24/10/2025
ভোটার স্থানান্তরে করনীয়ঃ
নির্বাচন কমিশন এর ফরম-১৩ পূরন করে সংস্লিষ্ট উপজেলা/থানা নির্বাচন অফিসে আবেদনকারীকে স্বশরীরে উপস্থিত হয়ে আবেদন করতে হবে।
আবেদনপত্রের সাথে নিন্মের কাগজপত্র জমা দিতে হবে:
১) আবেদনকারীর NID ফটোকপি,
২) যে এলাকায় স্থানান্তর হবেন সে এলাকার নাগরিকত্ব সনদ,
৩) বিদ্যুৎ/পানি বিল/ট্যাক্স রশিদ/বাড়ি ভাড়ার প্রমানপত্র/ভাড়াটিয়া তথ্য ফরম,
৪) অফিস কর্তৃক চাহিত অন্যান্য কাগজপত্র (প্রযোজ্য ক্ষেত্রে)
৫) ফরম-১৩ এর ২য় পৃষ্ঠায় আবেদনকারীকে সনাক্তকারী হিসেবে সংশ্লিষ্ট মেয়র/প্রশাসক/চেয়ারম্যান/কাউন্সিলর/মেম্বার/ পৌর নির্বাহী কর্মকর্তা/ ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা/দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এর NID নাম্বার সহ নাম ও স্বাক্ষর, সিল থাকতে হবে।
** ভোটার স্থানান্তর হলে নতুন কার্ড দেয়া হয় না। কেউ স্থানান্তরিত ঠিকানায় নতুন কার্ড নিতে চাইলে তাকে ২৩০/- সরকারি ফি জমা দিয়ে রিইস্যু আবেদন করে কার্ড সংগ্রহ করতে হবে।
** নির্বাচন অফিসে কোনো আবেদন করলে 105 থেকে এসএমএস এর মাধ্যমে সেই আবেদনের সর্বশেষ অবস্থা আবেদনকারীকে জানিয়ে দেওয়া হয়। কোনো আবেদন অনুমোদিত হলে 105 থেকে এসএমএস পাবেন।
যোগাযোগ: বোগলাবাজার ইউনিয়ন পরিষদ ডিজিটাল সেন্টার।
১/, মোঃ আলমগীর হোসেন-01931315110
২/, নূর মোহাম্মদ-01710515916