Robiul Hasan

Robiul Hasan Iam A Photographer . Iam From Sunamgonj,Sylhet,Bangladhesh.

31/07/2024

Send a message to learn more

পূর্ণিমাসন্ধ্যায় তোমার রজনীগন্ধ্যায়রূপসাগগের পাড়ের পানে উদাসীমন ধায়....Photo : Robiul Hasandevice : Sony 7iii           ...
31/12/2023

পূর্ণিমাসন্ধ্যায় তোমার রজনীগন্ধ্যায়
রূপসাগগের পাড়ের পানে উদাসীমন ধায়....

Photo : Robiul Hasan
device : Sony 7iii
Viltrox 85mm
location : Jawa,Sunamganj.

Reception Event Covered By Team Image Place 🥰
13/05/2023

Reception Event Covered By Team Image Place 🥰

Pesko Gang 😋
10/05/2023

Pesko Gang 😋

Late Upload 🥰 Jonu Vai Er Holud Hainja 🤗
10/05/2023

Late Upload 🥰

Jonu Vai Er Holud Hainja 🤗

Beloved 🥰
09/05/2023

Beloved 🥰

16/01/2023

Study nature, love nature, and stay close to heart. It will never fail you. – Frank Lloyd Wright
Once it casts its spell, the Sea holds one in its net of wonder forever. – Jacques-Yves Cousteau
If you truly love nature, you will find beauty everywhere. – Vincent Van Gogh
I felt my lungs inflate with the onrush of scenery — air, mountains, trees, people. I thought, ‘This is what it is to be happy. – Sylvia Plath
For a time, I rest in the grace of the world and am free. – Wendell Berry
I like this place and could willingly waste my time in it. – William Shakespeare
The earth laughs in flowers. – Ralph Waldo Emerson
The Earth is what we all have in common. – Wendell Berry
I wouldn’t say I like formal gardens. I like wild nature. It’s just the wilderness instinct to me, I guess. – Walt Disney.

প্রকৃতি অধ্যয়ন করুন, প্রকৃতিকে ভালবাসুন এবং হৃদয়ের কাছাকাছি থাকুন। এটা আপনি ব্যর্থ হবে না। - ফ্রাঙ্ক লয়েড রাইট
একবার এটি তার মন্ত্র নিক্ষেপ করে, সাগর চিরকাল তার বিস্ময়ের জালে একজনকে ধরে রাখে। - জ্যাক-ইভেস কৌস্টো
আপনি যদি সত্যিই প্রকৃতিকে ভালোবাসেন তবে আপনি সর্বত্র সৌন্দর্য পাবেন। - ভিনসেন্ট ভ্যান গগ
আমি অনুভব করেছি যে আমার ফুসফুস প্রাকৃতিক দৃশ্যের সাথে স্ফীত হচ্ছে — বাতাস, পাহাড়, গাছ, মানুষ। আমি ভাবলাম, ‘এটাই খুশি হওয়া। - সিলভিয়া প্লাথ
কিছু সময়ের জন্য, আমি বিশ্বের কৃপায় বিশ্রাম এবং মুক্ত। - ওয়েন্ডেল বেরি
আমি এই জায়গাটি পছন্দ করি এবং স্বেচ্ছায় এতে আমার সময় নষ্ট করতে পারি। - উইলিয়াম শেক্সপিয়ার
পৃথিবী ফুলে হাসে। - রালফ ওয়াল্ডো এমারসন
পৃথিবী আমাদের সকলের মধ্যেই সাধারণ। - ওয়েন্ডেল বেরি
আমি বলব না আমি আনুষ্ঠানিক বাগান পছন্দ করি। আমি বন্য প্রকৃতি পছন্দ করি। এটা আমার কাছে শুধু মরুভূমির প্রবৃত্তি, আমি অনুমান করি। - ওয়াল্ট ডিজনি

Music In this Video: https://www.youtube.com/watch?v=o7R86...

Thanks For Watching This Video Please Subscribe to My Channel

Thanks For Staying with us.

Thanks for watching this video. ✓ Like ✓ comments ✓ Share & Subscribe.

30/11/2022

Congratulation Argentina Team Selected For 16 🥰

Always Special PersLeo Messiiii 🥰

Argentine Fans Of Sunamganj Grand Rally 😉

Video Credit : kabir ahmed babu

16/11/2022

মাননীয় প্রধানমন্ত্রী, আপনি যেদিন ভিডিও কনফারেন্স-এর মাধ্যমে ভাটি এলাকার বহু দিনের কাঙ্ক্ষিত সুনামগঞ্জ সুরমা নদীর উপর আব্দুজ জহুর সেতু উদ্বোধন করেছিলেন, সেদিন এর মধ্য দিয়ে সরাসরি সড়ক যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হয়েছিল পাশ্ববর্তী কয়েকটি উপজেলার। এ সেতুটি উদ্বোধন হওয়ার পর থেকে সুবিধা পাচ্ছেন বিশ্বম্ভরপুর, তাহিরপুর এবং পাশ্ববর্তী উপজেলা ধরমপাশা ও মধ্যনগর থানার ১০ লক্ষাধিক জনগোষ্টি। সেদিন সেতুটি উদ্বোধনের পর হাজার-হাজার দর্শনার্থী মেঘ-বৃষ্টি উপেক্ষা করে স্বপ্নের সেতুটি স্বচক্ষে দেখার জন্য ভীড় জমান। স্বপ্নের সেতু উদ্বোধন হওয়ায় তাহিরপুরে আনন্দ মিছিল করেছিল এলাকাবাসী। এলাকাবাসীর আনন্দের কারন ছিল দু’টো; একদিকে হাওরবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরন, অপরদিকে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের আমৃত্যু সভাপতি মরহুম আব্দুজ জহুর-এর নামে সেতু উদ্বোধনকে কেন্দ্র করে আনন্দ সেদিন আকাশ ছুঁয়েছিল। সেসময় মরহুম আব্দুজ জহুর সাহেবের পুত্র জুনেদ আহমদ তার পিতার নামে সুরমা নদীর উপর নির্মিত ব্রিজটির নামকরন করায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা-কে তার পরিবারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। আমি সেই সেতু বিষয়ে কিছু পেছনের কথা ও তারপর বর্তমান পরিস্থিতি ব্যাখ্যা করবো।

“আব্দুর জহুর” সেতুটি ৭১.১৩ কোটি টাকা ব্যয়ে সুরমা নদীর উপর নির্মিত ৪০২.৬১ মিটার দৈর্ঘ্য বিশিষ্ট জেলার সবচেয়ে বড় সেতু। বাংলাদেশ সরকার ও জেডিসিএফ অর্থায়নে ২০০৫ সালে ১লা অক্টোবর সুনামগঞ্জ-কাচিরগাতি-বিশ্বম্ভরপুর সড়কের সুরমা নদীর উপর সেতু নির্মানের জন্য ২৩ কোটি ৫৯ লাখ ৬০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। এই বরাদ্দের পর ২০০৬-২০০৭ অর্থ বছরে সুনামগঞ্জ পৌরশহর সংলগ্ন মল্লিকপুর এলাকায় সুরমা নদীর উপর ১১৫ মিটার দৈঘ্য বিশিষ্ট সেতুর নির্মাণ কাজ শুরু করা হয়। কিন্তু কিছুদিন যেতে না যেতেই অর্থ সংকটের অজুহাতে সেতুটির নির্মাণ কাজ বন্ধ করে দেওয়া হয়। এ ঘটনায় ফুঁসে উঠে জেলার সর্বস্তরের জনসাধারণ। সেতুটির কাজ সম্পন্ন করার দাবীতে জেলাজুড়ে আন্দোলন শুরু হয় । সাবেক এমপি মতিউর রহমান, বর্তমান এমপি এডভোকেট পীর ফজলুল হক মিসবাহ সংসদে সুরমা সেতুর সমস্যার বিষয়টি বারবার তুলে ধরেন। অবশেষে যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের সরেজমিন সেতু এলাকা পরির্দশন করে সেতুটির কাজ দ্রুত সম্পন্ন করার আশ্বাস দেন। এরপর ২০১২ সালের অক্টোবর মাসে নকশা পরিবর্তন করে সেতুর দৈর্ঘ্য বাড়িয়ে ৪০২.৬১ মিটার করা হয়। এবং ব্যয় ধরা হয় ৬৪ কোটি ৫৪ লাখ টাকা। এই অর্থ বরাদ্দের পর একাধিক ঠিকাদারী প্রতিষ্টান অনিয়ম দূর্নীতির মধ্যদিয়ে প্রায় ৩ বছরে সেতুটির পাইলিং ও দুইপাশের মাটি সংযোগ কাজ শেষ করে। বাকি থাকে সেতুর মাঝের অংশের সংযোগ। আর এই সংযোগ দিতে গিয়ে ঠিকাদারী প্রতিষ্টান আবারও নানান টালবাহানা করে সেতুর বরাদ্ধ বাড়ায়। অনেক গড়িমসির পর সেতুটির নির্মাণ কাজ সম্পন্ন করা হয়। সেতুটির সর্বসাকুল্য ব্যয় ধরা হয়েছে ৭১.১৩ কোটি টাকা। কিন্তু এই সেতুটির জন্য প্রায় ১০ বছর সীমাহীন দূভোর্গ পোহাতে হয়েছে জেলার তাহিরপুর, বিশ্বম্ভরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা-মধ্যনগর ও সুনামগঞ্জ সদর উপজেলার ২০ লক্ষ মানুষকে। তাদের বহু প্রতিক্ষিত এই সেতুটির নাম জেলা আওয়ামীলীগ নেতা ও সাবেক এমপি মরহুম “আব্দুজ জহুর সেতু” নামকরণ করা হয়।মাননীয় প্রধানমন্ত্রী, আমার মনে আছে এই নামকরণ নিয়ে সেসময় পুরো এলাকাবাসী যখন তাদের প্রিয় নেতা আব্দুজ জহুর সাহেবের স্মৃতিকে স্মরণ করে তার নামে সেতুর নাম রাখতে চেয়েছিল, সেদিন আপনি সব শুনে ও দেখে সম্মতি জ্ঞাপন করেছিলেন। আব্দুজ জহুর সাহেবের ছেলে জুনেদ আহমদ সেদিন আপনার কাছে এলাকাবাসীর চাওয়া তুলে ধরেছিলেন এবং সেদিন সারাদিন আপনার অফিসে বর্তমান এমপি পীর ফজলুর রহমান মিসবাহ এবং আমিও ছিলাম। আপনি যখন গাড়ি থেকে নেমে আসছিলেন, আপনার গতি ও প্রানবন্ত কথা আমাদের মুগ্ধ করেছিল। আপনার সদয় সম্মতিতে আজ সেতুটি আব্দুজ জহুর সেতু নামে ইতিহাস রচিত হয়েছে।
প্রিয় নেত্রী, আব্দুজ জহুর সেতু উদ্বোধনের পর থেকে সেতু এবং সেতু এলাকায় বাতি জ্বালানোর দাবি জানিয়ে আসছেন সাধারণ মানুষ। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ ব্যাপারে কোনো উদ্যোগ নিচ্ছে না। ফলে সেতু এলাকা রাতের অন্ধকারে ভূতুড়ে পরিবেশ তৈরি হয়। বিভিন্ন সময়ে ঘটে অনাকাক্সিক্ষত নানা ঘটনা। রাতের অন্ধকারে সেতুর উপর দিয়ে চলাচলকারী গাড়ি ও যাত্রী সাধারণ এবং পথচারীরা আতঙ্কে থাকেন। আব্দুজ জহুর সেতু রাতের বেলা অপরাধপ্রবণ এলাকায় রূপ নেয়। সেখানে দ্রুততম সময়ের মধ্যে আলোক সরবরাহ করা জরুরি। সুনামগঞ্জ সড়ক ও জনপথ বিভাগ জানায়, এ ব্যাপারে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়কে অবগত করার পর আলোক সরবরাহের বিষয়টি সুনামগঞ্জ পৌরসভার উপর ছেড়ে দেয়ার নির্দেশনা দেয়া হয়েছে। এরপর সুনামগঞ্জ সড়ক ও জনপথ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি চিঠি পৌরসভাতে পাঠানো হয়। তবে সে চিঠিতে সাড়া দেয়নি পৌরসভা।

হাসান হামিদ–

End Of The Day 🌄Device : Xiaomi Poco X3
02/11/2022

End Of The Day 🌄

Device : Xiaomi Poco X3

01/11/2022

Assalamuyalaikum,

It's My Official page. Everyone Welcome To My New Page ❤

Address

Sunamganj
3000

Telephone

+8801752420876

Website

Alerts

Be the first to know and let us send you an email when Robiul Hasan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share