
05/09/2025
অশ্রুসিক্ত নয়নে হাজার হাজার ছাত্র উস্তাদ ও ভক্তবৃন্দের উপস্থিতিতে শায়খুল হাদিস আল্লামা নুরুল ইসলাম খাঁন সাহেবের ইমামতিতে মাওঃ মুশতাক আহমদ গাজীনগরীর এর জানাযার নামাজ আজ রাত ৮.৩০ মিনিটে সম্পন্ন হয়।
প্রিয় মানুষটিকে শেষ বিদায় জানাতে এলাকার এবং দূর দূর থেকে পরিচিত জন উপস্থিতির জানাযায় শরীক হয়েছন ।