
01/07/2025
🎂শুভ জন্মদিন শ্রদ্ধেয় এড.দেবদাস চৌধুরী রঞ্জন ( Debdas Chowdhury ) দাদা ভাই 🙏🌸
আপনি সুনামগঞ্জের গর্ব ও বাংলাদেশের সঙ্গীতের এক উজ্জ্বল মুখ।
বিশিষ্ট শিল্পী ও সঙ্গীতগুরু হিসেবে আপনার অবদান অনন্য।
রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে আমন্ত্রিত হয়ে দেশের সুনাম বৃদ্ধি করেছেন।
আপনার শিষ্যদের মধ্যে অনেকেই জাতীয় পর্যায়ে সম্মান পেয়েছেন।
একাধারে গীতিকার, সুরকার ও সঙ্গীত শিল্পী প্রয়াত মরমী সাধক "পাগল হাসান" ভাই-এর মতো শিল্পীর গানের গুরু ছিলেন আপনি।
আন্তর্জাতিক রাধারমণ পরিষদের অনুষ্ঠানে আপনার পরিবেশনা ও পরিচালনা আজও স্মরণীয়।
আপনার কণ্ঠে মাটির গন্ধ আর সঙ্গীতের গভীরতা স্পষ্ট।
বর্তমানে আপনি আমেরিকায় পরিবার নিয়ে শান্তিতে আছেন,
কিন্তু বিদেশে থাকায় আপনার উপস্থিতি আমরা খুব মিস করি।
🌸 আপনার সততা ও মানবিকতা আমাদের চিরকাল অনুপ্রেরণা।
দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করি। পরিবার নিয়ে সুখে থাকুন। 🌹🙏
✨ জন্মদিনে রইল অশেষ ভালোবাসা ও শ্রদ্ধা। ✨
🔷 Hashtags:
dada vai