Md Abul Kashem azad

Md Abul Kashem azad সকলের প্রিয় মানুষ হওয়া কখনোও সম্ভব না। সর্বোচ্চ ভালো মানুষ হলেও প্রতিপক্ষ থাকবেই।

01/09/2025

Celebrating my 5th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

23/04/2025

"বন্ধু "
মোঃ আবুল কাশেম আজাদ

বন্ধু ডাকটি মধুর ছিল যখন ছোট ছিলাম।
দেখা না হলে একদিন সবাই বন্ধুর খোজ নিতাম।

মাস্তি মজা আড্ডা হতো সময় কাটতো বেশ,
গল্প করে সময় যেতো গল্পের হতোনা শেষ।

বড় বড় স্বপ্ন ছিলো, ছিল কত আশা।
জমি কিনবো, গাড়ি কিনবো শহরে বানাবো বাসা।

কেউবা আছে বেকার আজোও কেউবা চাকুরীজীবি,
কেউ উড়াচ্ছে বাপের টাকা অতীত নাহি ভাবি।

কোনো কোনো বন্ধু আবার মন দিয়েছে হালচাষে,
বেকারত্বের গ্লানি মুছতে পাড়ি দিলো কেউ বিদেশে।

সময়ের ব্যবধানে এখন সবই পাল্টে গেলো
খোজ নেয়না কেউ কারো ব্যস্ততায় মগ্ন হলো।

ব্যস্ততা এক কঠিন জিনিস কল দিলে না ধরে,
খোদার কৃপায় কেউ কেউ আবার নিশিতে স্বরণ করে।।

বন্ধু তুমি দূরে গেলেও বন্ধুত্ব আজও আছে,
ডাকলে তুমি আসবো ফিরে শীঘ্রী তোমার কাছে।

যেথায় থাকো ভালো থাকো থাকবে শুভকামনা
আধার গুলো মুছে যাক, দূর হোক সকল যাতনা।

রচনাকাল ২৩-৪-২৫..
রোজ বুধবার

06/04/2025

মনুষ্যত্ব,মানবতা, প্রতিহিংসা আর ভালোবাসা সবই সৃষ্টিকর্তার সৃষ্টি। সৃষ্টিকর্তার যদি মায়া না লাগে সেখানে আফসোস করে লাভ নেই। সবই উনার ইচ্ছা 😭

অবশেষে মারা গেলো আছিয়া। 😭বিস্তারিত
13/03/2025

অবশেষে মারা গেলো আছিয়া। 😭
বিস্তারিত

মাগুরার সেই শিশুর মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

24/04/2024

বাংলাদেশের প্রথম চা জাদুঘর কোথায় অবস্থিত?..
ক) মৌলভীবাজার খ) শ্রীমঙ্গল
গ) চট্টগ্রাম ঘ) হবিগঞ্জ

⚠️⚠️⚠️জন্মনিয়ন্ত্রন পিলের অপকারিতা ⚠️⚠️⚠️বেশির ভাগ মেয়েই জন্মনিয়ন্ত্রন পিল খায়। জন্মনিয়ন্ত্রনের জন্য পিল খাওয়া মেয়েদের ক...
05/07/2023

⚠️⚠️⚠️জন্মনিয়ন্ত্রন পিলের অপকারিতা ⚠️⚠️⚠️

বেশির ভাগ মেয়েই জন্মনিয়ন্ত্রন পিল খায়। জন্মনিয়ন্ত্রনের জন্য পিল খাওয়া মেয়েদের কাছে একটি সাধারন ব্যাপার, তাছাড়া মাসিক ঠিক করার জন্য ও অনেক সময় মেয়েরা পিল খায়। কিন্তু এই পিল সম্পর্কে মানুষের ধারণা খুব কম। একজন মেয়ের জন্য পিল কখনোই ভাল কিছু না বরং একটা মেয়ের জীবনকে ধিরে ধিরে শেষ করতে এই পিলই যথেষ্ট।
কি কি সমস্যা হতে পারে পিল খেলেঃ
১) হার্ট হ্যাটাক হওয়ার সম্ভাবনা থাকে। ৩৫ বছরের বেশি মহিলাদের কখনোই পিল খাওয়া উচিত না কারণ এতে হার্ট এট্যাক হওয়ার সম্ভাবনা বেশি থাকে।
২) পিলে লেভেনোগ্যাস্ট্রেল ও ৩০ মিলিগ্রাম ইস্ট্রোজেন থাকে, যেসব মেয়েদের মাইগ্রেন থাকে তারা যদি পিল কন্টিনিউ করে তাহলে তাদের স্ট্রোকের সম্ভাবনা বেশি থাকে।
৩) উচ্চ রক্তচাপের একটি উল্লেখযোগ্য কারণ হল পিল সেবন।
৪) যারা বেশি পিল খায় তাদের ভেনাস থ্রোম্বোএম্বলিসম নামক রোগ হওয়ার সম্ভাবনা বেশি থাকে।
৫) বেশি মাথা ব্যথা হয়।
৬) হতাশার একটি কারণ ও হল অতিরিক্ত পিল খাওয়া।
৭) খিটখিটে মেজাজ ও দেখা যায় পিল খাওয়ার কারণে।
৮) বমি বমি ভাব এবং বমি হয়।
৯) ব্রেস্টে অনেক ব্যথা হয়।
১০) সাদা স্রাব হয়।
১১)যারা পিল খায় নিয়মিত তারা সেক্সের সময় তেমন আনন্দ পায় না।
১২) জরায়ু সিস্ট ও জরায়ু টিউমারও হতে পারে।
১৩) স্তন ও জরায়ুর বিভিন্ন সমস্যা হতে পারে।
১৪) পিল খাওয়ার কারণে ওজন বেড়ে যায়।
১৫) ১ বছরের বেশি পিল খেলে তাদের গ্লুকোমা হয়।
*দীর্ঘদিন পিল খেলে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেয়।
সুতরাং যত কম পিল খাওয়া যায় একটা মেয়ের জন্য তা ততই মঙ্গলজনক। নিয়মিত না খেয়ে কিছুদিন গ্যাপ রেখে রেখে খেতে পারেন।
Collected from 20 Minute Medical Daily

I have reached 100 followers! Thank you for your continued support. I could not have done it without each of you. 🙏🤗🎉
14/03/2023

I have reached 100 followers! Thank you for your continued support. I could not have done it without each of you. 🙏🤗🎉

Address

Sunamganj

Telephone

+8801916402119

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md Abul Kashem azad posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Md Abul Kashem azad:

Share