A R Abir

A R Abir আাজাদুর রহমান আবির
🥰🥰🥰

07/06/2025
07/06/2025

🌙✨ ঈদ মোবারক! ✨🌙
ঈদ মানেই শুধু নতুন জামা বা সেমাই না— ঈদ মানে,
• পুরনো মন কাঁটার জায়গায় নতুন হাসি ফোটানো 😄
• যারা কষ্ট দিয়েছে তাদেরকে মাফ করে সামনে এগিয়ে যাওয়া 🕊️
• আর হঠাৎ হঠাৎ যাদের কথা মনে পড়ে, তাদের একটা “ঈদ মোবারক” লিখে ইনবক্সে পাঠিয়ে দেওয়া 💌

আর হ্যাঁ...
যারা সেমাই রান্না করতে গিয়ে দুধ পুড়িয়ে ফেলেছেন—আপনারাই ঈদের আসল নায়ক! 🫡

এই ঈদে সবাই হোক সুখের, শান্তির আর ভালোবাসার অংশীদার।
আপনজনকে জড়িয়ে ধরুন, পুরনো মান-অভিমান ভুলে যান, কারণ ঈদ মানেই—প্রেমে পৃথিবী সাজানো। ❤️

🕌 ঈদ মোবারক সবাইকে!

06/06/2025

আমার প্রথম কুরবানী
ভুগে নয় ত্যাগেই প্রাকৃতিক সুখ

> ছোটবেলায় প্রথম কোরবানির অভিজ্ঞতা…
নতুন জামা, ঈদের সকাল, আর সেই গরুর সাথে কাটানো সারা দিনের গল্প — আজও চোখে ভাসে।

✨ এই ভিডিওতে ফিরে গেছি শৈশবের সেই ঈদে...
আপনাদের সাথেও ভাগাভাগি করছি আমার জীবনের সবচেয়ে আবেগঘন ঈদ মুহূর্ত।

❤️ ভিডিওটি দেখে জানাবেন কেমন লেগেছে, আর আপনাদের প্রথম কোরবানির স্মৃতিও কমেন্টে জানাতে ভুলবেন না!


#আমারপ্রথমকোরবানি
#ঈদউলআযহা২০২৫

#বাংলাভ্লগ



#কোরবানিরগল্প
#ঈদেরভ্লগ

02/06/2025

"জীবনটা নদীর মতো—কখনো শান্ত, কখনো উত্তাল। কিন্তু থেমে থাকলে চলবে না। সামনে এগিয়ে যেতে হবে, কারণ প্রতিটি বাঁকে লুকিয়ে আছে নতুন সম্ভাবনা, নতুন গল্প।" 🌊✨

01/06/2025

🌸
"যে মানুষটা চুপচাপ থেকে সব সহ্য করে, সে কখনো দুর্বল নয়—
সে জানে, শব্দের থেকেও নীরবতা বেশি কিছু বলে..."
🕊️

#ভালোথাকুন #নীরবতা #জীবন

31/05/2025

🕋 "যখন দুনিয়া তোমার পেছনে দরজা বন্ধ করে দেয়, আল্লাহ তখন তোমার জন্য রহমতের দরজা খুলে দেন।" 🤍

মানুষের ওপর ভরসা করে যদি কষ্ট পাও, তাহলে বুঝে নাও—আল্লাহ তোমাকে শেখাচ্ছেন, কার উপর ভরসা করতে হয়।

📿 আজ যদি মন ভেঙে যায়, নামাজে দাঁড়াও।
কারণ, কারো কাছে না বলা কথা শুধু সিজদাহতেই শান্তি পায়।

👇 কমেন্টে একটা "আমিন" লেখো, যদি আল্লাহর রহমতের আশা এখনো তোমার মনে বেঁচে থাকে।
#ইসলামিক_উক্তি #আল্লাহর_ভরসা #দোয়া

29/05/2025

🌸 জীবন সুন্দর তখনই, যখন আমরা ছোট ছোট খুশিগুলোকে ধরে রাখতে শিখি।
সবকিছু পারফেক্ট হবে না, কিন্তু মনের শান্তিটাই আসল সম্পদ।
সুখ খুঁজে ফিরবেন না—সুখ গড়ে তুলুন, প্রতিদিনের ছোট মুহূর্তে। 💫

29/05/2025

🌟 একটা কথা মনে রাখবেন...
আজকে যারা আপনাকে গুরুত্ব দিচ্ছে না, তারাই কালকে বলবে – "তুই তো আগের মতো নেই।"
জীবনে এগিয়ে যান, কিন্তু কখনো পেছনের দরজা খোলা রাখবেন না।
কারণ, যারা আজ আপনাকে অপমান করছে – তারা আগামীকাল আপনার সফলতা দেখে হিংসা করবে।

❤️ যদি আপনি বিশ্বাস করেন – নিজের পরিশ্রম একদিন আপনাকে আপনার প্রাপ্য সম্মান এনে দেবে, তাহলে একটা ❤️ দিয়ে জানান।

👇 আর আপনার জীবনের সবচেয়ে বড় শিক্ষা কোনটা? কমেন্টে লিখুন, পড়ে ভালো লাগবে।

28/05/2025

**"একটা সত্যি কথা বলি…
বন্ধু মানে সব সময় পাশে থাকা নয়,
বন্ধু মানে হাজার দিন পরেও ঠিক আগের মতো জড়িয়ে ধরা।

কমেন্টে ট্যাগ করো সেই বন্ধুটাকে —
যার সাথে আজ কথা হয় না, তবু মন এখনো বলে, ‘ভালোবাসি রে তোকে ❤️’

দেখি তো, কে কার বন্ধুকে মনে রেখেছে আজও..."**

বিখ্যাত ফটোগ্রাফার
22/05/2025

বিখ্যাত ফটোগ্রাফার

নাম আমার ভুতু 👻🤪📸 Azadur Rohman Abir ©️ জোহা ফটোগ্রাফি
11/01/2024

নাম আমার ভুতু 👻🤪
📸 Azadur Rohman Abir
©️ জোহা ফটোগ্রাফি

15/12/2023

Address

Sunamganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when A R Abir posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to A R Abir:

Share