Tama Das Tama

Tama Das Tama I'm simple

মৌমাছি কথা:  আপনি কি জানেন ১১০০ মৌমাছি যদি একজন মানুষকে হূল ফোটায় তাহলে মানুষটি মারা যাবে। ১ কেজি মধু সংগ্রহ করতে ১১০০ ...
21/01/2025

মৌমাছি কথা:
আপনি কি জানেন ১১০০ মৌমাছি যদি একজন মানুষকে হূল ফোটায় তাহলে মানুষটি মারা যাবে। ১ কেজি মধু সংগ্রহ করতে ১১০০ মৌমাছির প্রায় ৯০ হাজার মাইল ঘুরতে হয়। আর যদি ফুলের কথা বলি, তাহলে প্রায় ৪০ লক্ষ ফুলের প্রয়োজন হয়।

এর থেকেই অনুমান করাযায় শ্রমিক মৌমাছিরা কি পরিমান পরিশ্রমী। অপরদিকে রানী মৌমাছির কাজ শুধু সন্তান প্রসব করা। রানী মৌমাছি প্রতিবার প্রায় ১৫'শ থেকে আড়াই হাজারটি মৌমাছির জন্ম দেয়। পুরুষ মৌমাছি কোন কাজ করে না। এমনকি শ্রমিক মৌমাছিরা তাদের মুখে খাবার তুলে দেয়। পুরুষ মৌমাছির একমাত্র কাজ রাণী মৌমাছির সঙ্গে মিলিত হওয়া।

মিলন মৌসুমে প্রতিদিন দুপুর বেলা চাকের সক্ষম পুরুষ মৌমাছিরা একটি নির্দিষ্ট জায়গায় ভিড় জমায়। যাকে বলা হয় "ধর্মসভা।" ঠিক সেই সময় রানী মৌমাছি চাক থেকে বাইরে আসে। যাকে বলা হয় "দি মিটিং ফ্লাইট।" উড়তে উড়তে রানী মৌমাছি ঢুকে পড়ে সেই পুরুষ ধর্মসভায়। ধর্ম সভায় ঢুকে রানী মৌমাছি এক বিশেষ ধরনের গন্ধ ছড়িয়ে দেয়। এতে পুরুষ মৌমাছিরা উত্তেজিত হয়ে পড়ে। তারপরেই রানী মৌমাছি উড়ন্ত অবস্থায় তার পছন্দমত পুরুষ মৌমাছির সঙ্গে মিলত হয়। রানী মৌমাছি ১৮ থেকে কুড়িটা পুরুষ মৌমাছির সঙ্গে মিলিত হতে পারে।

অদ্ভুত ব্যাপার হলো যৌন মিলনের সময় পুরুষ মৌমাছির এন্ডোফেরাস বা যৌনাঙ্গ ভেঙে যায়। ফলে পুরুষ মৌমাছিটি মারা যায়। এই কারণে এই মিলনকে বলা হয় "দি ড্রামাটিক সেক্সচুয়াল সুইসাই।"

একটি মৌচাকে একটিমাত্র রানী বা স্ত্রী মৌমাছি থাকে। রানী মৌমাছিকে কেন্দ্র করেই মৌচাক গড়ে ওঠে। যদি কোখনো স্ত্রী মৌমাছির জন্ম হয়, তাহলে সেই শিশু স্ত্রী
মৌমাছিটিকে কর্মী মৌমাছিরা লুকিয়ে রাখে। কারণ, রানী মৌমাছি দেখতে পেলে শিশু মৌমাছিটির মৃত্যু নিশ্চিত। শিশু স্ত্রী মৌমাছিটি বড় হলে দুই রানী মৌমাছির মধ্যে যুদ্ধ হয়। সেই যুদ্ধে একজনের মৃত্যু হয় না হয় দুজনে আলাদা দুটি মৌচাক গড়ে তোলে।

কিছু অদ্ভুত বিষয়:
৫০০ গ্রাম মধু তৈরিতে কুড়ি লক্ষ্য ফুলের প্রয়োজন হয়। একটি শ্রমিক মৌমাছি সারা জীবনে আধ চামচ মধু জমাতে পারে। আরেকটি অদ্ভুত বিষয় হলো পৃথিবীতে মাধু'ই একমাত্র খাদ্য যা কখনোই পচেনা।

#মৌ_মাছি। #মধু। #মৌচাক। #রাণী_মৌমাছি ৷ #শ্রমিক_মৌমাছি।

07/01/2025
ছড়িয়ে পড়ছে দ্রুত।। মহামারী আতংকে মানুষ --------------------------------------------------------------চীন মালয়েশিয়ার পর এ...
06/01/2025

ছড়িয়ে পড়ছে দ্রুত।। মহামারী আতংকে মানুষ
--------------------------------------------------------------
চীন মালয়েশিয়ার পর এবার ভারতে
মিললো এইচএমপিভি ভাইরাস

( দৈনিক আজকের সংবাদ আন্তজার্তিক ডেস্ক থেকে নেওয়া)

চীন মালয়েশিয়ার পর এবার ভারতে মিললো এইচএমপিভি ভাইরাস। ভাইরাসটি দ্রুত ছড়িয়ে পড়ছে । যে কারনে মহামারীর আতংকে আছেন মানুষ।

করোনা মহামারির পাঁচ বছর পর এবার শ্বাসযন্ত্রে সংক্রমণ ঘটানো হিউম্যান মেটানিউমোভাইরাস (এইচএমপিভি) নিয়ে বিশ্বজুড়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে। চীনের পর মালয়েশিয়ায় দ্রুত সংক্রমণ ছড়ানোর পর এবার ভারতে এই ভাইরাস শনাক্ত হয়েছে। বেঙ্গালুরুর দুই শিশুর শরীরে এই ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে, যা ভারতের জন্য প্রথম।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গতকাল সোমবার তিন মাস ও আট মাস বয়সী দুই শিশুর দেহে এইচএমপিভি শনাক্ত হয়। কর্নাটকের স্বাস্থ্য দপ্তর এই তথ্য নিশ্চিত করেছে। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী দীনেশ গুন্ডু রাও এই বিষয়ে একটি জরুরি বৈঠক ডেকেছেন, তবে রাজ্যবাসীকে অযথা আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

চীনে এই ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ার পর হাসপাতাল ও শ্মশানগুলোতে চাপ বেড়েছে বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে। মালয়েশিয়ায়ও এই ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। সেখানকার স্বাস্থ্য মন্ত্রণালয় জনগণকে মাস্ক পরা ও হাত ধোয়ার মতো প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছে।

এইচএমপিভি ভাইরাসের প্রভাব এবং উপসর্গ:

এইচএমপিভি মূলত শ্বাসযন্ত্রের ওপর প্রভাব ফেলে। সাধারণ উপসর্গের মধ্যে রয়েছে কাশি, জ্বর, নাক বন্ধ হওয়া এবং শ্বাসকষ্ট। গুরুতর ক্ষেত্রে ব্রঙ্কাইটিস বা নিউমোনিয়ার মতো জটিলতা দেখা দিতে পারে। শীতের সময় এই ভাইরাস সবচেয়ে বেশি সক্রিয় হয়।

সংক্রমণ সাধারণত কাশি ও হাঁচির মাধ্যমে ছড়ায়। এছাড়া সংক্রমিত স্থান স্পর্শ করার পর মুখ, নাক বা চোখে হাত দেওয়ার মাধ্যমেও এটি ছড়াতে পারে। ভাইরাসটির উন্মেষপর্ব সাধারণত তিন থেকে ছয় দিনের মধ্যে ঘটে।

বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, এইচএমপিভি শিশু, বয়স্ক এবং যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তাদের জন্য বিশেষ ঝুঁকিপূর্ণ। এ বিষয়ে আরও গবেষণা প্রয়োজন বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

চীন, মালয়েশিয়া ও ভারতের সাম্প্রতিক পরিস্থিতি ইঙ্গিত দিচ্ছে যে এই ভাইরাস বিশ্বজুড়ে স্বাস্থ্য সংকট তৈরি করতে পারে। সতর্কতা ও সচেতনতার মাধ্যমে এই ভাইরাসের বিস্তার ঠেকানো জরুরি।

আমারে আটকাইস নাআমারে ছাইড়া দে ওরা আমার পোস্টে রিয়েক্ট দেয় না😤
27/12/2024

আমারে আটকাইস না
আমারে ছাইড়া দে ওরা আমার পোস্টে রিয়েক্ট দেয় না😤

24/12/2023
05/05/2023

একদিন স্বপ্নে তোমাকে দেখেছি কিন্তু চেহারা মনে নেই 😒😑

04/05/2023

অনেক দিন পর পেইজ এ আসলাম 🥰🥰
সবাই কেমন আছেন......???

Address

Sunamganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tama Das Tama posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share