বিবাহ হলে সে তার হাসবেন্ড এর সাথে যে শারিরীক সম্পর্ক করবে, ঠিক সে সম্পর্ক তার প্রেমিকের সাথেও করে। তাহলে যেসব এন/জিও বাল্য বিবাহ রোধ নিয়ে কাজ করে,তারা বাল্য প্রেম নিয়ে কেন কাজ করে না? তারা যদি মেয়েদের সুস্থ শরীর নিয়েই এতই চিন্তিত থাকতো তাহলে প্রেম করে যে অবৈধ বাচ্চা জন্ম দিয়ে ময়লায় ফেলে দেয় তখন তাদের শরীর এর কথা মাথায় থাকে না?
তারা টিপ পরা শাহ/বাগিমেয়ে,হাতা কাটা ব্লা

[ এমন ইসলামিক পোস্ট পেতে পেজে লাইক ফলো দিয়ে পাশে থাকুন ধন্যবাদ] Message Of Islam 卝 ইসালামের বার্তা

ালামেরবার্তা

#ইসলামের_বার্তা

"ইশ্বরের পুত্রের জন্মদিন বা বড়দিন নামক যে উৎসব খ্রিষ্টানরা পালন করে , তা মিথ্যাচার ছাড়া কিছু নয় ৷ এ উপলক্ষে তাদের শুভ...
24/12/2024

"ইশ্বরের পুত্রের জন্মদিন বা বড়দিন নামক যে উৎসব খ্রিষ্টানরা পালন করে , তা মিথ্যাচার ছাড়া কিছু নয় ৷ এ উপলক্ষে তাদের শুভেচ্ছা জানানো আমাদের জন্য জায়েয নেই । এমনকি তারা যদি আপনাকে ঈদের দিনও শুভেচ্ছা জানায় , তাও জায়েয হবে না । কারণ , বিনিময় প্রথার সাথে আল্লাহর বিধানের সম্পর্ক নেই ধরুন , একজন মুশরিক আপনার সাথে মসজিদে প্রবেশ করল ; তাই বলে কিন্তু তার শিরকের প্রতি শ্রদ্ধা দেখানো আপনার জন্য জায়েয হয়ে যায় না।"
- শাইখ আব্দুল আযীয আত - তারিফী
Message Of Islam 卝 ইসালামের বার্তা

২৫শে ডিসেম্বর বড়দিন পালন/শুভেচ্ছা জানানোর অর্থ হলো – আপনি সাক্ষ্য দিচ্ছেন আল্লাহ তা'আলা এই দিনে পুত্র সন্তান জন্ম দিয়েছে...
24/12/2024

২৫শে ডিসেম্বর বড়দিন পালন/শুভেচ্ছা জানানোর অর্থ হলো – আপনি সাক্ষ্য দিচ্ছেন আল্লাহ তা'আলা এই দিনে পুত্র সন্তান জন্ম দিয়েছে! (নাউজুবিল্লাহ)

যিনা করতে পারার ক্ষমতা, কাউকে পুরুষ বানায় না। একটার পর একটা গার্লফ্রেন্ড পালটানো কারো পুরুষত্বের ক্রাইটেরিয়া নয়। সত্যি ক...
24/12/2024

যিনা করতে পারার ক্ষমতা, কাউকে পুরুষ বানায় না। একটার পর একটা গার্লফ্রেন্ড পালটানো কারো পুরুষত্বের ক্রাইটেরিয়া নয়। সত্যি কারের পুরুষ হলো যারা দায়িত্ব নিতে যানে। সত্যিকারের পুরুষ হলো যারা যি'নার পথ বন্ধ করে। সত্যি কারের পুরুষ বিয়ের পথ বেছে নেয়।

--- কথা- সংগৃহীত।

২৭ বছরের সম্ভাবনাময় এক টগবগে যুবক। পেশায় প্রকৌশলী। জাপানে যাবার সব কাগজপত্র রেডি। বিয়ের কথাবার্তা চলছে। এক কথায় সমানে স্...
24/12/2024

২৭ বছরের সম্ভাবনাময় এক টগবগে যুবক। পেশায় প্রকৌশলী। জাপানে যাবার সব কাগজপত্র রেডি। বিয়ের কথাবার্তা চলছে। এক কথায় সমানে স্বপ্নময় এক ভবিষ্যত।

রমজানে কনস্ট্রাকশন সাইট ভিজিট করার সময় গায়ের উপর ক্রেন পড়ছে। লাম্বার রিজিওনে স্পাইনাল কর্ড ট্রান্সেকশান নিয়ে আমাদের কাছে এসেছে। ছেলেটা বেঁচে থাকবে, তবে আর কোনদিন শরীরের নিচের অংশ নাড়াতে পারবে না। আর কোনদিন সে সোজা হয়ে দাঁড়াতে পারবে না, আর কোনদিন সে সিজদা দিতে পারবে না। ছেলেটার জন্য এখন স্বপ্নহীন একটা হুইলচেয়ার অপেক্ষা করছে।

এইতো জীবন। পদ্মপাতায় জলের মত।
কীসের এত অহংকার?
দাপটে তোমার পা মাটিতে পড়ে না? হতে পারে একটু পরেই তোমার পা তুলে হাঁটার ক্ষমতা-ই কেড়ে নেয়া হবে।

خُلِقَ الۡاِنۡسَانُ ضَعِیۡفًا

এতটা অসহায় ভালনারেবল এক মাখলুকের বড়াই করা সাজে না। সিজদাহ করার ক্ষমতা হারিয়ে ফেলার আগেই বেশি বেশি সিজদাহ করা দরকার। সুস্থতা যে কতবড় নেয়ামত এইসব মানুষগুলোকে দেখলে সেটা উপলব্ধিতে আসে।

- ডা. মেহেদী হাসান।

এমন ইসলামিক পোস্ট পেতে পেজে লাইক ফলো দিয়ে পাশে থাকুন ধন্যবাদ Message Of Islam 卝 ইসালামের বার্তা

ালামেরবার্তা

#ইসলামের_বার্তা

হে  আমার প্রতিপালক! আপনাকে ডেকে আমি কখনোই নিরাশ হইনি,সূরা মারিয়াম: ৪   ালামেরবার্তা  #ইসলামের_বার্তা
24/12/2024

হে আমার প্রতিপালক! আপনাকে ডেকে আমি কখনোই নিরাশ হইনি,
সূরা মারিয়াম: ৪


ালামেরবার্তা

#ইসলামের_বার্তা

সাবধান যুকব!! আল্লাহ তুমি আমাদের সকল কে হেফাজত কর! আমিন
23/12/2024

সাবধান যুকব!!
আল্লাহ তুমি আমাদের সকল কে হেফাজত কর! আমিন

23/12/2024

শীত লাগলে আলমারি থেকে কম্বল নামাও। বউ লাগবে, স্বামী লাগবে এগুলা কেমন কথা.?😕😏🙂

নতুন বছরের আগমন মানে হল - একটা বছর হায়াত কমে গেলো, বার্ধক্যের দিকে এবং মৃত্যুর দিকে এক ধাপ এগিয়ে গেলাম।আল্লাহুম্মাগফিরলি...
23/12/2024

নতুন বছরের আগমন মানে হল - একটা বছর হায়াত কমে গেলো, বার্ধক্যের দিকে এবং মৃত্যুর দিকে এক ধাপ এগিয়ে গেলাম।
আল্লাহুম্মাগফিরলি

Message Of Islam 卝 ইসালামের বার্তা

পর্ণগ্রাফি ও হস্তমৈথুনের ভয়াবহতার সিরিজ শুরু হয়ে গেল প্রতিদিন সন্ধা ৭টায়  দেখতে ফলো করে পাশে থাকুন আমাদের পেজ Message Of...
21/12/2024

পর্ণগ্রাফি ও হস্তমৈথুনের ভয়াবহতার সিরিজ শুরু হয়ে গেল প্রতিদিন সন্ধা ৭টায় দেখতে ফলো করে পাশে থাকুন আমাদের পেজ Message Of Islam 卝 ইসালামের বার্তা
অশ্লীলতা থেকে আমাদের সকলের বেঁচে থাকতে হবে।

ালামেরবার্তা

#ইসলামের_বার্তা

বিশ্ব মানবতার এক নিরব স্বয়ংক্রিয় ঘাতক। যার ছোবল থেকে নিরাপদ নয় বিশ্ব মানবতা। ধ্বংস করে চলছে লক্ষ কোটি যুবক যুবতীর সোন...
20/12/2024

বিশ্ব মানবতার এক নিরব স্বয়ংক্রিয় ঘাতক। যার ছোবল থেকে নিরাপদ নয় বিশ্ব মানবতা। ধ্বংস করে চলছে লক্ষ কোটি যুবক যুবতীর সোনালী জীবন। ঘুরিয়ে দিচ্ছে তাদের সোনালী জীবনের অগ্রগতির মোড়।ঘুরিয়ে দিচ্ছে তাদের জীবনের স্রোতকে এক অন্ধকার, অশ্লীল,ও অনিশ্চিত ভবিষ্যতের দিকে।
ধ্বংস করছে সমাজ, দেশ এবং গোটা বিশ্বের মানব সভ্যতাকে।
এ যেন এক প্রকট শক্তিশালী মহামারী যা কোন অংশেই মাদক ইত্যাদি থেকে দুর্বল নয় বরং অনেক ক্ষেত্রে বলা চলে, মাদক ইত্যাদির চেয়েও এ ব্যধি ধ্বংসলীলায় অত্যন্ত প্রকট ও শক্তিশালী।
আজ অমুসলিম সভ্যতার পাশাপাশি হারিয়ে যাচ্ছে মুসলিম সভ্যতাও আক্রান্ত হচ্ছে এই মহামারীতে।যার ফলশ্রুতিতে সমাজে স্থিতিশীলতা লংঘন হচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে অসংখ্য পরিবার বিচ্ছেদ হচ্ছে স্বামী স্ত্রী সহ পরিবারের অন্যান্য সদস্যদের মাঝে, যার ফলে দিন দিন ছড়িয়ে পড়ছে যিনা,ব্যভিচারের অশুভ বাতাস। হারিয়ে ফেলছে অসংখ্য যুবক-যুবতী বিবাহের যোগ্যতা ও সুনীল স্বপ্ন।
এই মহামারীর প্রকটতা এতই বেশি,যে একজন আসক্ত ব্যক্তি তার একাকী প্রচেষ্টায় কখনোই এর থেকে বের হয়ে আসতে পারে না।
তাই আসুন দেশ পরিবর্তনের এই উত্তম সময়ে আওয়াজ ওঠাই,,বন্ধ হোক আমার এই স্বপ্নের দেশে এ মহামারীর সকল ওয়েবসাইট, অ্যাপস এবং সহযোগী সকল ভি পি এন।
হতে পারে আপনার কোন ভাই বোন আক্রান্ত তাই আপনি আপনার জায়গা থেকে আওয়াজ তুলুন সচেতন করুন আপনার প্রিয় মানুষদের। এমন এক আওয়াজ তুলুন যাতে করে সত্যিই আমার এই দেশটি এই মহামারী থেকে পবিত্র হতে পারে। হয়তো নিজে লেখালেখি করুন অথবা যারা লিখছে তাদের লেখাকে সর্বত্র সর্বোচ্চ পর্যায়ে ছড়িয়ে দিন।
আবারো বলছি আওয়াজ তুলুন, হা ভাই আওয়াজ তুলুন
আল্লাহ আমাদের সকল মুসলিম যুবকদেরকে হেফাজত করুন

এমন ইসলামিক পোস্ট পেতে পেজে লাইক ফলো দিয়ে পাশে থাকুন ধন্যবাদ Message Of Islam 卝 ইসালামের বার্তা

বি: দ্র:
পর্ণগ্রাফি ও হস্তমৈথুনের ভয়াবহতার সিরিজ শুরু হয়ে গেল প্রতিদিন সন্ধা ৭টায় দেখতে ফলো করে পাশে থাকুন আমাদের পেজ Message Of Islam 卝 ইসালামের বার্তা

ালামেরবার্তা

#ইসলামের_বার্তা

প্রশ্নঃ শুক্রবারে কি কি আমল করব।উত্তরঃ জুমার দিন শুধু এই উম্মতের বৈশিষ্ট্য : হজরত আবু হুরায়রা রা: থেকে বর্ণিত, নবীজী সা:...
20/12/2024

প্রশ্নঃ শুক্রবারে কি কি আমল করব।

উত্তরঃ জুমার দিন শুধু এই উম্মতের বৈশিষ্ট্য : হজরত আবু হুরায়রা রা: থেকে বর্ণিত, নবীজী সা: বলেন, আমাদের পূর্ববর্তী উম্মতকে জুমার দিন সম্পর্কে আল্লাহ তায়ালা অজ্ঞ রেখেছেন। ইহুদিদের ফজিলতপূর্ণ দিবস ছিল শনিবার। খ্রিষ্টানদের ছিল রোববার। অতঃপর আল্লাহ তায়ালা আমাদেরকে দুনিয়ায় পাঠালেন এবং জুমার দিনের ফজিলত দান করলেন। সিরিয়ালে শনি ও রোববারকে শুক্রবারের পরে রাখলেন। দুনিয়ার এই সিরিয়ালের মতো কেয়ামতের দিনও ইহুদি খ্রিষ্টানরা মুসলমানদের পরে থাকবে। আমরা উম্মত হিসেবে সবার শেষে এলেও কেয়ামতের দিন সব সৃষ্টির আগে থাকব (মুসলিম-১৪৭৩)।

জুমার দিন দুনিয়ার শ্রেষ্ঠ দিন : হজরত আবু হুরায়রা রা: থেকে বর্ণিত, নবীজী সা: বলেছেন, পৃথিবীর যত দিন সূর্য উদিত হবে তার মধ্যে শ্রেষ্ঠ দিন হলো শুক্রবার। এ দিনে আদম আ:-কে সৃষ্টি করা হয়েছে এবং জান্নাতে প্রবেশ করানো হয়েছে। এ দিনেই তাঁকে জান্নাত থেকে বের করা হয়েছিল। সর্বশেষ কেয়ামত সংঘটিত হবে শুক্রবার দিনে (মুসলিম-৮৫৪)।

সপ্তাহের সেরা দিন : রাসূলুল্লাহ সা: বলেন, জুমার দিন দিবসসমূহের মধ্যে শ্রেষ্ঠ এবং তা আল্লাহর নিকট অধিক সম্মানিত (ইবনে মাজাহ, হাদিস : ১০৮৪)।

গুনাহ মাফের দিন : রাসূলুল্লাহ সা: বলেন, যে ব্যক্তি জুমার দিন গোসল করে উত্তম পোশাক পরিধান করবে এবং সুগন্ধি ব্যবহার করবে, যদি তার নিকট থাকে। তারপর জুমার নামাজে আসে এবং অন্য মুসল্লিদের গায়ের ওপর দিয়ে টপকে সামনের দিকে না যায়। নির্ধারিত নামাজ আদায় করে। তারপর ইমাম খুতবার জন্য বের হওয়ার পর থেকে সালাম পর্যন্ত চুপ করে থাকে। তাহলে তার এই আমল পূর্ববর্তী জুমার দিন থেকে পরের জুমা পর্যন্ত সব সগিরা গুনাহের জন্য কাফ্ফারা হবে (আবু দাউদ, হাদিস : ৩৪৩)।

প্রতি কদমে এক বছরের নেকি লাভ : নবীজী সা: ইরশাদ করেছেন, যে ব্যক্তি জুমার দিনে উত্তমরূপে গোসল করে আগে আগে মসজিদে যায় এবং বাহনে না চড়ে হেঁটে যায়। ইমামের কাছাকাছি বসে মনোযোগ দিয়ে ইমামের আলোচনা শোনে, অনর্থক কাজ না করে, তবে তার প্রতি কদমের বিনিময়ে আল্লাহ তায়ালা এক বছর সিয়াম ও কিয়ামের সাওয়াব দান করেন (তিরমিজি-হাদিস : ৪৫৬)।

শুক্রবার মুসলমানদের ঈদের দিন : রাসূলুল্লাহ সা: ইরশাদ করেন, এই দিন অর্থাৎ জুমার দিনকে আল্লাহ তায়ালা মুসলমানদের জন্য ঈদের দিন বানিয়েছেন (সহিহ ইবনে মাজাহ-৯০৮)।

কবরের আজাব থেকে নাজাত : হাদিস শরিফে এরশাদ হয়েছে, কোনো মুসলমান শুক্রবারে রাতে কিংবা দিনে ইন্তেকাল করলে আল্লাহ তায়ালা তাকে কবরের আজাব থেকে রক্ষা করবেন (তিরমিজি-১০৭৪)।

ফজিলতপূর্ণ এই দিনের বিশেষ কিছু আমলের কথা হাদিস শরিফে বর্ণিত হয়েছে। এখানে কয়েকটি আমলের কথা উল্লেখ করা হলো।

১. প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করা ফজিলতপূর্ণ। এর মধ্যে শুক্রবারে ফজরের নামাজ জামাতে আদায় করা বেশি ফজিলতপূর্ণ। হাদিস শরিফে ইরশাদ হয়েছে, আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ নামাজ হলো শুক্রবারের ফজরের নামাজ। যা জামাতের সাথে আদায় করা হয় (সিলসিলাতুস সহিহা-৪/৯১)। ২. গোসল করা। ৩. উত্তম পোশাক পরিধান করা। ৪. সুগন্ধি ব্যবহার করা। ৫. আগে আগে মসজিদে যাওয়া : এই দিনের গুরুত্বপূর্ণ আমল হচ্ছে আগে আগে মসজিদে যাওয়া। আল্লাহ তায়ালা ইরশাদ করেন, ‘হে মুমিনগণ! জুমার দিনে যখন নামাজের আজান দেয়া হয়, তখন তোমরা আল্লাহর স্মরণে দ্রুত ছুটে যাও এবং বেচাকেনা বন্ধ করো। এটা তোমাদের জন্য উত্তম যদি তোমরা বোঝো’ (সূরা জুমা, আয়াত : ৯)।

রাসূলুল্লাহ সা: বলেছেন, জুমার দিন মসজিদের দরজায় ফেরেশতারা অবস্থান করেন এবং ক্রমানুসারে আগে আগমনকারীদের নাম লিখতে থাকেন। যে সবার আগে আসে সে ওই ব্যক্তির মতো যে একটি মোটাতাজা উট কোরবানি করে। এরপর যে আসে সে ওই ব্যক্তি যে একটি গাভী কোরবানি করে। এরপর আগমনকারী ব্যক্তি মুরগি দানকারীর মতো। তারপর ইমাম যখন বের হন তখন ফেরেশতাগণ তাদের লেখা বন্ধ করে দেন এবং মনোযোগসহকারে খুতবা শুনতে থাকেন ।

৬. সূরা কাহাফ তেলাওয়াত করা : আবু সাঈদ খুদরি রা: থেকে বর্ণিত, রাসূল সা: বলেন, যে ব্যক্তি জুমার দিন সূরা কাহফ পাঠ করবে, তার জন্য দুই জুমা পর্যন্ত নূর উজ্জ্বল করা হবে (আমালুল ইয়াওমী ওয়াল লাইল, হাদিস : ৯৫২)।

৭. বেশি বেশি দরুদ শরিফ পাঠ করা : এই দিনের আরেকটি আমল হচ্ছে নবীজীর ওপর বেশি বেশি দরুদ পাঠ করা। এই মর্মে রাসূল সা: বলেন, তোমরা এই দিনে আমার ওপর অধিক পরিমাণে দরুদ পাঠ করো। কেননা তোমাদের দরুদ আমার সম্মুখে পেশ করা হয়ে থাকে (আবু দাউদ, হাদিস : ১০৪৭)।

৮. মসজিদে এসে জিকির, তেলাওয়াত ও ইবাদত ভিন্ন অপ্রয়োজনীয় অন্য কোনো কথা না বলা : হাদিস শরিফে ইরশাদ হয়েছে, নবীজী সা: বলেছেন, জুমার নামাজের খুতবার সময় তুমি যদি তোমার সাথিকে চুপ থাকতে বলো, তবে এটাও তোমার অনর্থক কাজ হবে (বুখারি-হাদিস : ৯০৬)।

বৃহস্পতিবার মাগরিব থেকে জুমু'আর দিনের মাগরিবের আগ পর্যন্ত প্রতিটি সেকেন্ড নেকি ও সওয়াবের একেকটি ভান্ডার।
অতএব (পুরো সময়টাতে যত বেশি সম্ভব) রাসূলুল্লাহ ﷺ এর প্রতি দরুদ পাঠ করুন।

— ইমাম ইবনুল কাইয়িম রহিমাহুল্লাহ

-اَللَّهُمَّ صَلِّ وَسَلِّمْ عَلَى نَبِيِّنَا مُحَمَّد(ﷺ)

"আল্লহুম্মা সল্লি ওয়া সাল্লিম 'আলা নাবিয়্যিনা মুহাম্মাদ"

এমন ইসলামিক পোস্ট পেতে পেজে লাইক ফলো দিয়ে পাশে থাকুন ধন্যবাদ Message Of Islam 卝 ইসালামের বার্তা

ালামেরবার্তা

#ইসলামের_বার্তা

বৃহস্পতিবার মাগরিব থেকে জুমু'আর দিনের মাগরিবের আগ পর্যন্ত প্রতিটি সেকেন্ড নেকি ও সওয়াবের একেকটি ভান্ডার।অতএব (পুরো সময়ট...
20/12/2024

বৃহস্পতিবার মাগরিব থেকে জুমু'আর দিনের মাগরিবের আগ পর্যন্ত প্রতিটি সেকেন্ড নেকি ও সওয়াবের একেকটি ভান্ডার।
অতএব (পুরো সময়টাতে যত বেশি সম্ভব) রাসূলুল্লাহ ﷺ এর প্রতি দরুদ পাঠ করুন।

— ইমাম ইবনুল কাইয়িম রহিমাহুল্লাহ

-اَللَّهُمَّ صَلِّ وَسَلِّمْ عَلَى نَبِيِّنَا مُحَمَّد(ﷺ)

"আল্লহুম্মা সল্লি ওয়া সাল্লিম 'আলা নাবিয়্যিনা মুহাম্মাদ"

এমন ইসলামিক পোস্ট পেতে পেজে লাইক ফলো দিয়ে পাশে থাকুন ধন্যবাদ
Message Of Islam 卝 ইসালামের বার্তা

ালামেরবার্তা

#ইসলামের_বার্তা

Address

Sunamganj

Alerts

Be the first to know and let us send you an email when Message Of Islam 卝 ইসালামের বার্তা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category