FA Unique TEACH

FA Unique TEACH Video creating & personal blog.

06/08/2025
08/07/2025
08/07/2025
28/06/2025
16/06/2025
13/06/2025

পোস্টটা দয়া করে সবাই শেয়ার করবেন। 🙏
ভেনিজুয়েলায় আটক বাংলাদেশি জাহাজের ক্যাপ্টেন মাহবুবুর রহমান স্যারের মুক্তিতে রাষ্ট্রীয় পদক্ষেপ গ্রহণ জরুরি।

দৃষ্টি আকর্ষণ করছি
মাননীয় প্রধান উপদেষ্টা ,
মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা ,
মাননীয় প্রবাসী কল্যাণ উপদেষ্টা ,
মাননীয় শিপিং উপদেষ্টা
মানবাধিকার সংস্থা
গণমাধ্যম সহ
প্রমুখ ব্যক্তি এবং তাদের অধীনস্ত অফিস সমূহের।

বিনীত নিবেদন এই যে, বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এম ভি মেঘনা প্রেস্টিজ-এর ক্যাপ্টেন মাহবুবুর রহমান স্যার চলতি বছরের ২৯ জানুয়ারি ভেনিজুয়েলার বন্দর ত্যাগের পূর্বে একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার জেরে আটক হয়ে সে দেশের একটি কারাগারে বন্দী আছেন। একটি ভুল বোঝাবুঝি থেকে দুঃখজনক ঘটনার সূত্রপাত হয়েছে, যেখানে একজন ক্যাপ্টেন হিসাবে তার করার কিছু ছিল না । তিনি পরিস্থিতির শিকার হয়ে এরকম ভিক্টিম হয়ে পড়েছেন। ইতোমধ্যে পাঁচ মাস পেরিয়ে গেলেও তার মুক্তির বিষয়ে দৃশ্যমান কোনো কূটনৈতিক বা আইনি অগ্রগতি না থাকায়, দেশে তার পরিবার এবং বন্ধুবান্ধব চরম উদ্বেগ-উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন। এর ফলে পুরো মেরিনার কমিউনিটিতে চরম হতাশা বিরাজ করছে।
জাহাজটি ইতোমধ্যে মুক্ত হয়ে সাগরে ফিরে গেলেও ক্যাপ্টেন মাহবুবুর রহমান এখনো বন্দী অবস্থায় রয়েছেন। আজ তিনি শারীরিক ও মানসিকভাবে ভেঙে পড়েছেন এবং আশাহত হয়ে বাংলাদেশের সরকারের কাছে ন্যায্য সহযোগিতা কামনা করছেন।
অতএব, সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি—অবিলম্বে কূটনৈতিক চ্যানেল, আইনি সহায়তা ও আন্তর্জাতিক মানবাধিকার নীতিমালার আওতায় তার নিরাপদ মুক্তি ও স্বদেশে প্রত্যাবর্তন নিশ্চিত করার কার্যকর পদক্ষেপ গ্রহণ করুন।
___ (মিনার রশিদ স্যারের পোস্ট থেকে)
ঘটনার বিস্তারিত কমেন্ট বক্সে।

08/06/2025

Celebrating my 3rd year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

07/06/2025

আপনি যদি নিজেকে "মাছে ভাতে বাঙালি" বলে গর্ব করতে পারেন, তাহলে কোরবানির বিরোধিতা করার নৈতিক অবস্থান আর থাকে না।

গবেষণায় দেখা গেছে, মাছও ব্যথা অনুভব করে এবং মৃত্যুর সময় কষ্ট পায় (গবেষণার রেফারেন্স দেখুন কমেন্টে)। মাছের ধীরে ধীরে মারা যাওয়াটা একটা যন্ত্রণাদায়ক প্রক্রিয়া।

আপনি যদি মাছ খেতে পারেন, তাহলে কোরবানিকে নিষ্ঠুর বলার অধিকার কোথায়? বরং সঠিক নিয়মে কোরবানি করার সময় পশু এর থেকে আরও কম সময় ব্যথা অনুভব করে, নরমালি গড়ে ২০ সেকেন্ড।

ধরে নিচ্ছি, আপনি নিরামিষভোজী। প্রতি বছর শাকসবজি উৎপাদনের জন্য কোটি কোটি পোকামাকড় ও ইঁদুর মারা যায়। কীটনাশক, ইঁদুর মারার ফাঁদ এসব প্রাণঘাতী উপায়ে জমি রক্ষা করা হয়। যদি প্রাণীপ্রেম থাকেই, তবে সেটা শুধু গরু-ছাগলের জন্য কেন, পোকামাকড় বা ইঁদুরের জন্য নয় কেন?

মূলত, অন্য কোনো প্রাণীর ক্ষতি না করে মানুষের বেঁচে থাকা সম্ভব না। আমরা কেবল এই খাদ্যশৃঙ্খলের একটি অংশ মাত্র। জীবন মানেই অন্য প্রাণীর ওপর নির্ভরশীলতা।

আর কোরবানির সময়ই তো বহু দরিদ্র পরিবার মাংস খাওয়ার সুযোগ পায়। সারা বছর যে মানুষ মাংস কিনতে পারে না, কোরবানির মাধ্যমে তার ঘরেও তা পৌঁছে যায়। এছাড়া গোটা কোরবানির অর্থনীতি, যেমন গরু পালন, চিকিৎসা, পরিবহন, কসাই, চামড়াশিল্প, সবই হাজারো মানুষের জীবিকা।

সুতরাং প্রশ্ন হলো...

আপনি কি সত্যিই প্রাণীর কষ্ট নিয়ে উদ্বিগ্ন, নাকি মুসলমানদের ধর্মীয় অনুশীলনকে নিশানা করাই আপনার মূল উদ্দেশ্য?

আমি আপনাদের প্রাণীপ্রেমকে শ্রদ্ধা করি। তবে আক্রমণাত্মক বক্তব্যের জবাবে কিছু প্রশ্ন তুলতেই হলো।

প্রতি বছর কোরবানির সময় এলেই কিছু পশুপ্রেমী খুব সরব হয়ে ওঠেন। এবছর আমাকে এই সমালোচনার মুখে আরও বেশি পড়তে হচ্ছে, কারণ আমি কোরবানির জন্য একটি ভিডিও বানিয়েছি।

Address

Sunamgonj
Sunamganj

Telephone

+8801784666400

Website

Alerts

Be the first to know and let us send you an email when FA Unique TEACH posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to FA Unique TEACH:

Share