Meme's Anamul

Meme's Anamul আসসালামু আলাইকুম
এটা আমার নতুন পেইজ.
প্লিজ সবাই সাপোর্ট করবেন_
ধন্যবাদ পেজটি ফলো করার জন্য। ♥️

06/11/2022

✍️আসসালামু আলাইকুম 📣
আমাদের এইচএসসি ভাই বোনদের নিয়ে জাউয়া বাজার ডিগ্রি কলেজের বাংলা প্রভাষক দুলাল মিয়া
স্যারের কিছু বক্তব্য __
সুপ্রিয় এইচএসসি ও আলিম পরীক্ষার্থী বন্ধুরা শুভেচ্ছা নিও। ৬ নভেম্বর, রবিবার তোমাদের পরীক্ষা শুরু। তোমরা জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় অতিবাহিত করছো। দুনিয়াটাই একটি পরীক্ষাক্ষেত্র। জীবনের প্রতিটি ধাপে পরীক্ষার মুখোমুখি হতে হবে। এ সময়টুকু তোমাদের অত্যন্ত আত্মবিশ্বাস ও সাহসিকতার সাথে মোকাবেলা করতে হবে। পরীক্ষার আগ মুহূর্তে দুশ্চিন্তা না করে সময়ের সদ্ব্যবহার নিশ্চিত করতে হবে।
পরীক্ষায় ভালো করার জন্য যেসব বিষয়ের প্রতি যতœবান হতে হবে–
* আত্মবিশ্বাস রাখতে হবে। মনে কর, তুমি সবকিছুই পারো, সব তোমার মনে আছে। খাতায় লিখতে পারবে। কোনো অবস্থায়ই মনে থাকবে কিনা; লিখতে পারবো কিনা এমন হতাশায় ভোগবে না। নিজের ওপর পুরোপুরি বিশ্বাস রেখো।
* ভালো ফলাফল অর্জনের পূর্বশর্ত হলো শিক্ষার্থী শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকা। এজন্য অভিভাবকেও ইতিবাচক মনোভাব দেখাতে হবে। শিক্ষার্থীর পড়ালেখার উত্তম পরিবেশ নিশ্চিত করতে হবে। সন্তানের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের প্রতি যতœশীল থেকে পড়ালেখাসহ প্রতিটি ভালো কাজে সমর্থন, উৎসাহ ও অনুপ্রেরণা দিতে হবে।
* শিক্ষার্থীর ঘুম ও খাবারে যাতে কোনো অনিয়ম না হয় সে দিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। পরীক্ষার তারিখ, বার ও সময় সম্পর্কে স্পষ্ট ধারণা রাখতে হবে। সকল দুশ্চিন্তা থেকে নিজেকে মুক্ত রাখতে হবে। পরীক্ষার পূর্বের রাতেই প্রবেশপত্র, এডমিট কার্ড, কলম, পেন্সিল, রাবার, স্কেল, ক্যালকুলেটর ও জ্যামিতি বক্সসহ প্রয়োজনীয় উপকরণগুলো নিশ্চিত হয়ে প্লাস্টিকের একটি সাদা ফাইলে ঢুকিয়ে রাখতে হবে। পরীক্ষা শুরুর অন্তত আধাঘণ্টা আগে পরীক্ষার হলে প্রবেশ করতে হবে।
* শিক্ষার্থীর পঠিত সব বিষয়েরই গুরুত্ব রয়েছে। তাই প্রত্যেকটি বিষয়ে সমান গুরুত্ব দিতে হবে। শেষ মুহূর্তেও মূল বইয়ে গুরুত্ব সহকারে অনুশীলন করতে হবে। পরীক্ষায় কাক্সিক্ষত নম্বর পাওয়ার ক্ষেত্রে প্রশ্ন নির্বাচন যেমন গুরুত্বপূর্ণ, তেমনি যথার্থ উত্তর প্রদানের ক্ষেত্রেও সতর্ক থাকা খুবই জরুরি।
* পরীক্ষকের দৃষ্টি আকর্ষণের জন্য উত্তরপত্রের ডেকোরেশন একটি গুরুত্বপূর্ণ বিষয়। পৃষ্ঠার ওপরে দেড় ইঞ্চি, নিচে আধা ইঞ্চি, বামে এক ইঞ্চি এবং ডানে আধা ইঞ্চি পরিমাণ জায়গা খালি রাখতে হবে। একটি উত্তর লেখা শেষে এক থেকে দেড় ইঞ্চি পরিমাণ জায়গা ফাঁক দিয়ে আরেকটি উত্তর লেখা শুরু করতে হবে। হাতের লেখা ¯পষ্ট ও পাঠযোগ্য হওয়া অত্যন্ত প্রয়োজন। ঘষামাজা, কাটাছেড়া যথাসম্ভব পরিহার করা উচিত। লেখার ক্ষেত্রে কালো কালির বল পয়েন্ট কলম ব্যবহার করা ভালো।
* প্রশ্ন পাওয়ার পর এক থেকে দুইবার খুব মনোযোগ দিয়ে প্রশ্নটি পড়ে নিবে। ধারাবাহিকভাবে প্রশ্নের উত্তর লেখাই ভালো। পরীক্ষার খাতায় প্রশ্নের নম্বর পৃষ্ঠার মাঝামাঝি লেখাই ভালো।
* পরীক্ষা চলাকালীন অবশ্যই ঘড়ি ব্যবহার করতে হবে। মোবাইল ব্যবহার একেবারেই নিষিদ্ধ। পরীক্ষার্থী কোনভাবেই মোবাইল সাথে রাখতে পারবে না। পরীক্ষার হলে সময় সচেতন থাকা খুবই দরকার। মনে রাখতে হবে, ফুলমার্কস আনসার করা খুবই জরুরি। প্রতিটি প্রশ্নের সময় ভাগ করে নিয়ে নির্দিষ্ট সময়ের অন্তত পাঁচ মিনিট আগেই লেখা শেষ করতে হবে।
* পরীক্ষার হলে রিভিশন একটি গুরুত্বপূর্ণ বিষয়। লেখা শেষ করেই পুরো উত্তরপত্র রিভিশন দিবে। এতে অনিচ্ছাকৃত অনেক ত্রুটি সংশোধন করতে পারবে। ফলে কাক্সিক্ষত নম্বর পাওয়া অনেকটাই নিশ্চিত হবে।
সুষ্ঠু ও ইতিবাচক পরিবেশে পরীক্ষা স¤পন্ন হোক। সবার জন্য শুভকামনা।
লেখক : প্রভাষক, বাংলা বিভাগ, জাউয়া বাজার ডিগ্রি কলেজ, ছাতক, সুনামগঞ্জ।
আজ থেকে এইচএসসি পরীক্ষা শুরু : সুনামগঞ্জে অংশ নিবে ১২,৩৬৯ জন

আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন, -?
06/11/2022

আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন, -?

19/08/2022

জাউয়া বাজার ডিগ্রি কলেজ,

30/05/2022
অভিনন্দন প্রিয় টিম গুজ্রাট টাইটান্স, আইপিএল ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ ট্রফি বিজয়ীদের শুভেচ্ছা ও অভিনন্দন -----🥀🥀
30/05/2022

অভিনন্দন প্রিয় টিম গুজ্রাট টাইটান্স,
আইপিএল
ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ
ট্রফি বিজয়ীদের শুভেচ্ছা ও অভিনন্দন -----🥀🥀

এককথায় অসাধারণ আর অবিশ্বাস্য পার্টনারশিপ দেখল বিশ্ব! আমার মনে হয়, ৪৫ রানে ৬ উইকেট হারিয়ে ফেলার পর চরম আশাবাদী মানুষও আজ ...
23/02/2022

এককথায় অসাধারণ আর অবিশ্বাস্য পার্টনারশিপ দেখল বিশ্ব! আমার মনে হয়, ৪৫ রানে ৬ উইকেট হারিয়ে ফেলার পর চরম আশাবাদী মানুষও আজ আশা করতে পারিনি বাংলাদেশ এই ম্যাচে জিতবে।

অভিনন্দন আফিফ হোসেন ও মেহেদী হাসান মিরাজকে 🌷❤️🇧🇩

আসসালামু আলাইকুম,,,, এটা আমার নতুন পেইজ, প্লিজ সবাই একটু ফলো করবেন ---সবাই কে আন্তরিক কৃতজ্ঞতা, আমাকে এতোটা সাপোর্ট করার...
21/10/2021

আসসালামু আলাইকুম,,,,
এটা আমার নতুন পেইজ, প্লিজ সবাই একটু ফলো করবেন ---
সবাই কে আন্তরিক কৃতজ্ঞতা,
আমাকে এতোটা সাপোর্ট করার জন্য,
বেচে থেকো হাজার বছর,
শুভকামনা সবার প্রতি,

Address

Dowara Bazar
Sunamganj

Alerts

Be the first to know and let us send you an email when Meme's Anamul posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category