০৮ বোগলাবাজার ইউনিয়ন পরিষদ - ডিজিটাল সেন্টার।

  • Home
  • Bangladesh
  • Sunamganj
  • ০৮ বোগলাবাজার ইউনিয়ন পরিষদ - ডিজিটাল সেন্টার।

০৮ বোগলাবাজার ইউনিয়ন পরিষদ - ডিজিটাল সেন্টার। বোগলাবাজার_ইউ/পি_ সকল সেবা পেতে চোখ রাখুন আমাদের ডিজিটাল সেন্টার এই পেইজটিতে ধন্যবাদ।

জন্ম নিবন্ধন বা Birth Registration প্রতিটি নাগরিকের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ একটি পরিচয়পত্র। শিক্ষা, চাকরি, বিবাহ নিবন্ধ...
11/12/2025

জন্ম নিবন্ধন বা Birth Registration প্রতিটি নাগরিকের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ একটি পরিচয়পত্র। শিক্ষা, চাকরি, বিবাহ নিবন্ধন, পাসপোর্ট, এনআইডি থেকে শুরু করে প্রায় সব সরকারি-বেসরকারি কাজে জন্ম নিবন্ধনের প্রয়োজন হয়।

#জন্মনিবন্ধন #নাগরিক #বাংলাদেশ #সরকার #গণপ্রজাতন্ত্রী #অনলাইন

01/12/2025

*NID সংশোধন এগুলো করা যাবে না🚫*

যে সাতটি সেবা স্থগিত থাকবে তার মধ্যে রয়েছে—
১. ভোটারের নাম।
2. বাবার নাম।
3. মায়ের নাম।
4. পেশা।
5. জন্মতারিখ।
6. ভোটার ঠিকানা।
7. ছবি।

অন্যদিকে, বর্তমানে নাগরিকদের জন্য কিছু সংশোধনী সেবা চালু রাখা হয়েছে। এই ক্ষেত্রগুলোতে এনআইডি সংশোধনের জন্য আবেদন করা যাবে।

*এগুলো সংশোধন করা যাবে*✅
১. নামের বানান ভুল।
2. স্বামী বা স্ত্রীর নাম।
3. বৈবাহিক অবস্থা।
4. শিক্ষাগত যোগ্যতা।
5. ধর্ম সংশোধন।
6. টেলিফোন নাম্বার সংশোধন।

TCB-TCB-TCB-TCBসকলের অবগতির জন্য জানানো যাইতেছে যে, আগামী ০৩/১১/২০২৫  ইং, রোজ বুধবার সকাল ১০ ঘটিকা থেকে বিকাল ৪ ঘটিকা পর...
30/11/2025

TCB-TCB-TCB-TCB
সকলের অবগতির জন্য জানানো যাইতেছে যে,
আগামী ০৩/১১/২০২৫ ইং, রোজ বুধবার সকাল ১০ ঘটিকা থেকে বিকাল ৪ ঘটিকা পর্যন্ত টিসিবির স্মার্ট কার্ডধারীদের মাধ্যে টিসিবির পণ্য বিক্রি করা হবে।

বি:দ্র:-(টিসিবির স্মার্ট কার্ডধারী তাঁরই একমাত্র টিসিবির পণ্য ক্রয় করিতে পারবেন)

উল্লেখ্য যে, আপনারা এক্টিভ কার্ডধারীরা যারা টিসিবির পন্য গ্রহন করিবেন না, তাদের টিসিবির স্মার্ট কার্ডটি অনলাইন থেকে অটোমেটিক বাতিল হয়ে যাবে!

(ধন্যবাদ সবাইকে)

#বোগলাবাজারইউনিয়নপরিষদ
#ডিজিটালসেন্টার

24/11/2025

নির্বাচন পর্যন্ত বন্ধ থাকবে NID সংশোধন কার্যক্রম।
বিস্তারিত কমেন্টে।

Primary Teacher Job Circular 2025নিয়োগকর্তার/সংস্থার নাম প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (Permanent Govt Job)জব ক্যাটাগরি  ০১টি...
14/11/2025

Primary Teacher Job Circular 2025
নিয়োগকর্তার/সংস্থার নাম প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
(Permanent Govt Job)
জব ক্যাটাগরি ০১টি।
পদের নাম সহকারী শিক্ষক।
শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড ও বিশ্ববিদ্যালয় হতে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি।
লিঙ্গ কি? নারী ও পুরুষ।
অভিজ্ঞতা নতুনরা ও অভিজ্ঞতা যাদের আছে উভয় আবেদন করতে পারবে, চাকরির পদ অনুযায়ী।
বয়স সীমা সকল প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বৎসর লাগবে।
বেতন গ্রেড ১১,০০০/- থেকে ২৬,৫৯০/- টাকা।
আবেদন করার পদ্ধতি/ধরন অনলাইনে https://dpe.teletalk.com.bd/ ওয়েবসাইটে প্রবেশ করে।

আবেদনের শেষ দিন ২১ ও ২৭ নভেম্বর ২০২৫ ইং রাত ১১:৫৯ মিনিটে।

[আবেদন করতে যোগাযোগ করুন বোগলাবাজার জুলহাস ডাক্তারের দোকানের পার্শ্বে ]
(নূর সেবা অনলাইন সেন্টার)
01710-515916

📣ভোটার এলাকা পরিবর্তন করার আবেদনের শেষ তারিখ ১০/১১/২০২৫ ।📌আবেদনকারীর করণীয়ঃ👉নির্বাচন কমিশন এর ফরম-১৩ পূরণ করে সংস্লিষ্ট ...
06/11/2025

📣ভোটার এলাকা পরিবর্তন করার আবেদনের শেষ তারিখ ১০/১১/২০২৫ ।

📌আবেদনকারীর করণীয়ঃ

👉নির্বাচন কমিশন এর ফরম-১৩ পূরণ করে সংস্লিষ্ট উপজেলা/থানা নির্বাচন অফিসে আবেদনকারীকে স্বশরীরে উপস্থিত হয়ে আবেদন করতে হবে।

📌আবেদনের সাথে নিচের কাগজপত্র জমা দিতে হবে:

১) আবেদনকারীর NID ফটোকপি,

২) যে এলাকায় স্থানান্তর হবেন সে এলাকার নাগরিকত্ব সনদ,

৩) বিদ্যুৎ/পানি বিল/ট্যাক্স রশিদ/বাড়ি ভাড়ার প্রমানপত্র/ভাড়াটিয়া তথ্য ফরম,

৪) অফিস কর্তৃক চাহিত অন্যান্য কাগজপত্র (প্রযোজ্য ক্ষেত্রে)

৫) ফরম-১৩ এর ২য় পৃষ্ঠায় আবেদনকারীকে সনাক্তকারী হিসেবে সংশ্লিষ্ট মেয়র/প্রশাসক/চেয়ারম্যান/কাউন্সিলর/মেম্বার/ পৌর নির্বাহী কর্মকর্তা/ ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা/দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এর NID নাম্বার সহ নাম ও স্বাক্ষর, সিল থাকতে হবে।

** ভোটার স্থানান্তর হলে নতুন কার্ড দেয়া হয় না। কেউ স্থানান্তরিত ঠিকানায় নতুন কার্ড নিতে চাইলে তাকে ২৩০/- সরকারি ফি জমা দিয়ে রিইস্যু আবেদন করে কার্ড সংগ্রহ করতে হবে।

** নির্বাচন অফিসে কোনো আবেদন করলে 105 থেকে এসএমএস এর মাধ্যমে সেই আবেদনের সর্বশেষ অবস্থা আবেদনকারীকে জানিয়ে দেওয়া হয়। কোনো আবেদন অনুমোদিত হলে 105 থেকে এসএমএস পাবেন।

(সংগৃহীত তথ্য)

31/10/2025

বিশেষ ঘোষ 📢📢

ভোটার স্থানান্তরে করনীয়ঃনির্বাচন কমিশন এর ফরম-১৩ পূরন করে সংস্লিষ্ট উপজেলা/থানা নির্বাচন অফিসে আবেদনকারীকে স্বশরীরে উপস্...
24/10/2025

ভোটার স্থানান্তরে করনীয়ঃ

নির্বাচন কমিশন এর ফরম-১৩ পূরন করে সংস্লিষ্ট উপজেলা/থানা নির্বাচন অফিসে আবেদনকারীকে স্বশরীরে উপস্থিত হয়ে আবেদন করতে হবে।

আবেদনপত্রের সাথে নিন্মের কাগজপত্র জমা দিতে হবে:

১) আবেদনকারীর NID ফটোকপি,

২) যে এলাকায় স্থানান্তর হবেন সে এলাকার নাগরিকত্ব সনদ,

৩) বিদ্যুৎ/পানি বিল/ট্যাক্স রশিদ/বাড়ি ভাড়ার প্রমানপত্র/ভাড়াটিয়া তথ্য ফরম,

৪) অফিস কর্তৃক চাহিত অন্যান্য কাগজপত্র (প্রযোজ্য ক্ষেত্রে)

৫) ফরম-১৩ এর ২য় পৃষ্ঠায় আবেদনকারীকে সনাক্তকারী হিসেবে সংশ্লিষ্ট মেয়র/প্রশাসক/চেয়ারম্যান/কাউন্সিলর/মেম্বার/ পৌর নির্বাহী কর্মকর্তা/ ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা/দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এর NID নাম্বার সহ নাম ও স্বাক্ষর, সিল থাকতে হবে।

** ভোটার স্থানান্তর হলে নতুন কার্ড দেয়া হয় না। কেউ স্থানান্তরিত ঠিকানায় নতুন কার্ড নিতে চাইলে তাকে ২৩০/- সরকারি ফি জমা দিয়ে রিইস্যু আবেদন করে কার্ড সংগ্রহ করতে হবে।

** নির্বাচন অফিসে কোনো আবেদন করলে 105 থেকে এসএমএস এর মাধ্যমে সেই আবেদনের সর্বশেষ অবস্থা আবেদনকারীকে জানিয়ে দেওয়া হয়। কোনো আবেদন অনুমোদিত হলে 105 থেকে এসএমএস পাবেন।

যোগাযোগ: বোগলাবাজার ইউনিয়ন পরিষদ ডিজিটাল সেন্টার।
১/, মোঃ আলমগীর হোসেন-01931315110
২/, নূর মোহাম্মদ-01710515916

সকলের অবগতির জন্য জানানো যাইতেছে যে, আগামী ২২/১০/২০২৫  ইং, রোজ বুধবার সকাল ১০ ঘটিকা থেকে বিকাল ৪ ঘটিকা পর্যন্ত টিসিবির স...
18/10/2025

সকলের অবগতির জন্য জানানো যাইতেছে যে,
আগামী ২২/১০/২০২৫ ইং, রোজ বুধবার সকাল ১০ ঘটিকা থেকে বিকাল ৪ ঘটিকা পর্যন্ত টিসিবির স্মার্ট কার্ডধারীদের মাধ্যে টিসিবির পণ্য বিক্রি করা হবে।

বি:দ্র:-(টিসিবির স্মার্ট কার্ডধারী তাঁরই একমাত্র টিসিবির পণ্য ক্রয় করিতে পারবেন)

উল্লেখ্য যে, আপনারা এক্টিভ কার্ডধারীরা যারা টিসিবির পন্য গ্রহন করিবেন না, তাদের টিসিবির স্মার্ট কার্ডটি অনলাইন থেকে অটোমেটিক বাতিল হয়ে যাবে!

(ধন্যবাদ সবাইকে)

#বোগলাবাজারইউনিয়নপরিষদ
#ডিজিটালসেন্টার

Address

Sunamganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when ০৮ বোগলাবাজার ইউনিয়ন পরিষদ - ডিজিটাল সেন্টার। posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ০৮ বোগলাবাজার ইউনিয়ন পরিষদ - ডিজিটাল সেন্টার।:

Share