05/01/2025
★ শিশুদের ওষুধের ডোজ
পর্ব৫৫
কৃমির ওষুধ খাওয়া নিয়ম
Syp.Melphin(50mg/1ml)
বা, pyrantel pamoate(50mg/1ml)
অর্থাৎ,
1ml সিরাপে থাকে 50mg pyrantel pamoate
2ml সিরাপে থাকে 100mg pyrantel pamoate
3ml সিরাপে থাকে 150mg pyrantel pamoate
4ml সিরাপে থাকে 200mg pyrantel pamoate
5ml বা ১ চামচ সিরাপে থাকে 250mg pyrantel pamoate
◽কৃমি হলে যে যে লক্ষণ বা সমস্যা দেখা দিতে পারে
@পায়ুপথে চুলকানি বা পায়খানার সাথে কৃমি বের হওয়া।
@রক্তহীনতা দেখা দেওয়া
@পাতলা পায়খানা হওয়া
@বমি বমি ভাব বা বমি ভাব
@পেটে ব্যথা হওয়া
@খাবারের রুটি কমে যাওয়া
◽সেবনব্যাধি বা ডোজ
/kg/day --- Single dose
উদাহারণঃমনে করি একটা বাচ্চার ওজন ১০ কেজি তারজন্য ডোজ কেমন হবে?
*সুত্রের সাহায্যে ডোজ নির্ণয় করবো
wt×desired dose×ml
____________________
Mg
এখানে,
Wt=বাচ্চার ওজন
desired dose =কত mg পাবে
ml= পরিমাণ
Mg= পাওয়ার
এখন,
Wt=10kg
Desired dose =10mg
ml=1ml
Mg=50mg
Wt×desired dose×ml
_____________________
Mg
10kg×10mg×1ml
_________________
50 mg
100
____
50
=2ml
সুতরাং,বাচ্চাটি পাবে 2ml pyrantel pamoate ১বার।
◽সহজ এবং মুখস্থ পদ্ধতিতে
@ ৫ কেজি ওজনের জন্য পাবে 1ml করে ১ বার
@১০ কেজি ওজনের জন্য পাবে 2ml করে ১ বার
@১৫ কেজি ওজনের জন্য পাবে 3ml করে ১ বার
@২০ কেজি ওজনের জন্য পাবে 4 ml বা ১ চামচ করে ১ বার।
নোটঃ২ বছরে নিতে এটি না দেওয়ায় ভালো, যদি দিতে হয় তাহলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী দিতে হবে।
◽এটি কি ৭ দিন পর আবার দিতে হবে?
উত্তরঃযদি প্রথম ডোজ খাওয়ার পর ভালো না হয় বা লক্ষণ বা সমস্যা গুলো থেকে যায় তাহলে ২য় ডোজ ৭- ১৪ দিন পর দেওয়া যাবে।
◽কত দিন পর পর কৃমির ওষুধ সেবন করতে হবে?
উত্তরঃ ২-৫ বছর পর্যন্ত ৩ মাস পর পর কৃমির ওষুধ সেবন করতে হবে
৫বছরের উপরে ৬ মাস পর পর কৃমির ওষুধ সেবন করতে হবে।
◽গর্ভবস্থায় দেওয়া যাবে কি?
উত্তরঃএটি প্রেগন্যান্সি ক্যাটাগরি C.গর্ভবস্থায় দেওয়া যাবে না।
◽এটি খালি পেটে খেতে হবে নাকি ভরাপেট খেতে হবে?
উত্তরঃভরাপেটে খেতে হবে, ভরাপেট বা খাওয়ার পর খেলে ভালো।
◽পার্শ্বপ্রতিক্রিয়া
ক্ষুদামন্দা, ডায়রিয়া, বমি বমি ভাব বা বমি হওয়া, SGOT বেড়ে যাওয়া, অনিদ্রা,মাথাব্যথা বা মাথা ঘোরা, ত্বকে ফুসকুড়ি ইত্যাদি দেখা দিতে ।
◽এটি আর কি কি নামে পাওয়া যায়?
ইত্যাদি নামে পাওয়া যায়
বিঃদ্রঃ টাইপিং জনিত ভুল থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন দয়া করে কপি করবেন না পারলে শিয়ার করুন।