29/06/2023
গান: জানালায় আঙুলে
কথা ও সুর: গাণ্ডীব জ্ঞানাঙ্কুর
কণ্ঠ: হৃদিতা রায়
জানালায় আঙুলে বৃষ্টির ফোঁটা পড়ে
ঘাসে ঘাসে বাজে ঐ ধ্বনি তারি নুপূরে
শুধু তাই আনমনে চেয়ে রই নিপবনে
কত যে কথার কলি সুর তুলে হৃদয়ে
কত গান গেয়ে ওঠে কত স্মৃতি লুকায়ে
তবু তাই বৃষ্টির সুরাপানে মনোহরে
টানে যেন মন আমার গগনের নিলীমায়
জানালার ওপাশে নয়নের সীমানায়
কেন ভুলি নিজেকে কেন খুঁজি বাহিরে
তাকাই বা কেন মিছে মেঘে মেঘে আষাঢ়ে
জানালার এপাশে শ্রাবণ যে বয়ে যায়
বন্দি আমার কথা কেঁদে ওঠে সুরে