TaZz

TaZz যার দুঃখ আছে 'সুখ' তার জন্যই।🖤😊

নিজেকে সরিয়ে নেওয়া মানে পরাজয় নয়!এটা এক ধরনের আত্মরক্ষা, আত্মসম্মানের ভাষাএকটা সময় ছিল, যখন মানুষ ধরে রাখার জন্য প্রাণপণ...
09/06/2025

নিজেকে সরিয়ে নেওয়া মানে পরাজয় নয়!এটা এক ধরনের আত্মরক্ষা, আত্মসম্মানের ভাষা
একটা সময় ছিল, যখন মানুষ ধরে রাখার জন্য প্রাণপণে লড়ে গেছি।
মনে হতো, যার সঙ্গে সম্পর্ক—বন্ধুত্ব, আত্মীয়তা বা ভালোবাসা—তাকে হারানো মানে জীবনের একটা টুকরো হারিয়ে ফেলা।তাই চুপ করে সহ্য করতাম, গুরুত্ব না পেলেও পাশে থাকতাম, বুঝেও না বোঝার ভান করতাম।
ভাবতাম, হয়তো একদিন বুঝবে—আমার দেওয়া সময়, ভালোবাসা, উপস্থিতির মূল্য।

কিন্তু সময় শিখিয়েছে, কেউ যদি তোমাকে সত্যিই চায়, তাহলে তোমাকে ধরে রাখার চেষ্টা করে।যেখানে তুমি অনুপস্থিত হলেও কারো কিছু যায় আসে না, সেখানে তোমার উপস্থিতিরও আর কোনো অর্থ থাকে না।

আমি আজকাল বুঝি, চুপচাপ চলে আসাটাও এক ধরনের আত্মরক্ষা।
সবসময় যুদ্ধ করেই টিকে থাকতে হয় না, অনেক সময় নিজেকে সরিয়ে নেওয়াটাই সবচেয়ে সাহসী সিদ্ধান্ত হয়ে দাঁড়ায়।
কারণ, গুরুত্ব চাওয়ার মধ্যে কোনো ভুল নেই,
ভুল হলো—নিজেকে এমন জায়গায় ধরে রাখা, যেখানে তোমাকে গুরুত্ব দেওয়া হয় না।

অনেক সম্পর্কেই আমরা শুধু “অভ্যস্ত” হয়ে পড়ি।তাদের সঙ্গে মনের বন্ধন নয়, শুধুমাত্র অভ্যাসের শিকল।তারা ভুলে যায়—তুমি কতটা সময় দিয়েছো, কতবার নিজেকে পেছনে রেখে তাদের গুরুত্ব দিয়েছো,
আর তুমিও একসময় ভুলে যাও—তুমি নিজেও গুরুত্বপূর্ণ।আমি এখন আর কারো উদাসীনতায় কষ্ট পাই না।বরং নীরবে সরে আসি।কারণ, মুখ দেখিয়ে থাকাটা, ভালোবাসাহীন উপস্থিতি ধরে রাখাটা!আমার আত্মসম্মানের বিরুদ্ধে কাজ করে।

কেউ কেউ ভাবে—চলে আসা মানে দূর্বলতা।কিন্তু তারা বোঝে না, এই চলে আসার পেছনে কত রাত না ঘুমিয়ে থাকা,
কত নিজেকে প্রশ্ন করা, কত অশ্রু, কত অনুভূতির মৃত্যু লুকিয়ে আছে।এখন আমি যদি কাউকে ছেড়ে আসি, সেটা অপমান নয়,বরং নিজের প্রতি একটা গভীর ভালোবাসার বহিঃপ্রকাশ।
আমি শিখেছি নিজেকে ভালোবাসা শিখলে আর কেউ তোমাকে অবহেলা করতে পারে না।
কারণ তখন তুমি জানো, কে তোমার জন্য, আর কার জন্য তুমি শুধু অপশন।
এই সরে আসা, এই চুপ করে চলে যাওয়া—এটা কোনো নাটক নয়।এটা অনেক অভিজ্ঞতার ফল, অনেক চোখের পানি শুকিয়ে যাওয়ার পর তৈরি হওয়া এক শক্তি,
যার নাম নিজেকে ভালোবাসা 🌸😊

28/04/2024

আমার এমন পরিবর্তন আসুক যেন মানুষ দেখে আফসোস করে!

100%
07/02/2024

100%

24/12/2023
18/12/2023

নিজে ইনকাম করে নিজে চলতে পারলে, এর চেয়ে বড় যোগ্যতা কি আছে? আমি মনে করি এটাই বড় যোগ্যতা! ❤️

সময়কে মনে রাখুন। কোন সময়ে কোন মানুষ কীরকম আচরণ করেছে, এটা খুব দরকারী!!💔🥹
15/12/2023

সময়কে মনে রাখুন। কোন সময়ে কোন মানুষ কীরকম আচরণ করেছে, এটা খুব দরকারী!!💔🥹

15/10/2023

আমি শুধু সুখী হতে চাই ভাই। কষ্ট না, বিভ্রান্ত না, চাপ না.. শুধু সুখী।🤍

07/10/2023

~কালেমা পড়তে পড়তে, যেনো জীবনের
শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি!❤️
আমিন...🤲

03/10/2023

Dunya is full of Fitna,
Don't forget to say Astagfirullah.❤️

03/10/2023

কে কিসে আটকায় জানি না আমি তো আটকে যাই । প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য আর রাস্তায়🌷😌

29/07/2023

তার নেশায় জমে থাকা ব্যথার ব্যাখ্যা অপ্রকাশিতই রয়ে যাবে চিরকাল!🙂💔

Address


Telephone

+8801312836839

Website

Alerts

Be the first to know and let us send you an email when TaZz posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share