Crush And Confession Of Sunamganj

Crush And Confession Of Sunamganj প্রিয়জনকে বলতে না পারা মানুষদের জন্য এই পেইজ,পরিচয় গোপন রেখে প্রিয়জনকে নিয়ে মনের কথাগুলো আমরা জানাব💌

29/07/2025

রিভার ভিও গিয়ে কি হবে আইলাভিও তো হবে না 😒

29/07/2025

Crush ke Niye Confu likchen Na Keno 😉

"আসসালামু আলাইকুম" আমার নাম রিয়ান 😇 আমার বাসা নেত্রকোনা, সদর🥀আমি নেত্রকোনা জেলার নেত্রকোনা সদরে আমার বাসা কিন্তু কেন জান...
01/05/2024

"আসসালামু আলাইকুম"
আমার নাম রিয়ান 😇 আমার বাসা নেত্রকোনা, সদর🥀
আমি নেত্রকোনা জেলার নেত্রকোনা সদরে আমার বাসা কিন্তু কেন জানি শুধু সুনামগঞ্জ জেলা আমার অনেক ভালো লাগে কেন জানি একটা অন্যরকম টান জানিনা কি আছে ওই জেলাতে এবং শহরে😔
কখনো যাওয়া হয়নি কিন্তু যাওয়ার অনেক আগ্রহ কেন জানি একটা অন্যরকম টান 😔

I love Sunamganj district very much😇😍
Love to all from my netrakona district and me😇😍🥀

 From:  অচেনা কেউTo: Sumaya Mimমেয়ে তুমি;পদ্মকলি রজনী-গন্ধা নাকি ফুটন্ত গোলাপ,তুমি শুধু প্ররাণের পিপাসা মিটানো প্রেমের ম...
19/04/2024


From: অচেনা কেউ
To: Sumaya Mim

মেয়ে তুমি;
পদ্মকলি রজনী-গন্ধা
নাকি ফুটন্ত গোলাপ,
তুমি শুধু প্ররাণের
পিপাসা মিটানো প্রেমের মিষ্টি আলাপ,
বকুলের মালা, বেলীর সৌরভ, কৃষ্ণ চূড়ার লাল,
সূর্যমুখীর চেয়ে থাকা, শিল্পীর ছবি আঁকা, স্বপ্নের মহাকাল।

সৌন্দর্যে মুগ্ধ হওয়া যায় প্রেমে পড়েছি বলা দায়, আমি আসলেও জানি না তুমি রজনীগন্ধা নাকি সত্যি ফুটন্ত গোলাপ, রবীন্দ্রসংগীত শুনো? না শুনে থাকলেও
-দূর হতে আমি তারে সাধিব
গোপনে বিরহডোরে বাঁধিব;
গানটা একবার শুনে তোমার জন্য উৎসর্গ করলাম! বসন্তের আগমনে যখন কোকিলের ডাক শুনতে সবাই ব্যস্ত; ঠিক তখন আমি অপেক্ষায় থাকবো শুধু তোমার ডাকের! সূর্যমূখীর সৌন্দর্যে যখন সবাই মুখরিত; তখন আমি তোমাতে মুগ্ধ! যখন সবাই শিল্পীর আঁকা ছবিতে সপ্নের মহাকাল খুজ পেয়েছে; তখন আমি পেয়েছি তোমার মায়াবতী মুখখানা দেখে সপ্নরমহাকাল পারি দেওয়ার সাহস!

ভালো থেকো ভেবে রেখো,
দূর হতে আমি তোমায় সাধিব;
গোপনে বিরহডোরে বাঁধিব!

16/01/2024

From: আপনার অন্যতম কোন বান্ধবী, যে আপনাকে ভালোবাসে
To: Yemon

কোথা থেকে শুরু করব বা বলবো বুঝতে পারতেছিনা।But কাওকে ভালোবাসলে যে তাকে পাওয়াই লাগবে এটা আমি trust করতে চাই না cuz আমি জানি আপনার কাছে আমার এসব just jocks এর মতই লাগবে😅💔।কিন্তু না বলেও পারলাম না।আপনাকে আমি হয়তো অনেক বছর ধরেই চিনি but কিভাবে যে এই ফিলিংস টা হয়ে গেছে বুঝতেও পারি নাই।🦋✨

আপনি আমাকে না ভালোবাসলেও সমস্যা নেই।আমি শুধু আপনাকে জানাতে চাই যে আপনার প্রতি আমার অনেক মায়া।and আপনাকে আপন করে নিতে চাই।🤍

যদি এই কথা গুলো শুনে emotional হয়ে যান তাহলে আমাকে খুঁজে নিবেন plsss..🥹
ইতি
আপনার অপেক্ষায় একজন🌼

Mention Him/Her If Possible 🙂💌

  : 03From :না জানলেও চলবেTo : Sadiya Rahman [fb থেকে নামটা জানা]চোখ কীভাবে মানুষের মনকে আকর্ষণ করে তা আপনার চোখে দিকে ন...
09/12/2023

: 03
From :না জানলেও চলবে
To : Sadiya Rahman [fb থেকে নামটা জানা]
চোখ কীভাবে মানুষের মনকে আকর্ষণ করে তা আপনার চোখে দিকে না থাকালে বুঝতাম না। আপনার চোখ যেন কোন এক শিল্পী তার রংতুলিতে কাজল লাগিয়ে ইচ্ছে মতো কাজল মিশিয়ে দিয়ে ছিলো।

তাই যে কোন মানুষকে এই চোখ দিয়ে গায়েল করা সম্ভব। আমার বেলায় তার ব্যতিক্রম নয় আমাকে গায়েল করেছেন। প্রথম দেখা রিয়ারভিউ তে প্রথম দেখায় আপনার চোখ আমার মন আকর্ষণ করছে।
জানি কেউ আছে কিনা আপনার লাইফে থাকলেও সমস্যা নাই ওয়ান সাইড লাভ বলেও একটা বাক্য আমি না হয় সেটা নিয়েই থাকবো।😊

আপনার ক্রাস, প্রিয় কিংবা ভালোবাসার মানুষটাকে নিয়ে যদি কোন লিখার থাকে, লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে আমরা তা পরিচয় গোপব প্রকাশ করব]

  : 02From : অচেনা এক পথচারী To : ƬaHsin MahʆaƁin কে আপনি, কোথায় আপনার অস্তিত্ব, কী আপনার সৌন্দর্যের রহস্য?? জানা নেই কর...
09/12/2023

: 02

From : অচেনা এক পথচারী
To : ƬaHsin MahʆaƁin
কে আপনি, কোথায় আপনার অস্তিত্ব, কী আপনার সৌন্দর্যের রহস্য?? জানা নেই কর লিখতে আসছি কীভাবে কী লিখবো, হটাৎ করেই অচেনা এক রাস্তায় আপনার দেখা, চলন্ত অবস্থা এক পলক দেখা, সেই দেখায় মনে প্রতিচ্ছবি করে নিলো। তারপর থেকে মনের মধ্যে শুধু একটা প্রশ্ন ঘুরপাক করতো! আর কী দেখা পাবো? না! হ্যাঁ! কিন্তু হ্যাঁ সত্যি দেখা পেলাম, সেটা সোস্যাল মিডিয়াতে ভাবি নি কখনো এভাবে চোখের সামনে এসে আবার ধরা দিবেন, আমার জানা নেই এসব কী ভালোবাসর সাইন নাকি অন্য কিছু। যদি ভালোবাসা হয় তবে বিশ্বাস করি যেভাবে আমার সামনে এসে ধরা দিছেন ঠিক সেভাবেই আমার হবেন, ভালো থাকবেন সবসময়।
আর কখনো নিজ থেকে খুজতে যাবেন না, খুজতে গেলে রাত্রর ঘুমহীনতায় ভুগতে পারেন

ইতি-
অচেনা এক পথচারী।

[আপনার ক্রাস, প্রিয় কিংবা ভালোবাসার মানুষটাকে নিয়ে যদি কোন লিখার থাকে, লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে আমরা তা পরিচয় গোপব প্রকাশ করব]

23/10/2023

ক্রাসকে নিয়ে কনফেশন লিখছেন না কেন??

Crush কে মনের কথা বলতে পেরেছেনে😌🫶
22/10/2023

Crush কে মনের কথা বলতে পেরেছেনে😌🫶

07/09/2023

কে এখনও কনফেশন পাওয়ার বাকি আছো 🙃

- প্রিয় মানুষটাকে নিয়ে কিছু লিখতে চান.?. 🌸
16/07/2023

- প্রিয় মানুষটাকে নিয়ে কিছু লিখতে চান.?. 🌸

14/07/2023

crush-কে লুকিয়ে থেকে confession মাধ্যমে জানাতে পেরেছেন নাকি crush খাইয়া যে চিত হয়ে আছেন..!🥴

Address

Love Road
Sunamganj
3000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Crush And Confession Of Sunamganj posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category