Topic of Islam

Topic of Islam Allah amar rob

অল্প জ্ঞানে লাফালাফি ,মধ্য জ্ঞানে চুপ,পুর্ণ জ্ঞানে বিনয়,শুদ্ধ জ্ঞানে সম্মানি রুপ ___💙
21/05/2025

অল্প জ্ঞানে লাফালাফি ,
মধ্য জ্ঞানে চুপ,
পুর্ণ জ্ঞানে বিনয়,
শুদ্ধ জ্ঞানে সম্মানি রুপ ___💙

জ্ঞানী হওয়ার প্রথম ধাপ হলো, নিজের অজ্ঞতাকে স্বীকার করা।নজরুল ইসলাম
07/05/2025

জ্ঞানী হওয়ার প্রথম ধাপ হলো, নিজের অজ্ঞতাকে স্বীকার করা।

নজরুল ইসলাম

09/10/2023

আল্লাহু আকবার ❤️

ইসরাইলের পতাকা ফেলে দিয়ে, সেখানে ফিলিস্তিনের পতাকা উড়িয়ে আজান দেওয়ার মত সুন্দর মুহুর্ত আর কি হতে পারে।

اللهم انصرنا اخوان المجاهدين في سبيلك....اللهم انصر اخوان المجاهدين الفليسطين...

আল্লহু আকবার❤️❤️❤️❤️

29/09/2023

মক্তবের ছাত্রের কন্ঠে অসাধারণ সংগীত।

03/08/2023

আমিন 🤔🙃🙃

♦♦ ছাত্র হত্যার প্রতিবাদে শায়খ মাহমূদুল হাসান সাহেবের কঠোর বিবৃতি,আজ ৩১ শে জুলাই, রোজ সোমবার জোহরের নামাজের পরে মেম্বার...
31/07/2023

♦♦ ছাত্র হত্যার প্রতিবাদে শায়খ মাহমূদুল হাসান সাহেবের কঠোর বিবৃতি,
আজ ৩১ শে জুলাই, রোজ সোমবার জোহরের নামাজের পরে মেম্বারে বসেন হাইয়াতুল উলিয়ার চেয়ারম্যান, যাত্রাবাড়ী মাদ্রাসার মুহতামিম শায়েক মাহমূদুল হাসান সাহেব।

♦♦ তিনি বলেন,
আমার কলিজার টুকরা হত্যার প্রতিবাদে আমি সরকারের কাছে এমন কঠোর বিবৃতি দিয়েছি যা আগামী এক সপ্তাহের মধ্যে সারা দেশ জানতে পারবে।
আমার এই কঠোর বিবৃতির সাথে রাজনৈতিক অরাজনৈতিক সমস্ত দল ঐক্যমত পোষণ করেছে।

♦♦ এমন কঠোর পদক্ষেপ নিয়েছি যেন আর জীবনে কোনদিন কেউ কওমি মাদ্রাসার ছাত্রদের দিকে চোখ তুলে তাকাবার সাহস করতে না পারে। এবং কারাবন্দি সমস্ত ছাত্র ও আলেম-ওলামাদেরকে যেন মুক্তি দিতে বাধ্য হয়।

♦♦ তিনি বলেন,
যে সকল রাজনৈতিক রাজনৈতিক দল বা ব্যক্তি আমাদের পক্ষ নিয়ে মিছিল মিটিং করছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাই।

♦♦ তিনি আরো বলেন,
কাজ করতে হয় বুদ্ধি দিয়ে, জজবা দিয়ে নয়। আমার ৫২ বছরের অভিজ্ঞতায় আমি দেখেছি যখন একটা দুর্ঘটনা ঘটে এরপরে জ্বাঁলাও পোড়ও আন্দোলন ইত্যাদির ফলে দেখা যায় পরবর্তী বিশৃঙ্খলার বিচার করতে করতে প্রথম দুর্ঘটনা ঢাকা পড়ে যায়। আমরা আর তার বিচার পাই না। তাই এমন কৌশলে কাজ করতে হবে যেন আমাদের উদ্দেশ্য হাসিল হয় এবং উপযুক্ত এবং যথার্থ বিচার পাই।

♦♦ তিনি আরো বলেন,
তোমরা সতর্ক থেকো!
কওমি বিরোধী একটি প্ল্যাটফর্ম আছে যেগুলো জ্বালাময়ী ভাষণ দিয়ে তোমাদেরকে ব্যবহার করতে চায়। তারা চায় কওমি মাদ্রাসাগুলোকে প্রশ্নবিদ্ধ করে কিভাবে তারাবন্ধ করা যায়।
তাদের থেকে সাবধান থেকো।

♦♦ পরিশেষে তিনি মোনাজাতে বলেন,
হে আল্লাহ আমরা তো বেঁচে আছি কিন্তু আমাদের ভাই বেঁচে নাই।
তুমি তার পরিবারকে সবরে জামিল দান করো! এবং তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করো!
এবং তার উসিলায় কওমি মাদ্রাসাগুলোকে সরকার কর্তৃক সম্পূর্ণভাবে হেফাজতের ব্যবস্থা করে দাও।

বিডিও ক্লিপ কমেন্টে👇
©

17/04/2023

সিলেট কদমতলি পয়েন্ট, ইয়াছিন প্লাজা ফল মার্কেটে আগুন লেগেছে,,,,

আল্লাহ তায়ালা হেফাজত করেছেন।

05/02/2023

ইন্না-লিল্লাহ 😭
ব্রাহ্মণবাড়িয়া, নবিনগর থানা,শরীফপুর মুইন্না বুডা,মা ও দুইটা বাচ্চাকে কুপিয়েছে চুরের দল।😭

01/02/2023

মাশাআল্লাহ ❤️
এমন পুলিশ অফিসার প্রত্যেক ঘরে ঘরে দরকার।

28/01/2023

সুনামগঞ্জের গৌরব,হাজরো আলেমের উস্তাদ, যখন উটের উপরে মনে হচ্ছে যেনো উমরের উত্তরসুরী।

24/01/2023

আলহামদুলিল্লাহ,
ছেলের হাতে বাবা কালেমা পড়ে মুসলমান হলেন।

23/01/2023

اللهم بارك لنا فى رجب و شعبان و بلغنا رمضان.

Address

Sunamganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when Topic of Islam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Topic of Islam:

Share

Category