04/04/2025
মির্জা ফখরুলের স্যারের সেই ঐতিহাসিক বক্তব্য-কতো মার্জিত তার ভাষা! একজন দেশপ্রেমিক, রুচিশীল, শিক্ষিত মানুষ সম্পর্কে কতো বাজে মন্তব্য শুনেছি! দলমত নির্বিশেষে সকলেরই মির্জা ফখরুলকে স্যারকে সম্মান করা উচিত, অথচ বটবাহিনী এত নির্লজ্জভাবে এই সম্মানিত ব্যক্তিকে গালি দিচ্ছে এবং তাকে দালাল বলছে।এতো জঘন্য এই বটবাহিনি যে তাদের বিপক্ষে বললেই আপনি দালাল হয়ে যাবেন-তাদের মতের বিপক্ষে গেলেই আপনাকে গালাগালি শুরু করে দিবে! এতো হিংসুটে এরা-আল্লাহ এদের মাফ করবে না।